09-04-2025, 02:04 AM
(16-03-2025, 03:24 PM)kamonagolpo Wrote: মহাকামিনী বলল - নাথ আমাদের খুলে বলুন সেই গভীর রহস্যের কাহিনী।নাদভক্তির মাতা পিতার কাহিনী মঅনকে সরস করে তুলল। এরকম কাহিনী আরও হলে ভাল হয়।
নাদভক্তি বলল - আমার মা রঙ্গিনী ছিল এক অভাগিনী, ভাগ্যবিড়ম্বিত এক ক্রীতদাসী, যাঁর জীবন পুরুষের উদ্দাম যৌনতার লেলিহান শিখায় দগ্ধ হয়েছিল। যৌবনের শুরুতে, মর্কমণি নামক এক লম্পট, ধূর্ত ধনী বণিক তাঁকে দাসবাজার থেকে কিনে নিয়ে নিজের প্রাসাদের অন্ধকার প্রকোষ্ঠে টেনে নিয়ে যায়।
আমার মা ছিল এমন এক রূপসী, যাঁর সৌন্দর্যের ছটায় পুরুষের হৃদয়ে কামনার দাবানল জ্বলে উঠত। তাঁর লাবণ্য ছিল এমনই মোহনীয় যে, দেখলে মনে হত যেন সাক্ষাৎ অপ্সরা মর্ত্যে নেমে এসেছে।