27-03-2025, 01:54 AM
2
পরদিন সকাল ৭ টায় কল করে নীলয় । মিরার নাম্বারে নয় ওর বাবার নাম্বারেই কল করে । মিরা এতো সকালে ঘুম থেকে ওঠে না । দুবার রিং বাজতেই ওপাশ থেকে নীলয়ের বাবার ভারি আওয়াজ শুনা যায়
“ হ্যালো, কে বলছেন”
বিরক্তি চরমে ওঠে নীলয়ের , একটা লোক যে কিনা ওর নাম্বার পর্যন্ত নিজের মোবাইলে সেইভ করে রাখে না , সে অন্য আরেকজন কে কল করে জানিয়েছে যে ওনার কল রিসিভ করা হচ্ছে না । তবে এই বিরক্তি প্রকাশ করে না নীলয় , কণ্ঠ থেকে সকল বিরক্তি লুকিয়ে জবাব দেয় “আমি নীলয়, আপনার নাকি কি জরুরী দরকার আছে?”যদিও নীলয় চেষ্টা করেছিলো যেন বিরক্তি প্রকাশ না পায় , কিন্তু কথাগুলো বলেই বুঝতে পারলো সেই চেষ্টা সফল হয়নি ।
“ওহ হ্যা , হঠাত করে মোবাইলটার কি যে হইলো সব নাম্বার ডিলিট হইয়া গেসে। হ্যাঁ দরকার আছে তোর সাথে , তবে এখন বলতে পারবো না , এখন কলেজে যাই । দুইটার দিকে একবার কল দিস”
কোন কিছু না বলেই কল কেটে দেয় নীলয় , মনটা ভার হয়ে যায় সকাল বেলাই । হয়তো ও ওর বাবার প্রতি অবিচার ই করেছে । হয়তো লোকটাকে বাইরে থেকে যেমন দেখা যায় ভেতরটা ওরকম নয় । এইতো একটু আগেই লোকটাকে ভুল বুঝলো ও। ওর নাম্বার নিজের মোবাইলে না রাখার জন্য বিরক্ত হয়েছিলো । অথচ ও জানেই না যে ওর বাবার মোবাইল থেকে অসাবধানতা বসত সব নাম্বার ডিলিট হয়ে গেছে ।
এসব ভাবতে ভাবতেই নীলয় অফিসে গিয়ে পৌছায় । এর পর অবশ্য এসব ভাবনার কোন অবকাশ থাকে না । নানা রকম কাজ এসে চেপে বসে এসব “ফালতু” ভাবনার উপর ।
কখন যে দুটো বেজে গেছে সেই খেয়াল নীলয়ের ছিলো না । নানা রকম প্রডাক্টের একটা মূল্য তালিকা তৈরিতে ব্যাস্ত ছিলো । এজকের মাঝেই এটা এক ক্রেতাকে দিতে হবে । বড় একটা অর্ডার কনফার্ম হবে আজ । ক্রেতা একজন চাইনিজ খুব ঘাগু মাল তাই খুব বুঝে শুনে এগোতে হবে । নীলয়ের মত আর দশটা লোক এই অর্ডারের পেছনে লেগে আছে ।
হঠাত স্যার ডাকে কাজের জগত থেকে বের হয়ে এলো নীলয়ের আত্মা । দরজার সামনে পিওন দাড়িয়ে । “ কিছু বলবা মনির?” প্রস্ন করে নীলয় ।
“ এমডি স্যার আপনেরে খাইতে ডাকে” পিওন মনির দরজায় দাড়িয়ে থেকেই উত্তর দেয় ।
যেদিন ঈশান আর নীলয় এক সাথে অফিসে থাকে সেদিন দুপুরে দুইজন এক সাথে লাঞ্চ করে । বেশ অবাক হয় নীলয় , কখন লাঞ্চ টাইম হয়ে গেছে ওর খেয়াল নেই । দ্রুত ঘড়ি দেখে নেয় , দুটো বাজতে দেখে ওর বাবার কথা মনে হয় । পিওন কে “যাও আসছি” বলে বাবার নাম্বারে ফোন করে ।
“হ্যালো” সুধু এটুকুই বলে নীলয় , আব্বু ডাক থেকে নিজেকে বিরত থাকে , হ্যা আজকাল অতীত নিয়ে ভাবে নীলয় কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার সময় অনেক আগেই চলে গেছে । এখন আর সেসব করতে চাইলেও হয় ওঠে না ।
