14-04-2025, 02:07 AM
(13-04-2025, 07:38 AM)কামখোর Wrote:পরস্ত্রী'র চক্করে মৃত্যু
‘ আপনি বলুন, এখন উপায় কী! কেমন করে অনন্তার হাত থেকে উদ্ধার পাব।’
ভূতের হাত থেকে উদ্ধার পাবার উপায় জানা নেই। চাল-পড়া সর্ষে-পড়া আজকাল আর চলে না। অনেক ভেবে বললাম, ‘এ-দেশে পিণ্ডদানের কোনো ব্যবস্থা আছে?’
সে একটু নিরাশভাবে বললেন, ‘আছে। গয়াতে পিণ্ডি দেওয়া যায়, দু’একটা জায়গা আছে। কিন্তু অত দূরে যাওয়া কি সম্ভব? পঞ্চানন শালা আমার পিছু নেবে।’
এত রাত্রে আবার কে এল! উঠে গিয়ে সদর দরজা খুললাম। সদর দরজার মাথায় আলো আছে; দেখলাম, একজন লোক দোরের সামনে দাঁড়িয়ে আছে। তার ডান হাতটা কনুই থেকে কাটা।
লোকটা ঝাঁকড়া ভুরুর তলা থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমার হৃদ্যন্ত্রটা ধড়ফড় করে উঠল।
তারপর আলো নিভে গেল। আমি হাঁপিয়ে উঠে বললাম, ‘কে?’ কিন্তু সাড়া পেলাম না।
দু’মিনিট পরে আবার আলো জ্বলে উঠল। দেখলাম, কেউ নেই— লোকটা চলে গেছে।
সে-রাত্রে সত্যবান সিন্ধেকে টর্চ হাতে নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে এসেছিলাম।
এই কাহিনী লেখা শেষ করবার পর আজ খবর পেলাম, সত্যবান সিন্ধে গয়া যাচ্ছিলেন, পথে হার্টফেল করে মারা গেছেন।
সত্যবান সিন্ধেটা কে?


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)