11-04-2025, 09:32 PM
কয়েকটা কথা বলতে চাই। যারা বলছে যে লেখকের লেখা অন্য একজন লেখকের লেখার অনুকরণ, তারা বলতে পারেন কি যে একজন লেখক-লেখিকা যখন একের পর এক এই ধাঁচে একই বিষয়ের উপর লিখে যান তারা কি নিজেই নিজের অনুকরণ করে যান? কোনো বিশেষ ধাঁচ বা মূল বিষয়বস্তুর উপর কারো কি monopoly বা একাধিপত্য রয়েছে? যে একজন বাদে অন্য কেউ এর উপর চর্চা করতে পারবেন না? আচ্ছা, একজন প্রযোজক বা নির্দেশক বা অভিনেতা যখন একই ধরণের সিনেমা করে যান সেটাও কি সেই পর্যায়ে পড়ে? আর একই genre নিয়ে যখন যুগের পর যুগ ধরে একই সময়ে ভিন্ন ভিন্ন সিনেমা বানানো হয়ে থাকে সেটাও কি অনুকরণ? আর আগে লেখা কোনো লেখা বা আগে বানানো কোনো সিনেমাকে নতুন করে নতুন আঙ্গিকে পরিবেশন করা হয়ে থাকে, তাহলে সেটা কি অনুকরণের সব মাত্রা ছাড়িয়ে যাবে, যতোই এর স্বপক্ষে এই যুক্তি দেওয়া হোক যে নতুনভাবে করা হচ্ছে?
সাহিত্য, চিত্রকলা বা চলচ্চিত্র ইত্যাদি একটা art বা শিল্প। এতে কারো কোনো একক একাধিপত্য নেই। ততোক্ষণ পর্যন্ত কোনো দোষের নয় যতোক্ষণ পর্যন্ত না মৌলিক কিছু না করে হুবহু অনুকরণ করা হচ্ছে।
আরেকটা কথা, এটা একটা open forum। আর এখানে নৈতিকতা খুঁজতে আসার কোনো মানে নেই। নিজের পছন্দ-অপছন্দ ব্যক্তিগত ব্যাপার, তাতে কারো কোনো কিছু বলার থাকতে পারে না। যার কোনো বিষয় বা ব্যাপার ভালো লাগে না, সেখান থেকে দূরে সরে গিয়ে যেখানে নিজের পছন্দের বিষয় বা ব্যাপারের চর্চা হচ্ছে সেখানে নিজের সময় ও শক্তির সদ্ব্যবহার করলে সবার ভালো।
লেখক ভায়া, তুমি দারুণ লিখছো। এখন ভালো লেখা খুব কম দেখতে পাওয়া যায়। তুমি তোমার মতো করে লিখে যাও।
আরেকটা কথা, এটা একটা open forum। আর এখানে নৈতিকতা খুঁজতে আসার কোনো মানে নেই। নিজের পছন্দ-অপছন্দ ব্যক্তিগত ব্যাপার, তাতে কারো কোনো কিছু বলার থাকতে পারে না। যার কোনো বিষয় বা ব্যাপার ভালো লাগে না, সেখান থেকে দূরে সরে গিয়ে যেখানে নিজের পছন্দের বিষয় বা ব্যাপারের চর্চা হচ্ছে সেখানে নিজের সময় ও শক্তির সদ্ব্যবহার করলে সবার ভালো।
***
লেখক ভায়া, তুমি দারুণ লিখছো। এখন ভালো লেখা খুব কম দেখতে পাওয়া যায়। তুমি তোমার মতো করে লিখে যাও।