“ হ্যাঁ নীলয় , একটা জরুরী কথা আছে তোর সাথে , দাড়া আমি একটু বাইরে বাইর হইয়া নেই”
অপর প্রান্তে নীলয় চেয়ার থেকে ওঠার শব্দ পায় , তারপর একটু খানি হেঁটে চলা । নীলয় বুঝতে পারে না এমন কি কথা বলবে ওর বাবা যে সবার কাছ থেকে দূরে যেতে হচ্ছে । অনেকটা চিন্তার উদ্রেক হয় ওর মাঝে । গেলো দুই বছর পরিবার নিয়ে চিন্তা করার কোন কিছু ছিলো না । আজকে হঠাত এই ভুলতে বসা অনুভুতিটা পুনরায় অনুভব করে বেশ অদ্ভুত লাগছিলো।
“ হ্যালো নীলয়”
“ জি বলেন”
“ কিভাবে বলবো ……… আসলে আমারি উচিৎ সমস্যাটা সমাধান করা , কিন্তু কি করবো বল জীবনে তো এইসব সমস্যা ট্যাকল করিনাই , তোর আম্মুই এসব করতো , তার উপর মিরা মেয়ে মানুষ , ছেলে হইলেও না হয় একটা কথা ছিলো”
“ আমি তো ছেলেই ছিলাম” এই কথাটা বলার লোভ নীলয় সামলাতে পারলো না , বলেই ফেলল। বলে নীলয় নিজেকে বেশ হালকা অনুভব করলো । অপর প্রান্তে নীলয়ের বাবা কথাটা শুনে কয়েক সেকেন্ডের জন্য নিরব হয় গেলো । তারপর একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলল
“ হুম , মনে হয় আমারই দোষ , আমিই মনে হয় বাবা হিশাবে ব্যারথ , নাইলে আমার দুই ছেলে মেয়ে রে জেইভাবে মানুষ করতে চাইলাম , একটারে ও পারলাম না ।“
নীলয় আবার বাধ সাধলো বলল “ ক্যান আব্বু মিরা তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট , আপনি যেমন চান”
“যাক ওইসব কথা বাদ দে । এখন সমস্যার সমাধান করতে হবে , তুই মিরা রে কিছুদিন তোর কাছে নিয়া রাখ , এইখানে বদ ছেলের পাল্লায় পরসে ও”
“ মানে?” বেশ উঁচু স্বরের জিজ্ঞাস করে নীলয় । এমন নয় যে এর মানে ও বুঝতে পারেনি । কিন্তু কথাটা ওকে বেশ বড় শক দিয়েছে ।
“ এসব আমি ডিটেল বলতে পারবো না , তোর মা থাকলে ভালো হইতো, এইটুকুই বলি যে সমস্যা বেশ সিরিয়াস , মান ইজ্জত নিয়ে টানাটানি হইতে পারে , যদি তুই পারিস আমাকে এই ঝামেলা থেকে উদ্ধার কর , আমি আর পারতেসি না”
হঠাত নীলয় ক্ষেপে গেলো , বেশ রাগান্বিত স্বরে ওর বাবাকে কিছু কটু কথা শুনিয়ে দিলো , বলল “ এইটা তো আপনার পুরানো অভ্যাস , সমস্যা দেখলে কাইটা পরা , কোন দিন আপনি আপনার ছেলে মেয়ের কোন সমস্যা সমাধান করসেন ? সব সময় খালি ছেলে মেয়ের কাছ থেইকা আশা করসেন , ওরা বড় হইলে এই হইবো সেই হইবো । কোনদিন দিন কি সন্তানের মনের কথা শুনছেন আপনি ? কোনদিন জিজ্ঞাস করসেন ওরা কি চায় ? সমস্যা মনে করসেন আর লাথি দিয়া দূরে সরাইয়া দিসেন।“
