18-03-2025, 02:01 AM
(17-03-2025, 09:30 AM)KaminiDevi Wrote: গল্পটি বেশ আগে শুরু করা হয়েছে দেখলাম। অথচ আমি পড়া শুরু করলাম এই গতকাল রাত এ। ৪র্থ পর্ব শুরু করতে যাচ্ছি। তবে এটুকু না বলে বাকি অংশটুকু পড়তে থাকা পাপ হবে বলে মনে হল, আর সেটি হল, প্রত্যেকটা নারী পুরুষের কল্পনা কিংবা ফ্যান্টাসীর জগতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভাগ হল মধ্যযুগীয় রাজচরিত্র কেন্দ্রীক যৌনতা।
ইতিহাসের সকল সুন্দরী রমনীই কোনও না কোনও রানি। আর সকল রাজাই সুপুরুশ, বীর ও কামুক। যেন রাজা মানেই, সুপুরুষ, বলশালী, বীর ও কামুক। একেক রাজার বিশ্বসুন্দরী ১০০ রানি, অথচ এদের নিয়ে নেই তেমন কোনও যৌনউপন্যাস! তাই এই গল্প অনেকেরই কল্পনাকে ছুয়ে সেটিকে তৃপ্ত করে যাবে। অন্তত আমাদের মত নব্বই দশকের যারা আছে তাদের জন্য তো অবশ্যই, যাদের টিভি মানে ছিল সিনেমা, আর সিনেমা মানেই রাজকাহিনী। ফ্যান্টাসী ছিল, ছিল অতৃপ্ত সুপ্ত। পূর্ণতা পাক এই গল্পে।
রেপুটেশন দিলাম, দাদা।
বড় সুন্দর কমেন্ট।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)