15-04-2025, 06:31 AM
✪✪✪✪✪✪✪✪✪✪
পরের দিন বেলা দশটা নাগাদ, শীলার বাবা-মা রেডি হয়ে বেরিয়ে যাবার সময় সজলের মা-কে ডেকে বলে গেল,
- - দিদি, আমরা বেরোচ্ছি, একটু মিনুর বাড়ি যাবো; রাতে ফিরবো। শিলু রইলো, ওর দুই বন্ধু আসবে, গ্রুপ স্টাডি করবে। জলুকে পাঠিয়ে দেবেন, ওখানেই খেয়ে নেবে। দু'জনেরই রান্না করে রেখে গেলাম। মেয়েগুলো একা থাকবে, একটা ব্যাটা মানুষ থাকলে ভালো।
- - যাও; মজা করে এসো। দরকার হলে রাতে থেকে যেও। এদিকে আমি সামলে নেবো।
- - তোমাদেরও যেতে বললাম, গেলে না।
- - নাগো! আমার শরীর খারাপ, আর আমি না গেলে তোমার দাদা যাবে না।
- - তোর আর শিলুর টিফিন করে দিলাম, নিয়ে যা। আজকে দুপুরে ওখানেই খাবি। শিলুর বন্ধুরা আসবে পড়াশোনা করতে, ওদের বিরক্ত করবি না। শিলুর বাবা-মা যতক্ষণ না ফিরছে, ওখানেই থাকবি। বাইরে আড্ডা মারতে বেরোবি না।
- - এই নে শিলুদি, মা পাঠিয়ে দিলো। একা খাবি না। আমারটাও আছে। — খেতে খেতে জিজ্ঞেস করলো সজল,
- - এই শিলুদি, তোর কোন বন্ধু আসবে রে?
- - ওই তো বেবি আর রুবি।
- - এই শিলুদি, আমাকে দেখতে দিবি না।
- - না, তুই ছেলেমানুষ, এগুলো ছোটরা দেখে না।
- - আমি আর ছোট নেই, তোর চেয়ে লম্বা হয়ে গেছি। দ্যাখ, দ্যাখনা, ওঠ, দাঁড়া, এই দ্যাখ তোর চেয়ে এতটা লম্বা।
- - দূর লম্বা হলেই বড় হয় না, অনেক কিছু জানতে হয়, বুঝতে হয়।
- - তুই শিখিয়ে দিবি।
- - দূর বোকা, এগুলো বন্ধুদের কাছে শিখতে হয়। আমি কি তোর বন্ধু?
- - তাহলে, তুই আমার বন্ধু হয়ে যা।
- - ছেলে আর মেয়েতে এই বন্ধুত্ব হয় না। বেবি, রুবি ওরা মেয়ে তাই আমার বন্ধু; তাই ওদের সঙ্গে দেখবো। তুই ঘরে ঢুকবি না। অবশ্য, আমি দরজা বন্ধ করে রাখবো। তুই ঢুকতে পারবি না।
✪✪✪✪✪✪✪✪✪✪


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)