“ শোন নীলয়” অপর প্রান্ত থেকে বাবার নির্লিপ্ত শব্দ শুনে থেমে যায় নীলয় । তারপর ওর বাবা আবার বলতে শুরু করে “ এইসব শুনার জন্য আমি তোর সাথে কথা বলি নাই , যদি পারিস হেল্প কর , না হইলে বাদ দে । আমার বয়স হইসে তোর সাথে তর্ক করার মতন এনার্জি আমার আর নাই। হ্যাঁ মিরা আমার সন্তান , তুই যদি হেল্প না করিস কর , না হইলে আমিই যা পারি করবো , তারপর বাকিটা ভাগ্য , মিরার ভাগ্য যদি খারাপ হয় উচ্ছনে যাবে নাহলে ঠিক পথে ফিরা আসবে”
এই বলে নীলয়ের বাবা কল কেটে দেয় ।
প্রচণ্ড রাগে থর থর করে কাঁপতে থাকে নীলয় । কিন্তু রাগটা যে কার উপর ঠিক বুঝে আসে না ওর । প্রথমে ধরে নেয় রাগটা ও বাবার উপর করেছে । কিছুক্ষণ পর মনে হয় না , আসলে রাগটা মিরার উপর । আবার মনে হয় না ঠিক মিরার উপর নয় , যে ছেলেটাকে নিয়ে ঘটনা সেই ছেলের উপর । ঐ বদমায়েশ কে যদি সামনে পেতো তাহলে এখন হয়তো জ্যান্ত মাটিতে পুতে ফেলতো । আবার মনের এক কোনে এই ধারনা ও উঁকি দেয় যে রাগটা আসলে কারো উপরেই না , ওর নিজের উপর ই ।
নীলয় কে এমন রাগান্বিত দেখে পিওন মনির ঠিক বুঝতে পারে না যে স্যার কে কি আবার বলবে নাকি? এই স্যার কে কোনদিন এমন ভাবে রাগতে দেখনি ও । বারবার দরজা দিয়ে উঁকি ঝুকি মারতে থাকে । একপর্যায়ে সাহস সঞ্চয় করে ডেকে ফেলে বলে ,“স্যার” । মনির ভেবেছিলো কঠিন ধমক খাবে । কিন্তু ওকে অবাক করে দিয়ে নীলয় বেশ শান্ত ভাবেই বলল “ মনির তুমি যাও আমি আসতেসি”
মনিরের ডাক শুনে প্রচণ্ড রাগে কিছুটা ভাটা পড়েছে । নীলয় উঠে বাথ্রুমের দিকে যায় , ওয়াশ বেসিনের সামনে দাড়িয়ে মুখে পানি ছিটায় । তারপর আয়নায় নিজের চেহারা বেশ কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখে।নীলয় বুঝতে পেরেছে আসলে ও কার উপর রাগান্বিত । কিছুটা বাবার উপর যে রেগেছে সেটা অনিবার্য । কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে প্রায় সবটা রাগ ও নিজের উপর করেছে ।
নিজেকে আবারো খুঁটিয়ে দেখে নীলয় , চার বছর আগের সেই কচি চেহারা আর নেই । বেশ পরিপক্কতা এসেছে । ফিনফিনে পাতলা দাড়ির জায়গায় বেশ ঘন দাড়ি এসেছে , ক্লিন সেভ করার পর ও ফর্সা মুখের দাড়ির অংসটুকু নিলচে হয়ে আছে । চুলের ছাটেও বেশ আধুনিকতা এসেছে । ছোট শহরের সেই কনফিউসড নীলয় আর বেশ বড় সর একটি কোম্পানির মার্কেটিং ডাইরেক্টর এই নীলয়ের মাঝে অনেক তফাৎ । তাহলে কেনো মনটা সেই উনিশ বছর বয়সি নীলয়ের মত ঘাবড়ে যাচ্ছে । আর রাগটাও উঠেছে এই কারনেই ।
“ বাদ দে ব্যাটা আহাম্মক , চার বছর আগে যে জিনিস কবর দিয়া আসছিস সেই জিনিস আর খুঁড়াখুঁড়ির কি দরকার” বিড়বিড় করে নীলয় নিজেকে উদ্দেশ্য করে না বলে । না ঠিক নিজেকে না , নিজের ভেতরের সেই উনিশ বছর বয়সি মনটাকে উদ্দেশ্য করে বলে । তারপর বাথরুম থেকে বেড়িয়ে যায়।
