08-04-2025, 10:02 PM
(30-03-2025, 05:37 PM)বহুরূপী Wrote: চিন্তা ভাবনা ভালো ,তবে আমাদের সমস্যা জটিল। একত্রিত না হলে সমাধান মিলবে না।
ভালো লেখা এই ফোরামে বহুদিন ধরে কমছে। তার একটা কারণ আমি খুঁজে পেলাম অবশেষে। এই ফোরামে ভূত আছে, সাবধান!!!!
হাসির কথা না, সত্যিই। বলছি সেটা।
‘ভিতুর ডিম’ নাম দিয়ে একটি গল্প প্রায় পুরোটাই লিখে ফেলেছি। এই ফোরামেরই একটি লেখা থেকে উদ্বুদ্ধ হয়েই সেটা লিখতে শুরু করি। এ দেশের নানা প্রান্তে গত কয়েক বছরে অ্যাডাল্টারি বিপুল বেড়েছে বলে খবরে বেরোয় প্রায়ই। কিন্তু বাস্তবে এটা ছিল এবং আছে বহু বছর ধরেই। নানা ফর্মে। অ্যাডাল্টারি এখন অনেকটা ডাল ভাতের মতো। অনেকের কাছেই স্বাভাবিক। নতুন-পুরনো মিলিয়ে সেই রকম বহু খবর ঘেঁটে এবং আরও বেশ কিছু তথ্য সংগ্রহ করে কিছু বাস্তবের সঙ্গে কিছু কল্পনা এবং কিছু আরও নানা হাবিজাবি মিশিয়ে লেখাটা লিখে ফেলেছিলাম দিন কয়েক আগে। দেখলাম বিশাল হয়ে গেছে। প্রায় ৩০ হাজার শব্দ! নিজেই চমকে গিয়ে কাটতে শুরু করে সেটা দাঁড় করিয়েছি। তাতেও বহরটা কম হয়নি। সেই লেখাটি নিয়েই বড় বিড়ম্বনায় পড়েছি।
গল্পটা ৭ এপ্রিল দুপুর থেকে একাধিক বার পোস্ট করার চেষ্টা করেও গত প্রায় ২৪ ঘণ্টায় একবারও প্রকাশিত হতে দেখিনি। প্রথম বারেরটায় ভুল ছিল হয়তো। তবে সেই পোস্টটিও অদৃশ্যই। মডারেটর নামক মহাপ্রাণদের দয়া হলে হয়তো কোনও দিন তাদের দেখা মিলবে, নয়তো নেটের আঁস্তাকুঁড়ে সেটির ঠাঁই হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ১২ ঘণ্টা অপেক্ষা করেও পোস্টটি দেখতে না পেয়ে ফের গভীর রাতে এক সঙ্গে তিনটি এপিসোড পোস্ট করেছিলাম। ২ থেকে আড়াই হাজার শব্দ ছিল বোধহয় তাতে। সেটাও পরের কুড়ি ঘন্টা অদৃশ্যই। গোটা ব্যাপারটাই এখন হাস্যকর লাগছে। তবু একবার শেষ চেষ্টা করব। লেখার বিষয়বস্তু এডাল্টারি এবং আরও কিছু। মহামান্য মডারেটরদের নির্দেশিত নিয়মাবলী মেনেই যেখানে যা লেখার বা যেভাবে যা করতে বলার আজ্ঞা দেওয়া হয়েছে, সে ভাবেই করার চেষ্টা করেছি দু’বারই। লাভ হয়নি। ৮ এপ্রিল দুপুরে ফের নিয়ম মেনে তৃতীয় বার পোস্ট করেছি। রাত 10টা অবধি তাদের দেখা নাই রে, তাদের দেখা নাই! আর এক-দুবার চেষ্টা করব, তার পরে আর করব না। তবে মাসকয়েক আগে একটি লেখায় কমেন্ট করায় কয়েক জন সহ-পাঠক তার উত্তর-প্রত্যুত্তর দিয়েছিলেন। তাঁদেরই কাউকে শেষবার পুরো লেখাটা পাঠিয়ে অনুরোধ করব, যদি লেখাটি কোনও ভাবে বাকি পাঠকের কাছে পৌঁছে দেওয়া যায়। বা একটি অভিযোগ সেকশন আছে, সেখানে দিয়ে দিখব, যদি লাভ হয়। তবে আশা কম। কাজটা প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে এখন। জীবনে প্রথম এই ধরনের লেখা এবং তাও এই ফোরামের জন্য লিখে এখন মনে হচ্ছে পাপ করে ফেলেছি! এবং এই পাপ আর করব না। কারণ ফোরামে এমন অদৃশ্য এবং প্রভাবশালী ভূতেদের দাপটে লেখা দেওয়া যে কত কঠিন, তা হাড়ে হাড়ে বুঝছি। এত হ্যাপা করে মডারেটরদের করুণার উপরে নির্ভর করে আর যাই হোক, লেখা হয় না। লেখা যায়ও না।
এই ফোরাম থেকে পিনুরাম, নন্দনাদেবী, জুপিটার-সহ অনেক নামী লেখক/লেখিকা অদৃশ্য হয়েছেন হয়তো এই প্রভাবশালী ভূতেদের দাপটেই। জানি না ভূতেদের দাপটে আরও কত লেখক এই ফোরাম বরাবরের মতো ছেড়ে যাবেন।
ইচ্ছে ছিল প্রতিদিন অন্তত তিনটে করে এপিসোড প্রকাশ করে দেব। কারণ না হলে বহু দিন লেগে যাবে শেষ হতে। তাতে পাঠকের ধৈর্য্য থাকে না। লেখকও বহু ক্ষেত্রে খেই হারিয়ে ফেলেন। সে কারণে লেখাটা পুরো শেষ করে তবেই পোস্ট করার পরে এগিয়েছি। দরকারে দিনে চারটে এপিসোডও প্রকাশ করে দিতে পারি। কিন্তু অত বড় লেখা পড়তে অনেকেরই ভাল নাই লাগতে পারে। তাই সংশয়ে আছি…
ভূত হইতে সাবধান!