24-03-2025, 12:35 AM
তমাল দা'র চলমান গল্পটি পড়তে গিয়ে গার্গি,কুহেলির অভিসারের পূর্বকথন জানতে গিয়ে দাদার থেকে তার এই সিরিজের প্রিকুয়েল দুটি গল্প রহস্য ও শিপ্রা ও তার ননদ কুন্তলা গল্পটি স্বয়ং দাদার থেকে মেইল যোগে পেয়েছিলাম।গল্পটি ইংরেজী বর্ন মালায় ট্রান্সলিটারেশন বিধায় পড়তে গিয়ে বেশ ধকল পোহাতে হয়েছিল।কেননা বাঙালি মানুষ বাংলা বর্ণে স্বাচ্ছন্দ্যেবোধ করি।তাই আমি চাচ্ছি ঐ গল্প দুটি বাংলা বর্নমালায় প্রতিবর্নন করতে। যাতে নতুন পাঠকরা সমস্যায় না পড়ে পড়তে গিয়ে।এবং সেগুলো ড্রাইভ ফাইল আকারে এই থ্রেডে দিতে।এই ব্যাপারে লেখক মহাশয়ের অনুমতি
কাম্য।
কাম্য।