Thread Rating:
  • 40 Vote(s) - 2.9 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Erotic Thriller ছোটগল্প সমগ্র
#60
আচ্ছা, তোমার লেখা পড়ে এটা বুঝতে পারছি যে তুমি অনেক গল্প পড়েছো, আর বিশেষ করে ভৌতিক গল্প। আমি একটা গল্পের খোঁজ করছিলাম - ভৌতিক গল্প। গল্পটা অনেক বছর আগে পড়া; বছর ২৪-২৫ হতে পারে। নামটা ঠিক মনে নেই; খুব সম্ভবতঃ নামটা "নিশির ডাক" হতে পারে।

গল্পটা উত্তম পুরুষে বলা। বক্তা নিজের এক বন্ধুর বাড়ী যাচ্ছে গরুগাড়ীতে করে (এমনটাই ছিলো খুব সম্ভবতঃ), ওদের জমিদারী রয়েছে; ও ওখানকার বর্তমান জমিদার। কিন্তু রাত হয়ে গেছে, ওদের বাড়ী পৌঁছাতে এখনও কিছুটা বাকী। ওর জমিদার বন্ধুই গাড়ী পাঠিয়েছিলো ওকে বাড়ীতে নিয়ে আসতে। সন্ধে হতেই গাড়ীর বাকী লোকগুলো যারা ওকে নিয়ে আসার জন্য এসেছে ওরা নিজেদের জোরে জোরে আওয়াজ দিচ্ছে, যাতে ওরা বুঝতে পারে যে যদি উত্তর আসে তাহলে যে উত্তর দিয়েছে সে এখনও তাদের সঙ্গে রয়েছে। তারা সবাই যেন কি এক আতঙ্কে রয়েছে। যাই হোক, ওরা ঠিকঠাক কোনো অসুবিধা ছাড়াই জমিদারবাড়ীতে পৌঁছে যায়। ওর বন্ধু বক্তাকে ডেকেছে তাদের জমিদারীতে একটা সমস্যার সাহায্য করতে। তাদের জমিদারীতে বেশ কিছু লোক রহস্যময়ভাবে মারা গেছে - সবাই রাতের দিকে। খুব সম্ভবতঃ পনেরো দিনে বা এক মাসে এই ঘটনা ঘটে থাকে - পূর্নিমা বা অমাবস্যার দিনে। কি হয়ে থাকে, রাতে কোনো চেনাপরিচিত লোক এসে দরজার বাইরে দাঁড়িয়ে নাম ধরে ডাকে, যখন সেই ডাকে সাড়া দিয়ে শিকার বাইরে যায় তাকে আর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, পরদিন তার রক্তশূন্য মৃতদেহ কাছাকাছি কোথাও পাওয়া যায়। রক্তশূন্য বলতে এই শিকারদের শরীরের সব রক্ত রাতারাতি যেন জল নামের তরল হয়ে গেছে, রক্ত বলতে কিছু নেই। কিন্তু এই ঘটনা ঘটতে থাকায় লোকেরা সাবধান হয়ে গেছে, তাই গত দু' কিস্তে বা কয়েক কিস্তিতে শুধুমাত্র কোনো গবাদি পশুই এই শয়তানের শিকার হয়েছে; কিন্ত সে এসে অনেককেই ডেকে গেছে। কিন্তু এভাবে তো জীবন চলতে পারে না; গ্রামের জমিদার হিসেবে তার প্রজাদের প্রতি ওর এক দায়িত্ব রয়েছে; সেই কারণেই বন্ধুকে ডাকা। আর এই মুহূর্তে রাতের দিকে সবাই দরজা বন্ধ করে ঘরে থাকে, কেউ বাইরে বেরোবার সাহস করে না; আর বাইরে থেকে কেউ ডাকলে বের হয় না। আর ওর জমিদারবন্ধুর বিয়েতে বক্তা আসেনি, তাই বন্ধুপত্নীর সঙ্গে পরিচয় করে নেওয়াটাও ওর আসার একটা উদ্দেশ্য ছিলো।

এই গল্পটার মতো এতো হাড়হিম করা গল্প আমি আজ পর্যন্ত পড়িনি। ওটা আমার পড়া সবচেয়ে ভয়ের গল্পগুলোর মধ্যে অন্যতম।

তোমার এই গল্পটা পড়া আছে কি? আমি ইচ্ছে করেই গল্পটার climax টা এড়িয়ে গেছি, যাতে কেউ যদি পড়ে না থাকে যখন পড়বে তখন গল্পটার পুরো রসটা নিতে পারে। যদি জানা থাকে, তাহলে নামটা আর লেখকের নামটা জানিও। দেখি, যদি online পওয়া যায় কিনা।
[+] 1 user Likes ray.rowdy's post
Like Reply


Messages In This Thread
RE: ছোটগল্প ( নতুন গল্প :- পরস্ত্রী'র চক্করে মৃত্যু) - by ray.rowdy - 13-04-2025, 08:56 PM



Users browsing this thread: 2 Guest(s)