17-04-2025, 08:40 AM
গল্পের আপডেট দিতে অনেক দেরি হবার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। আমি কর্মসুত্রে ভীষণ ব্যস্ত থাকার জন্য লেখার সুযোগ পাইনি এতোদিন। এখন লেখা চলছে। প্রথমে ভেবেছিলাম গল্পটা আর দুটো আপডেটে শেষ করবো, কিন্তু পরে ঠিক করলাম একটাই আপডেট দেবো আর। তাই আর একটু অপেক্ষা করুন, আশা করছি সপ্তাহ খানেকের ভিতরে সম্পূর্ণ গল্পটা আপনাদের জন্য পরিবেশন করতে পারবো।
গল্পের আপডেট কমিয়ে দেবার একটা কারণ আছে। এটা গোয়েন্দা গল্প। শেষ করার সময় খেয়াল রাখতে হয় আগে অবতারণা করা কোনো বিষয় বাদ পড়ে না যায়। লেখা আপডেট দেবার আগে কোনো অসামঞ্জস্য ধরা পড়লে ঠিক করে নেওয়া যায়, কিন্তু পাবলিশড হয়ে গেলে সেই ত্রুটির সংশোধন করা যায় না, গল্পের চেহারা বদলে যায়। তাই একেবারেই ফিনিশড প্রোডাক্ট দেবো ঠিক করলাম।
কিন্তু আমি হতাশ। গল্পের মতামত জানিয়ে আগে অনেক ইমেইল পেতাম, কিন্তু আজকাল সেগুলো ভীষণ রকম কমে গেছে। অনেক ব্যস্ততার মাঝে সময় বের করে এগুলো আমাদের লিখতে হয়, কিন্তু কয়েক মিনিট সময় নষ্ট করে আপনারা ফিডব্যাক দিতে কার্পণ্য করলে আমাদের আর লিখতেই ইচ্ছা করে না। এই গল্পটাই আমার শেষ গল্প হবে কি না সেটা ভেবে দেখতে হবে। আপনাদের ফিডব্যাক না পেলে গল্প লেখার মানেই হয় না। অপেক্ষার জন্য ধন্যবাদ।
গল্পের আপডেট কমিয়ে দেবার একটা কারণ আছে। এটা গোয়েন্দা গল্প। শেষ করার সময় খেয়াল রাখতে হয় আগে অবতারণা করা কোনো বিষয় বাদ পড়ে না যায়। লেখা আপডেট দেবার আগে কোনো অসামঞ্জস্য ধরা পড়লে ঠিক করে নেওয়া যায়, কিন্তু পাবলিশড হয়ে গেলে সেই ত্রুটির সংশোধন করা যায় না, গল্পের চেহারা বদলে যায়। তাই একেবারেই ফিনিশড প্রোডাক্ট দেবো ঠিক করলাম।
কিন্তু আমি হতাশ। গল্পের মতামত জানিয়ে আগে অনেক ইমেইল পেতাম, কিন্তু আজকাল সেগুলো ভীষণ রকম কমে গেছে। অনেক ব্যস্ততার মাঝে সময় বের করে এগুলো আমাদের লিখতে হয়, কিন্তু কয়েক মিনিট সময় নষ্ট করে আপনারা ফিডব্যাক দিতে কার্পণ্য করলে আমাদের আর লিখতেই ইচ্ছা করে না। এই গল্পটাই আমার শেষ গল্প হবে কি না সেটা ভেবে দেখতে হবে। আপনাদের ফিডব্যাক না পেলে গল্প লেখার মানেই হয় না। অপেক্ষার জন্য ধন্যবাদ।

kingsuk25@ জিমেইল ডট কম