10-04-2025, 03:58 PM
রুমে ঢুকেই চোখ আরো কপালে উঠলো শীলার। মাস্টার বেড রুম থেকে আলাদা রুম আছে(চাইল্ড রুম)। বিশাল ব্যালকনি.. চট্টগ্রামের ব্যস্ত শহর দেখা যায় অনায়েসে। বসার জন্য চেয়ারটেবিল… বিশাল ওয়াশরুম… যা প্রথাগত বেডরুমের সমান। কাঁচ আর পর্দা দিয়ে ঢাকা… বেডরুম থেকেই স্বচ্ছ কাচে ওয়াশরুমের ভেতরকার সব দেখা যায়.. কেবল পর্দা না টানলেইহলো। বাথটাবে একসাথে দুজন শোয়া যাবে। ফুলের টব দিয়ে সাজানো মিনি ডিসকাশন রুম…. রাজকীয় হালচাল।
“-স্যার… ডিনারের মেন্যু জানিয়ে দিলে আমরা সেভাবেই রেডি করবো। কাইন্ডলি ৩০ মিনিটআগে ইন্টারকমে জানালেই হবে।”
ওদিকে সুপারভাইজারের সাথে শরীফের কথাবার্তা চলছে। সুপারভাইজার আর স্টাফ চলেযেতেই শীলা বিছানায় “ধরাম!” শব্দে শুয়ে পরলো।
শরীফ লাগেজ থেকে কাপর আর মিটিংয়ের কাগজপত্র ল্যাপটপ সব বের করে সাজালো।
-“এই বিশাল স্যুটের ভাড়া কেমন গো?” শীলা প্রশ্ন করে।
শরীফ, “-জানিনা… অফিস থেকে বুক করা। বিল সাবমিট করলে বুঝতে পারবো।”
“-বাব্বা! মাল্টিন্যাশনাল কোম্পানির এই হাল!”
“-হালের কিছুই দেখনি… বিদেশে মিটিং হলে দেখতে।”
-“হুম…. “
শীলা আর শরীফের আলাপ আলোচনার মাঝেই হোটেল বয় এসে রিফ্রেশমেন্ট ড্রিংস, ব্যবহারের জন্য অন্যান্য দ্রব্যাদি টেবিলে সাজিয়ে দিয়ে গেল।
জুসের বোতল টা নিতে নিতে শীলা দেখতে পেল নেল কাটার, লিকুইড সোপ থেকে শুরু করেটাওয়েল… সব থরে থরে সাজানো। ৫৬” ওয়াল টিভি টা দেখে রিমোট হাতে নিল।
হাই স্পিড ওয়াইফাই, বিশাল টিভি স্ক্রিনে ইউটিউবে শীলা গান প্লে করলো….
“-আজ মন চেয়েছে… আমি হারিয়ে যাব… হারিয়ে যাব আমি তোমার সাথে….”
দুজনেই ফ্রেশ হয়ে কাপর বদলে নেমে এলো ডাইনিং বল রুমে। শরীফ ইতোমধ্যে রুপচাঁদা ফ্রাই, চিকেন, শ্রিম্প সহ বাংলা খাবার অর্ডার করেছিল। শীলা সিজলিং চিকেন, ফ্রাইড রাইস, স্যুপ।(চলবে)
“-স্যার… ডিনারের মেন্যু জানিয়ে দিলে আমরা সেভাবেই রেডি করবো। কাইন্ডলি ৩০ মিনিটআগে ইন্টারকমে জানালেই হবে।”
ওদিকে সুপারভাইজারের সাথে শরীফের কথাবার্তা চলছে। সুপারভাইজার আর স্টাফ চলেযেতেই শীলা বিছানায় “ধরাম!” শব্দে শুয়ে পরলো।
শরীফ লাগেজ থেকে কাপর আর মিটিংয়ের কাগজপত্র ল্যাপটপ সব বের করে সাজালো।
-“এই বিশাল স্যুটের ভাড়া কেমন গো?” শীলা প্রশ্ন করে।
শরীফ, “-জানিনা… অফিস থেকে বুক করা। বিল সাবমিট করলে বুঝতে পারবো।”
“-বাব্বা! মাল্টিন্যাশনাল কোম্পানির এই হাল!”
“-হালের কিছুই দেখনি… বিদেশে মিটিং হলে দেখতে।”
-“হুম…. “
শীলা আর শরীফের আলাপ আলোচনার মাঝেই হোটেল বয় এসে রিফ্রেশমেন্ট ড্রিংস, ব্যবহারের জন্য অন্যান্য দ্রব্যাদি টেবিলে সাজিয়ে দিয়ে গেল।
জুসের বোতল টা নিতে নিতে শীলা দেখতে পেল নেল কাটার, লিকুইড সোপ থেকে শুরু করেটাওয়েল… সব থরে থরে সাজানো। ৫৬” ওয়াল টিভি টা দেখে রিমোট হাতে নিল।
হাই স্পিড ওয়াইফাই, বিশাল টিভি স্ক্রিনে ইউটিউবে শীলা গান প্লে করলো….
“-আজ মন চেয়েছে… আমি হারিয়ে যাব… হারিয়ে যাব আমি তোমার সাথে….”
দুজনেই ফ্রেশ হয়ে কাপর বদলে নেমে এলো ডাইনিং বল রুমে। শরীফ ইতোমধ্যে রুপচাঁদা ফ্রাই, চিকেন, শ্রিম্প সহ বাংলা খাবার অর্ডার করেছিল। শীলা সিজলিং চিকেন, ফ্রাইড রাইস, স্যুপ।(চলবে)