(ভালো লাগলে লাইক করবেন , কমেন্ট করবেন)
পরদিন সকাল ৭ টায় কল করে নীলয় । মিরার নাম্বারে নয় ওর বাবার নাম্বারেই কল করে । মিরা এতো সকালে ঘুম থেকে ওঠে না । দুবার রিং বাজতেই ওপাশ থেকে নীলয়ের বাবার ভারি আওয়াজ শুনা যায়
“ হ্যালো, কে বলছেন”
বিরক্তি চরমে ওঠে নীলয়ের , একটা লোক যে কিনা ওর নাম্বার পর্যন্ত নিজের মোবাইলে সেইভ করে রাখে না , সে অন্য আরেকজন কে কল করে জানিয়েছে যে ওনার কল রিসিভ করা হচ্ছে না । তবে এই বিরক্তি প্রকাশ করে না নীলয় , কণ্ঠ থেকে সকল বিরক্তি লুকিয়ে জবাব দেয় “আমি নীলয়, আপনার নাকি কি জরুরী দরকার আছে?”যদিও নীলয় চেষ্টা করেছিলো যেন বিরক্তি প্রকাশ না পায় , কিন্তু কথাগুলো বলেই বুঝতে পারলো সেই চেষ্টা সফল হয়নি ।
“ওহ হ্যা , হঠাত করে মোবাইলটার কি যে হইলো সব নাম্বার ডিলিট হইয়া গেসে। হ্যাঁ দরকার আছে তোর সাথে , তবে এখন বলতে পারবো না , এখন কলেজে যাই । দুইটার দিকে একবার কল দিস”
কোন কিছু না বলেই কল কেটে দেয় নীলয় , মনটা ভার হয়ে যায় সকাল বেলাই । হয়তো ও ওর বাবার প্রতি অবিচার ই করেছে । হয়তো লোকটাকে বাইরে থেকে যেমন দেখা যায় ভেতরটা ওরকম নয় । এইতো একটু আগেই লোকটাকে ভুল বুঝলো ও। ওর নাম্বার নিজের মোবাইলে না রাখার জন্য বিরক্ত হয়েছিলো । অথচ ও জানেই না যে ওর বাবার মোবাইল থেকে অসাবধানতা বসত সব নাম্বার ডিলিট হয়ে গেছে ।
এসব ভাবতে ভাবতেই নীলয় অফিসে গিয়ে পৌছায় । এর পর অবশ্য এসব ভাবনার কোন অবকাশ থাকে না । নানা রকম কাজ এসে চেপে বসে এসব “ফালতু” ভাবনার উপর ।
কখন যে দুটো বেজে গেছে সেই খেয়াল নীলয়ের ছিলো না । নানা রকম প্রডাক্টের একটা মূল্য তালিকা তৈরিতে ব্যাস্ত ছিলো । এজকের মাঝেই এটা এক ক্রেতাকে দিতে হবে । বড় একটা অর্ডার কনফার্ম হবে আজ । ক্রেতা একজন চাইনিজ খুব ঘাগু মাল তাই খুব বুঝে শুনে এগোতে হবে । নীলয়ের মত আর দশটা লোক এই অর্ডারের পেছনে লেগে আছে ।
হঠাত স্যার ডাকে কাজের জগত থেকে বের হয়ে এলো নীলয়ের আত্মা । দরজার সামনে পিওন দাড়িয়ে । “ কিছু বলবা মনির?” প্রস্ন করে নীলয় ।
“ এমডি স্যার আপনেরে খাইতে ডাকে” পিওন মনির দরজায় দাড়িয়ে থেকেই উত্তর দেয় ।
যেদিন ঈশান আর নীলয় এক সাথে অফিসে থাকে সেদিন দুপুরে দুইজন এক সাথে লাঞ্চ করে । বেশ অবাক হয় নীলয় , কখন লাঞ্চ টাইম হয়ে গেছে ওর খেয়াল নেই । দ্রুত ঘড়ি দেখে নেয় , দুটো বাজতে দেখে ওর বাবার কথা মনে হয় । পিওন কে “যাও আসছি” বলে বাবার নাম্বারে ফোন করে ।
“হ্যালো” সুধু এটুকুই বলে নীলয় , আব্বু ডাক থেকে নিজেকে বিরত থাকে , হ্যা আজকাল অতীত নিয়ে ভাবে নীলয় কিন্তু সম্পর্ক স্বাভাবিক করার সময় অনেক আগেই চলে গেছে । এখন আর সেসব করতে চাইলেও হয় ওঠে না ।
