10-04-2025, 02:14 AM
(09-04-2025, 08:23 PM)kamonagolpo Wrote: মহারানী অপরূপাদেবী, আমার দিকে তাকিয়ে বললেন, “সরসিনী, তুমি তো ভীষন গুণী রাজকন্যা। তুমি কি পারো না এই অনবদ্য আখ্যানগুলিকে একটি সচিত্র গ্রন্থে রূপান্তরিত করতে? এই ইতিহাস আগামী দিনের মানুষেরও জানা কর্তব্য।”
আমি বললাম, “অবশ্যই মহারানী, আমার এই অমরাবতী আগমন, আমার জীবনের একটি উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে। কত কিছু জানতে পারছিই যা আগে আমার কোন ধারনাতেই ছিল না। আমি এই ইতিহাসকে অবশ্যই গ্রন্থবদ্ধ করে সাধারন মানুষদের কাছে রাজপরিবারের গোপন যৌনজীবনের রহস্যকে উন্মোচন করব।”
পয়োধরীদেবী একটু জলপান করে বললেন, “বউমা এসো, এবার তোমাকে আমি ধ্বজগতির সাথে অতিকামিনীর ফুলশয্যার কাহিনী বলি।”
চলুক, এমনই চলুক।