17-04-2025, 01:05 PM
(17-04-2025, 12:47 PM)Manali Basu Wrote: Mr. Henry, আমি এই ফোরামের একজন সামান্য লেখিকা। সংসার কাজ সামলে খুব যৎসামান্য সময় পাই লেখার। যতটুকু লিখি তার মধ্যে ধনাত্মক ও ঋণাত্মক উভয় প্রতিক্রিয়াই পাই। কোনো পাঠক যদি অত্যাধিক বিষোদ্গার করে আপনার লেখনী নিয়ে তাহলে বুঝবেন সে আপনার লেখার সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে পড়েছে। ইহা আপনার লেখনীরই জয়।মানালি, আমি তোমার লেখা পড়ি। যারা ধারাবাহিক লেখেন তাদের লেখা আমি পড়ি। আমরা সকলেই লিখি স্বেচ্ছায়, আমাদের এক বিনোদন মূলক ফোরাম হিসেবে। আর এর পেছনে বহু পাঠকের ভালোবাসা তো রয়েছেই। যাইহোক, বেঙ্গলি ফোরামে এটাই আমার শেষ গল্প। ভবিষ্যতে ইংরেজী সেকশনে লিখব। exbii, xossip, xossipy এই তিনটি পেরিয়ে এলাম, exbii এর যুগের থেকেই বহুজন এখানে আছেন। কিন্তু সেই পাঠক, লেখক, মডারেটরদের একে অপরকে ব্যক্তিগত না চিনেও যে এক অলিখিত ঐক্য, পারস্পরিক সম্মান ও বোঝাপড়া ছিল, তা আর নেই। তাই তো কিছু আবর্জনা এই ফোরামে ঢুকে পড়েছে। এভাবেই বহু দক্ষ লেখক লেখা বন্ধ করে দিয়েছেন। একদিন আপনিও বাধ্য হবেন। মডারেটররা যদি কঠোর না হন তা হতেই থাকবে। যাইহোক লিটইরোটিকা এই পৃথিবীর সবচেয়ে বড় ইরোটিক গল্পের সাইট, সেখানেই ইংরেজিতে গল্প শুরু করছি শীঘ্রই। যদিও অন্য সাইটের কথা এখানে বলা বারণ, তবু xossipy মডারেটরদের প্রতি আস্থা রেখেই বলছি, নিশ্চই তারা আগামীতে সতর্ক হবেন।
জীবনের যেকোনো ধাপেই আমাদের উভয়রকমের মানুষ ও তাদের মতবাদকে সঙ্গে নিয়ে চলতে হবে। কিছু মানুষ আপনার প্রশংসক হবে, কিছু নিন্দুক। বড়ো বড়ো ক্রিকেটার থেকে ফিল্ম স্টারদের একইভাবে সবকিছু ডিল করতে হয়। তাই প্রশংসাটা যেমন নেবেন যেটার আপনি যোগ্য বলেই আমি মনে করি, ঠিক তেমনভাবে নিন্দাটাও গ্রহণ করে নিন তা যতই অযৌক্তিক হোক না কেন।
এই গল্পটা আমার এখনও পড়া হয়নি। বাকি মোটামোটি আপনার সব গল্পই আমার পড়া। তবে পদ্ম নাগের বিষ আমার সবচেয়ে প্রিয় এখনও পর্যন্ত। আমার অনেকদিনের ইচ্ছে ছিল পদ্ম নাগের বিষ গল্পটি নিয়ে একটি ফিডব্যাক দেওয়ার আপনাকে, কিন্তু সংকোচ বোধ করছিলাম কিভাবে নেবেন বিষয়টা তা ভেবে।
যাই হোক, সময়ের অভাব থাকলেও কখনো কোয়ালিটির সাথে কম্প্রোমাইস করিনি, তাই আমি নিয়মিত লেখা নিজ পাঠককূল-কে উপহার দিতে পারিনা। তবুও আপনার কাছে সবিনয়ে নিবেদন রইলো আমার গল্প বিশেষ করে এক মুঠো খোলা আকাশে একটু চোখ বোলাবার। গল্পটা এখনও সম্পূর্ণ করিনি, তবে ১৩ তম পর্বটি প্রায় লিখে ফেলেছি, শীঘ্রই নিয়ে আসবো। আর আমি এটাও আশা করবো যে আপনিও এই গল্পটি নিজের মতো করেই কন্টিনিউ রাখবেন। শুভ নববর্ষ![]()
![]()
হ্যা বহু গল্প আমার ব্যক্তিগত পছন্দ না হলে সেই লেখককে আক্রমন, গালাগালি করি না। কারণ আমার পছন্দ নাই বা হতে পারে, অনেকেই তো পছন্দ করছেন। তাই আমি আমার গল্পের শুরুতেই ডিসক্লেইমার দিই, যার ভালো লাগবে না, সে পড়বে না। তারপরে যখন কেউ বারংবার লেখকদের কাঠি করতে থাকে, তাহালে বুঝতে হবে সে এই ফোরামের ক্ষতি চাইছে। কাজেই মডারেটরদের ওকে ব্যান করা উচিত। ও' হয়ত আবার নতুন করে নতুন পরিচয়ে ঢুকতে চাইবে। কিন্তু এভাবে এক দুবার হলে পরেই নিয়ন্ত্রনে আসবে।