Thread Rating:
  • 3 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
সীমানার ওপারে
#1
অর্ক যে দোকানটার সামনে দাড়িয়েছিলো, সেটার পোশাকি নাম মনিহারি। তবে সে দোকানে চা ও বানানো হচ্ছে, আবার চালও বিক্রি হচ্ছে। মুড়ি থেকে শসা টমেটো সবই আছে, একটি বুড়ো দোকানদারও আছে। নেই শুধু কাস্টমার। সে হিসেবে অর্ক পরপর ৩ কাপ চা খেয়েছে, এটা দোকানের বর্তমান অবস্থায় বিশাল ব্যাপার। পরপর ৩ কাপ চা খাওয়া হয়েছে টেনশনে। বুকের মাঝখান থেকে একটা শীতল স্রোত নিচে নেমে যাচ্ছে বারবার। আবার উঠেও আসছে। সিগারেট পুরেছে ৪ টা। রাখি'র দেখা নেই। 
এমন না, যে রাখি আসবে না। অর্ক নিজেও বলে নি। রাখিই বলেছে, দাদা,  আমার কাছে চলে আসো। 

এমনিতে রাখি তাকে আপনি করে বলে। দাদা ডাকে। আজ সম্ভবত আবেগের তীব্রতায় তুমি করে বলেছে।

তাও আসতে চায় নি অর্ক। বলেছে, বাইরে যেতে মনে চাচ্ছে না। এত ভীড়। 
রাখি বললো, তাহলে বাসায় চলে আসো। আমি রান্না করে খাওয়াবো তোমাকে। 
তোর বর আমাকে পিটাবে। 
পিটাবে না। তুমি আসো। 
আরে ধুর। বাদ দে। 
তুমি আসো তো। আমি ম্যানেজ করবো সব। তুমি জাস্ট চলে আসো। 
ঠিকানা দে। 

ঠিকানা দিয়েছে রাখি। বেশি দূরে নয়। পাঠাও বাইকে ভাড়া ১৫০ কাছাকাছি। তাতেই এসেছে অর্ক৷ মুল রাস্তা থেকে গলিপথ খুজে, বলে দেয়া দোকানের সামনে দাড়িয়েছে। কিন্তু রাখির দেখা নেই। 

ফোনে বললো, একটু দাড়ান। আমি নামছি নিচে। 
তোর বর কই?
অফিসে। 
তাহলে?
তাহলে কি?
বাসায় কে আছে৷
মুন্নি আছে।
সে কে? 
পাশের বাসার পিচ্চি। ওর কারনেই বের হতে পারছি না। প্রতিদিন এই সময় এসে আমার কাছে থাকে। আজ ভাগাতে পারছি না। 

টেনশনের শুরু এখানেই। তাহলে কি খালি বাসায় ডেকেছে রাখি! অবশ্য তাই হবার কথা, এতক্ষণ ভাবে নি অর্ক। নিশ্চয় জামাই বাসায় থাকতে ডাকবে না। কিন্তু সত্যিই খালি বাসায় ডেকেছে৷ যদি তাই হয়, আর এরই মধ্যে হঠাৎ ওর জামাই চলে আসে, তখন কি হবে! নাকি এখান থেকে অন্য কোথাও যাবার প্লান তার! সেরকম তো বলে নি। বলেছে, রান্না করে খাওয়াবে। কি চিন্তা করেছে সে? ভালো করে ভেবেছে তো? 

তা ভেবেছে নিশ্চই। রাখি হুটহাট মেয়ে নয়। রীতিমত ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া মেয়ে। অর্কর সাথে পরিচয় বছর দুইয়ের বেশি। ক্যাম্পাসের জুনিয়র, অর্ককে দাদা বলে ডাকে। প্রথমদিকের দলগত আড্ডা থেকে ধিরে ধিরে ব্যক্তি পর্যায়ে বন্ধুত্ব। তখন রাখির বয়ফ্রেন্ড ছিলো জাফর। বরং জাফর ভাই বলা ভালো। সে ক্যাম্পাসের আরো সিনিয়র। অর্কর মুখ চেনা। অফিসে শেষে সন্ধ্যায় আসতো। দেখা হতো কখনো কখনো৷ তারপর ওদের বিয়ে হয়। দাওয়াত দিয়েছিলো রাখি। 

বিয়ের পর যে খুব বেশি পরিবর্তন হয়েছিলো, তাও না। সব আগের মতই ছিলো। জাস্ট সিংগেল হোস্টেল থেকে রাখি উঠে গিয়েছিলো জাফরের ফ্লাটে৷ ক্যাম্পাসে দেখা হতো। কখনো আড্ডাও হতো। দিনের বেলায় ম্যাসেঞ্জারে কথাও হতো মাঝে মাঝে। তাতে কখনো টক মিষ্টি কথাও থাকতো দুষ্টুমির ছলে। আজ বর কি করেছে, রাতে ঘুমোতে দেয় নি ইত্যাদি৷ দাদাকে খুব পছন্দ করে রাখি, সেটা বোঝা যেতো। সে পছন্দ থেকে বাসায় ডেকে রান্না করে খাওয়ানো অস্বাভাবিক কিছু না। তবে সেটা খালি বাসায় ডাকার মত, তা ভাবে নি অর্ক। 
পছন্দ অর্কও করে না, তেমন নয়। অত্যন্ত মায়াবতী চেহারার এবং আন্তরিক আচরনের এই শ্যামবর্ণের মেয়ে পছন্দ না করার কোন সুযোগ নেই। তবে এভাবে কখনো ভাবে নি অর্ক। আজ ভাবতেই গা শিরশির করে উঠলো। তবে কি আছে সে সুযোগ!

আসন্ন সম্ভাবনার এই উত্তেজনা, একই সাথে নিশ্চিত না হতে পারার সংশয়েই পুরেছে ওই ৪ টি সিগারেট। আরো একটি পুড়ছে। কি করতে চাচ্ছে রাখি!

এই সময়ে ফোন এলো রাখির। বললো, আপনাকে দেখতে পেয়েছি। উপরে তাকান। ৫ তলায়।
তাকালো অর্ক। ৫ তলার বাড়ান্দায় রাখির মুখ দেখা গেল। ঝুকে দেখছে সে। বললো, উপরে আসতে পারবেন, নাকি আমি নিচে নামবো?
দারোয়ান আটকাবে? 
দারোয়ান নেই। সন্ধ্যার পর আসবে। আপনি দাড়ান, আমি নামছি। 


২ মিনিট পরে ঝরের গতিতে সিড়ি বেয়ে নেমে এলো রাখি। তার চুল ভেজা। গোসল করেছে বোঝা যায়। অর্ক একবার বলেছিল, গোসলের পরে ভেজা চুল আর স্নিগ্ধ চেহারায় মেয়েদের সবচেয়ে সুন্দর লাগে। তাই কি সেজে এসেছে সে!
রাখির উচ্চতা অর্কের প্রায় সমান, অথবা হয়তো একটু কম, কে জানে। ৫ ফুট ৪ হবে হয়তো। ছিপছিপে শরীরের মেয়েদের এমনিতেই একটু লম্বা লাগে দেখতে। 
অর্ক'র সামনে এসে দাড়ালো সে। লাল পাড়ের শাড়িতে কোমরে হাত রেখে কপট রাগের ভঙ্গিতে, অর্কর সামনে এসে দাড়ালো সে।
সাদা শয়তান 
[+] 5 users Like সাদা শয়তান's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
সীমানার ওপারে - by সাদা শয়তান - 12-03-2025, 03:08 PM



Users browsing this thread: