14-04-2025, 01:53 AM
(13-04-2025, 11:59 PM)kamonagolpo Wrote: ধ্বজগতির কণ্ঠস্বর আবেগে কেঁপে উঠল, “কিন্তু আমার মা ছিলেন অসাধারণ রূপসী, তাঁর সৌন্দর্য ছিল যেন চাঁদের আলোয় ধোয়া কোনো পদ্ম। নারীবিলাসী, ভোগী পুরুষদের মহলে তাঁর রূপের খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়ল। তারা মায়ের সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হয়ে উঠল। মা সপ্তাহে মাত্র একটি রাতের জন্য, কেবলমাত্র একজন অতিথির কাছে নিজেকে সঁপে দিতেন।
সেই অন্ধকার রাতে আমার ছোট্ট বুকটা তীব্র বেদনায় টনটন করত। মায়ের বন্ধ দরজার বাইরে আমি একটি অসহায় পাখির মতো ছটফট করতাম। কক্ষের ভেতর থেকে ভেসে আসা সেই নিষিদ্ধ, অস্ফূট শিৎকার আর চাপা গুঞ্জন আমার কচি কানে বিষের মতো প্রবেশ করত, আমার নিষ্পাপ মনকে কলুষিত করত। অথচ আমার কিছুই করার ছিল না, সেই বন্ধ দরজার ওপারে কী ঘটছে, তা দেখার কোনো উপায় ছিল না।
এভাবেই কয়েকটি বছর অতিবাহিত হল। পিতার মৃত্যু হল। সেই রাতের অতিথিদের ঔরসে আমার মায়ের গর্ভে জন্ম নিল আমার আরও তিনটি ছোট ভাই। আমাদের সংসারে নতুন সদস্য এল ঠিকই, কিন্তু তাদের জন্ম আমার মায়ের আত্মত্যাগের বিনিময়ে, এক গভীর বেদনার সাক্ষী হয়ে।”
ধ্বজগতির ধ্বজা উড়ুক পতপত করে।