11-04-2025, 12:55 PM
(10-04-2025, 04:29 AM)Mohomoy Wrote: গল্পে পুরোমাত্রায় হেনরির ছায়া খুঁজে পাচ্ছি। "ভাঙনের পর" এর সাথে কিছু কিছু এঙ্গেলে প্রায় মিলে যাচ্ছে।
জানিনা এটা অনেকটাই একই ধাঁচের রিপিটেশন কিনা। যদি তাই হয় তাহলে আগ্রহ হারিয়ে ফেলবো খুব শীঘ্রই।
রুপশ্রী নিজের স্বামীকে ব্যাভিচারের অপরাধে ডিভোর্স করলো, অথচ সে নিজেই একজন ব্যাভিচারিনী এবং বিবাহিত জীবনে প্রবেশের আগেই সমাজের অতি নিচুস্তরের এক রাখালের দ্বারা কুমারিত্ব হারিয়েছে। এবং তৃপ্তিও পেয়েছে।
সুন্দরী, শিক্ষিতা, বিবাহিতা, রুচিশীলা, বংশ মর্যাদায় এগিয়ে থাকা নারী সমাজের সর্বনিম্ন স্তরের কোন হিংস্র ইতর গোছের লোকের প্রতি দূর্বল হওয়া এটা হেনরির একঘেয়ে স্টাইল। এবং অতি অবশ্য সেই নারীকে একটি টিনএজ কিংবা তরুন বয়সী ছেলের মা হতে হবে আর তার পরকীয়া প্রেমিকের আসুরিক সেক্স করার ক্ষমতা এবং মানুষ হয়েও দানবের মত লিঙ্গের অধিকারী হতে হবে এটাই "লর্ড হেনরির' লেখার মূল উপাদান। তাই ওই একই ধাঁচের গল্পে নতুনত্ব খোঁজার চেষ্টা করা একদমই বৃথা।
তবে যা লিখলাম সেটা শুধুই আমার নিজের মতামত। ফোরামে হাজার হাজার সম্মানিত পাঠক/পাঠিকা আছেন যাদের হয়তো তোমার এই লেখা ভালো লাগতেই পারে।
এনার লেখার স্টাইল হেনরির মত হলেও এনার moral compass is much more well aligned than him. হেনরির গল্পে এনার করা দুটো কমেন্ট আমি পড়েছিলাম আর সেই দুটো কমেন্টের ভিত্তিতে আমি বলতে পারি যে এনার গল্পের শুরুটা হেনরির গল্পের মত হলেও শেষটা হেনরির মত ব্যাভিচারিনীর গুনগান করে হবে না।