09-04-2025, 05:21 PM
(17-02-2019, 09:04 PM)nandakumarch Wrote: কুহুর কাহিনী কোথা থেকে শুরু করা যায়, সেটাই ভাবছি। কুহু পোস্ট গ্র্যাজুয়েট করা গৃহবধূ। তার বর সুজনকে নিয়ে তার সুখের সংসার। আপাত নিরীহ এই সংসার, সম্পর্ক, যৌনতায় মাখা মাখি হয়ে আছে, তা লোক চক্ষুর অগোচর। যৌবন এর শুরু থেকেই কুহু কামিনী। যৌনেচ্ছা আর পাঁচ জন মেয়ের মত সাধারন বা স্বাভাবিক নয়। আজ বছর ৩৪ এর নারী কুহু বহুভোগ্যা, কিন্তু পুরুষ কুহুকে ভোগ করেছে কম, পুরুষকে কুহু ভোগ করেছে বেশি। তার যৌনজীবনের ধারাবিবরণী দিতে গেলে লেখকের কলম ভেঙে যাবে। মহাভারত ক্ষুদ্র মনে হবে। তাই ক্ষুদ্র ক্ষুদ্র যৌন কাহিনী নিয়ে কুহুর জীবনের মালা গাথার ক্ষুদ্র প্রয়াস করব। অন্য অন্য ফোরামে, শুরু করেছিলাম লেখা। কোথাও সেই ফোরাম উঠে গেছে, তো কোথাও গল্পে সারা পাইনি তেমন। পাঠকের প্রতিক্রিয়ার অভাবে মন খারাপ হয়েছে। সে যা হোক, নতুন উদ্যমে, নতুন ভাবে শুরু করলাম। আশা করি কুহুর কাহিনী ভালো লাগবে সবার।