07-03-2025, 04:42 PM
অন্ধকারে ডুবে যাওয়া… আরেক দুনিয়ার দরজা খুলে যাওয়া।
শুভর শরীর শক্ত হয়ে এল, দৃষ্টি ঝাপসা হতে হতে একসময় সম্পূর্ণ অন্ধকারে তলিয়ে গেল। তার হৃদস্পন্দন ক্রমেই ধীর হয়ে আসছে, যেন কোনো গভীর অথচ অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে এক অনিশ্চিত গহ্বরে।
ঘরের ভেতর তখনো সেই চাপা নিঃশ্বাসের শব্দ… ঘড়ির কাঁটার একটানা টিকটিক… এবং মাঝে মাঝে শ্বাসরুদ্ধকর এক চাপা গোঙানি।
মীনা…
সেই শক্ত হাতের শেকল থেকে মুক্তির কোনো পথ নেই তার। আকরামের নখরসদৃশ আঙুলগুলো তার কোমরের চারপাশে শক্ত হয়ে চেপে আছে। সে ধীরে ধীরে কেঁপে উঠছে, তার শ্বাস ভারী হয়ে আসছে, তবু ভেতরে একটা অবশ অনুভূতি জমতে শুরু করেছে।
“তুমি পালাতে পারবে না, মীনা…”
আকরামের কণ্ঠস্বর যেন কোনো প্রাচীন অভিশাপের মতো শোনায়—গভীর, গম্ভীর, আর ভয়ানক কামনার্ত।
মীনার চোখে পানি চলে এল, সে জানে এই মুহূর্তে তার পক্ষে কিছুই করা সম্ভব না। শুভ সংজ্ঞাহীন হয়ে পড়ে আছে… তার স্বামী হয়তো ঘুমের গভীরে নিমজ্জিত… আর এই রহস্যময় পুরুষটির হাত তাকে দাবিয়ে রেখেছে, তার শরীরের প্রতিটি ইঞ্চি অনুভব করছে, যেন সে এক নিষ্ঠুর খেলায় লিপ্ত হয়েছে।
ঘরের বাতাস ভারী হয়ে আসছে, রাতের শীতলতা এক অদ্ভুত উত্তাপে রূপ নিচ্ছে।
মীনার ঠোঁট দুটো কাঁপছে, কিন্তু সে কোনো শব্দ করতে পারছে না।
আকরাম ধীরে ধীরে তার মুখের কাছাকাছি আসে, তার গরম নিঃশ্বাস মীনার গালে লাগে।
“তুমি জানো না আমি কে, তাই তো?”
তার ঠোঁট কেবল এক ইঞ্চি দূরে… মীনার নিঃশ্বাস দ্রুত হয়ে আসে, শরীরের প্রতিটি নার্ভ তীব্রভাবে সাড়া দিতে শুরু করে…
ঘরের ভেতর মৃদু আলো জ্বলছিল। বাইরে নিস্তব্ধ রাত, শুধু দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। মীনার নিঃশ্বাস অস্থির, শরীরের প্রতিটি শিরা-উপশিরায় যেন এক অজানা উত্তাপ ছড়িয়ে পড়ছে।
আকরামের হাত ধীরে ধীরে তার কোমর স্পর্শ করল। ঠাণ্ডা অথচ শক্তপোক্ত হাতের স্পর্শে মীনার সারা শরীর কেঁপে উঠল। সে জানে না কেন তার শরীর এমনভাবে সাড়া দিচ্ছে, কেন তার মন ধীরে ধীরে আকরামের ইশারায় বন্দী হয়ে যাচ্ছে।
শুভর শরীর শক্ত হয়ে এল, দৃষ্টি ঝাপসা হতে হতে একসময় সম্পূর্ণ অন্ধকারে তলিয়ে গেল। তার হৃদস্পন্দন ক্রমেই ধীর হয়ে আসছে, যেন কোনো গভীর অথচ অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে এক অনিশ্চিত গহ্বরে।
ঘরের ভেতর তখনো সেই চাপা নিঃশ্বাসের শব্দ… ঘড়ির কাঁটার একটানা টিকটিক… এবং মাঝে মাঝে শ্বাসরুদ্ধকর এক চাপা গোঙানি।
মীনা…
সেই শক্ত হাতের শেকল থেকে মুক্তির কোনো পথ নেই তার। আকরামের নখরসদৃশ আঙুলগুলো তার কোমরের চারপাশে শক্ত হয়ে চেপে আছে। সে ধীরে ধীরে কেঁপে উঠছে, তার শ্বাস ভারী হয়ে আসছে, তবু ভেতরে একটা অবশ অনুভূতি জমতে শুরু করেছে।
“তুমি পালাতে পারবে না, মীনা…”
আকরামের কণ্ঠস্বর যেন কোনো প্রাচীন অভিশাপের মতো শোনায়—গভীর, গম্ভীর, আর ভয়ানক কামনার্ত।
মীনার চোখে পানি চলে এল, সে জানে এই মুহূর্তে তার পক্ষে কিছুই করা সম্ভব না। শুভ সংজ্ঞাহীন হয়ে পড়ে আছে… তার স্বামী হয়তো ঘুমের গভীরে নিমজ্জিত… আর এই রহস্যময় পুরুষটির হাত তাকে দাবিয়ে রেখেছে, তার শরীরের প্রতিটি ইঞ্চি অনুভব করছে, যেন সে এক নিষ্ঠুর খেলায় লিপ্ত হয়েছে।
ঘরের বাতাস ভারী হয়ে আসছে, রাতের শীতলতা এক অদ্ভুত উত্তাপে রূপ নিচ্ছে।
মীনার ঠোঁট দুটো কাঁপছে, কিন্তু সে কোনো শব্দ করতে পারছে না।
আকরাম ধীরে ধীরে তার মুখের কাছাকাছি আসে, তার গরম নিঃশ্বাস মীনার গালে লাগে।
“তুমি জানো না আমি কে, তাই তো?”
তার ঠোঁট কেবল এক ইঞ্চি দূরে… মীনার নিঃশ্বাস দ্রুত হয়ে আসে, শরীরের প্রতিটি নার্ভ তীব্রভাবে সাড়া দিতে শুরু করে…
ঘরের ভেতর মৃদু আলো জ্বলছিল। বাইরে নিস্তব্ধ রাত, শুধু দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। মীনার নিঃশ্বাস অস্থির, শরীরের প্রতিটি শিরা-উপশিরায় যেন এক অজানা উত্তাপ ছড়িয়ে পড়ছে।
আকরামের হাত ধীরে ধীরে তার কোমর স্পর্শ করল। ঠাণ্ডা অথচ শক্তপোক্ত হাতের স্পর্শে মীনার সারা শরীর কেঁপে উঠল। সে জানে না কেন তার শরীর এমনভাবে সাড়া দিচ্ছে, কেন তার মন ধীরে ধীরে আকরামের ইশারায় বন্দী হয়ে যাচ্ছে।