17-04-2025, 01:10 PM
(17-04-2025, 01:05 PM)Henry Wrote: মানালি, আমি তোমার লেখা পড়ি। যারা ধারাবাহিক লেখেন তাদের লেখা আমি পড়ি। আমরা সকলেই লিখি স্বেচ্ছায়, আমাদের এক বিনোদন মূলক ফোরাম হিসেবে। আর এর পেছনে বহু পাঠকের ভালোবাসা তো রয়েছেই। যাইহোক, বেঙ্গলি ফোরামে এটাই আমার শেষ গল্প। ভবিষ্যতে ইংরেজী সেকশনে লিখব। exbii, xossip, xossipy এই তিনটি পেরিয়ে এলাম, exbii এর যুগের থেকেই বহুজন এখানে আছেন। কিন্তু সেই পাঠক, লেখক, মডারেটরদের একে অপরকে ব্যক্তিগত না চিনেও যে এক অলিখিত ঐক্য, পারস্পরিক সম্মান ও বোঝাপড়া ছিল, তা আর নেই। তাই তো কিছু আবর্জনা এই ফোরামে ঢুকে পড়েছে। এভাবেই বহু দক্ষ লেখক লেখা বন্ধ করে দিয়েছেন। একদিন আপনিও বাধ্য হবেন। মডারেটররা যদি কঠোর না হন তা হতেই থাকবে। যাইহোক লিটইরোটিকা এই পৃথিবীর সবচেয়ে বড় ইরোটিক গল্পের সাইট, সেখানেই ইংরেজিতে গল্প শুরু করছি শীঘ্রই। যদিও অন্য সাইটের কথা এখানে বলা বারণ, তবু xossipy মডারেটরদের প্রতি আস্থা রেখেই বলছি, নিশ্চই তারা আগামীতে সতর্ক হবেন।Please Henry sir erom korben naaa ... Eta ekanto request apnar kacche ???
হ্যা বহু গল্প আমার ব্যক্তিগত পছন্দ না হলে সেই লেখককে আক্রমন, গালাগালি করি না। কারণ আমার পছন্দ নাই বা হতে পারে, অনেকেই তো পছন্দ করছেন। তাই আমি আমার গল্পের শুরুতেই ডিসক্লেইমার দিই, যার ভালো লাগবে না, সে পড়বে না। তারপরে যখন কেউ বারংবার লেখকদের কাঠি করতে থাকে, তাহালে বুঝতে হবে সে এই ফোরামের ক্ষতি চাইছে। কাজেই মডারেটরদের ওকে ব্যান করা উচিত। ও' হয়ত আবার নতুন করে নতুন পরিচয়ে ঢুকতে চাইবে। কিন্তু এভাবে এক দুবার হলে পরেই নিয়ন্ত্রনে আসবে।