07-03-2025, 04:51 PM
রঞ্জিত গভীর ঘুমে আচ্ছন্ন, আকরামের জাদুতে। তার শরীরের প্রতিটি অঙ্গ যেন নিথর হয়ে আছে। কিন্তু তার শরীর সাক্ষী থাকছে এমন এক দৃশ্যের, যা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নকেও হার মানায়। তার শরীর সাক্ষী থাকছে তার স্ত্রীর ওপর হওয়া পাশবিক অত্যাচারের। সে ঘুমাচ্ছে ঠিকই, কিন্তু তার অবচেতন মন হয়তো টের পাচ্ছে স্ত্রীর আর্তনাদ, তার চাপা গোঙানি। কিন্তু জাদুর প্রভাবে সে অসহায়, জেগে ওঠার ক্ষমতা হারিয়ে ফেলেছে।
রঞ্জিতের শরীর সাক্ষী থাকছে তার সবচেয়ে কাছের মানুষের বিশ্বাসঘাতকতার। আকরাম, যাকে সে বিশ্বাস করেছিল, সেই আকরামই তার স্ত্রীর শরীর ভোগ করছে। রঞ্জিতের শরীর হয়তো অনুভব করছে সেই বিশ্বাসঘাতকতার যন্ত্রণা, কিন্তু সে প্রকাশ করতে পারছে না। তার শরীর সাক্ষী থাকছে আকরামের পৈশাচিক উল্লাসের। তার স্ত্রীর ওপর হওয়া প্রতিটি অত্যাচারের শব্দ, প্রতিটি আর্তনাদ রঞ্জিতের শরীরে প্রতিধ্বনিত হচ্ছে। কিন্তু সে নিরুপায়, সে যেন এক জীবন্ত লাশ। তার শরীর সাক্ষী থাকছে এক ভয়ঙ্কর রাতের। যে রাতে তার স্ত্রী তার সামনেই এক পিশাচের শিকার হচ্ছে, আর সে কিছুই করতে পারছে না। তার শরীর হয়তো অনুভব করছে অসহায়তার চরম যন্ত্রণা, কিন্তু সে প্রকাশ করতে পারছে না।
রঞ্জিতের শরীরের প্রতিটি অঙ্গ যেন এক নীরব সাক্ষী, যা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের প্রতিটি মুহূর্তকে ধারণ করে রেখেছে। বাইরে ঝোড়ো হাওয়া বইছে, জানালার কাঁচ কাঁপছে। ঘরের ভেতর থেকে ভেসে আসছে মিনার আর্তনাদ আর আকরামের বিকৃত হাসি। শুভের মনে হলো, এই রাত যেন কখনো শেষ হবে না।
রঞ্জিতের শরীর সাক্ষী থাকছে তার সবচেয়ে কাছের মানুষের বিশ্বাসঘাতকতার। আকরাম, যাকে সে বিশ্বাস করেছিল, সেই আকরামই তার স্ত্রীর শরীর ভোগ করছে। রঞ্জিতের শরীর হয়তো অনুভব করছে সেই বিশ্বাসঘাতকতার যন্ত্রণা, কিন্তু সে প্রকাশ করতে পারছে না। তার শরীর সাক্ষী থাকছে আকরামের পৈশাচিক উল্লাসের। তার স্ত্রীর ওপর হওয়া প্রতিটি অত্যাচারের শব্দ, প্রতিটি আর্তনাদ রঞ্জিতের শরীরে প্রতিধ্বনিত হচ্ছে। কিন্তু সে নিরুপায়, সে যেন এক জীবন্ত লাশ। তার শরীর সাক্ষী থাকছে এক ভয়ঙ্কর রাতের। যে রাতে তার স্ত্রী তার সামনেই এক পিশাচের শিকার হচ্ছে, আর সে কিছুই করতে পারছে না। তার শরীর হয়তো অনুভব করছে অসহায়তার চরম যন্ত্রণা, কিন্তু সে প্রকাশ করতে পারছে না।
রঞ্জিতের শরীরের প্রতিটি অঙ্গ যেন এক নীরব সাক্ষী, যা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের প্রতিটি মুহূর্তকে ধারণ করে রেখেছে। বাইরে ঝোড়ো হাওয়া বইছে, জানালার কাঁচ কাঁপছে। ঘরের ভেতর থেকে ভেসে আসছে মিনার আর্তনাদ আর আকরামের বিকৃত হাসি। শুভের মনে হলো, এই রাত যেন কখনো শেষ হবে না।