“ হ্যাঁ নীলয় , একটা জরুরী কথা আছে তোর সাথে , দাড়া আমি একটু বাইরে বাইর হইয়া নেই”
অপর প্রান্তে নীলয় চেয়ার থেকে ওঠার শব্দ পায় , তারপর একটু খানি হেঁটে চলা । নীলয় বুঝতে পারে না এমন কি কথা বলবে ওর বাবা যে সবার কাছ থেকে দূরে যেতে হচ্ছে । অনেকটা চিন্তার উদ্রেক হয় ওর মাঝে । গেলো দুই বছর পরিবার নিয়ে চিন্তা করার কোন কিছু ছিলো না । আজকে হঠাত এই ভুলতে বসা অনুভুতিটা পুনরায় অনুভব করে বেশ অদ্ভুত লাগছিলো।
“ হ্যালো নীলয়”
“ জি বলেন”
“ কিভাবে বলবো ……… আসলে আমারি উচিৎ সমস্যাটা সমাধান করা , কিন্তু কি করবো বল জীবনে তো এইসব সমস্যা ট্যাকল করিনাই , তোর আম্মুই এসব করতো , তার উপর মিরা মেয়ে মানুষ , ছেলে হইলেও না হয় একটা কথা ছিলো”
“ আমি তো ছেলেই ছিলাম” এই কথাটা বলার লোভ নীলয় সামলাতে পারলো না , বলেই ফেলল। বলে নীলয় নিজেকে বেশ হালকা অনুভব করলো । অপর প্রান্তে নীলয়ের বাবা কথাটা শুনে কয়েক সেকেন্ডের জন্য নিরব হয় গেলো । তারপর একটা বড় নিঃশ্বাস ছেড়ে বলল
“ হুম , মনে হয় আমারই দোষ , আমিই মনে হয় বাবা হিশাবে ব্যারথ , নাইলে আমার দুই ছেলে মেয়ে রে জেইভাবে মানুষ করতে চাইলাম , একটারে ও পারলাম না ।“
নীলয় আবার বাধ সাধলো বলল “ ক্যান আব্বু মিরা তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট , আপনি যেমন চান”
“যাক ওইসব কথা বাদ দে । এখন সমস্যার সমাধান করতে হবে , তুই মিরা রে কিছুদিন তোর কাছে নিয়া রাখ , এইখানে বদ ছেলের পাল্লায় পরসে ও”
“ মানে?” বেশ উঁচু স্বরের জিজ্ঞাস করে নীলয় । এমন নয় যে এর মানে ও বুঝতে পারেনি । কিন্তু কথাটা ওকে বেশ বড় শক দিয়েছে ।
“ এসব আমি ডিটেল বলতে পারবো না , তোর মা থাকলে ভালো হইতো, এইটুকুই বলি যে সমস্যা বেশ সিরিয়াস , মান ইজ্জত নিয়ে টানাটানি হইতে পারে , যদি তুই পারিস আমাকে এই ঝামেলা থেকে উদ্ধার কর , আমি আর পারতেসি না”
হঠাত নীলয় ক্ষেপে গেলো , বেশ রাগান্বিত স্বরে ওর বাবাকে কিছু কটু কথা শুনিয়ে দিলো , বলল “ এইটা তো আপনার পুরানো অভ্যাস , সমস্যা দেখলে কাইটা পরা , কোন দিন আপনি আপনার ছেলে মেয়ের কোন সমস্যা সমাধান করসেন ? সব সময় খালি ছেলে মেয়ের কাছ থেইকা আশা করসেন , ওরা বড় হইলে এই হইবো সেই হইবো । কোনদিন দিন কি সন্তানের মনের কথা শুনছেন আপনি ? কোনদিন জিজ্ঞাস করসেন ওরা কি চায় ? সমস্যা মনে করসেন আর লাথি দিয়া দূরে সরাইয়া দিসেন।“
“ শোন নীলয়” অপর প্রান্ত থেকে বাবার নির্লিপ্ত শব্দ শুনে থেমে যায় নীলয় । তারপর ওর বাবা আবার বলতে শুরু করে “ এইসব শুনার জন্য আমি তোর সাথে কথা বলি নাই , যদি পারিস হেল্প কর , না হইলে বাদ দে । আমার বয়স হইসে তোর সাথে তর্ক করার মতন এনার্জি আমার আর নাই। হ্যাঁ মিরা আমার সন্তান , তুই যদি হেল্প না করিস কর , না হইলে আমিই যা পারি করবো , তারপর বাকিটা ভাগ্য , মিরার ভাগ্য যদি খারাপ হয় উচ্ছনে যাবে নাহলে ঠিক পথে ফিরা আসবে”
এই বলে নীলয়ের বাবা কল কেটে দেয় ।
প্রচণ্ড রাগে থর থর করে কাঁপতে থাকে নীলয় । কিন্তু রাগটা যে কার উপর ঠিক বুঝে আসে না ওর । প্রথমে ধরে নেয় রাগটা ও বাবার উপর করেছে । কিছুক্ষণ পর মনে হয় না , আসলে রাগটা মিরার উপর । আবার মনে হয় না ঠিক মিরার উপর নয় , যে ছেলেটাকে নিয়ে ঘটনা সেই ছেলের উপর । ঐ বদমায়েশ কে যদি সামনে পেতো তাহলে এখন হয়তো জ্যান্ত মাটিতে পুতে ফেলতো । আবার মনের এক কোনে এই ধারনা ও উঁকি দেয় যে রাগটা আসলে কারো উপরেই না , ওর নিজের উপর ই ।
নীলয় কে এমন রাগান্বিত দেখে পিওন মনির ঠিক বুঝতে পারে না যে স্যার কে কি আবার বলবে নাকি? এই স্যার কে কোনদিন এমন ভাবে রাগতে দেখনি ও । বারবার দরজা দিয়ে উঁকি ঝুকি মারতে থাকে । একপর্যায়ে সাহস সঞ্চয় করে ডেকে ফেলে বলে ,“স্যার” । মনির ভেবেছিলো কঠিন ধমক খাবে । কিন্তু ওকে অবাক করে দিয়ে নীলয় বেশ শান্ত ভাবেই বলল “ মনির তুমি যাও আমি আসতেসি”
মনিরের ডাক শুনে প্রচণ্ড রাগে কিছুটা ভাটা পড়েছে । নীলয় উঠে বাথ্রুমের দিকে যায় , ওয়াশ বেসিনের সামনে দাড়িয়ে মুখে পানি ছিটায় । তারপর আয়নায় নিজের চেহারা বেশ কিছুক্ষণ মনোযোগ দিয়ে দেখে।নীলয় বুঝতে পেরেছে আসলে ও কার উপর রাগান্বিত । কিছুটা বাবার উপর যে রেগেছে সেটা অনিবার্য । কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে প্রায় সবটা রাগ ও নিজের উপর করেছে ।
নিজেকে আবারো খুঁটিয়ে দেখে নীলয় , চার বছর আগের সেই কচি চেহারা আর নেই । বেশ পরিপক্কতা এসেছে । ফিনফিনে পাতলা দাড়ির জায়গায় বেশ ঘন দাড়ি এসেছে , ক্লিন সেভ করার পর ও ফর্সা মুখের দাড়ির অংসটুকু নিলচে হয়ে আছে । চুলের ছাটেও বেশ আধুনিকতা এসেছে । ছোট শহরের সেই কনফিউসড নীলয় আর বেশ বড় সর একটি কোম্পানির মার্কেটিং ডাইরেক্টর এই নীলয়ের মাঝে অনেক তফাৎ । তাহলে কেনো মনটা সেই উনিশ বছর বয়সি নীলয়ের মত ঘাবড়ে যাচ্ছে । আর রাগটাও উঠেছে এই কারনেই ।
“ বাদ দে ব্যাটা আহাম্মক , চার বছর আগে যে জিনিস কবর দিয়া আসছিস সেই জিনিস আর খুঁড়াখুঁড়ির কি দরকার” বিড়বিড় করে নীলয় নিজেকে উদ্দেশ্য করে না বলে । না ঠিক নিজেকে না , নিজের ভেতরের সেই উনিশ বছর বয়সি মনটাকে উদ্দেশ্য করে বলে । তারপর বাথরুম থেকে বেড়িয়ে যায়।
(ভালো লাগলে লাইক করবেন , কমেন্ট করবেন)