05-03-2025, 08:15 PM
শুভর মাথার ভেতর যেন বজ্রপাত হচ্ছে।
এটা আকরাম হতে পারে না!
কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষরূপী দানবটাকে সে স্পষ্ট দেখছে। শরীরটা অস্বাভাবিকভাবে লম্বা, বিশাল আর কালো। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, যেন রাতের অন্ধকারেও তা আলোর ঝলকানি দিচ্ছে।
ঘরের কোণায় নাইট বাল্বের হলুদ আলো ঝাপসা হয়ে আসছে।
ঘড়ির কাঁটা একটানা টিক… টিক… টিক… শব্দ করে চলেছে, কিন্তু সেই শব্দ যেন শুভর কানের কাছে বোমার বিস্ফোরণের মতো বাজছে।
তার চোখের সামনে ধোঁয়া জমছে—সবকিছু ঝাপসা হয়ে আসছে। মাথার ভেতর প্রচণ্ড যন্ত্রণা… যেন কোনো অদৃশ্য হাত তার মস্তিষ্কটা ছিঁড়ে বের করে আনতে চাইছে!
শুভ লড়াই করার চেষ্টা করল, কিন্তু শরীর আর সাড়া দিল না।
শেষবারের মতো সে দেখল—
সেই দানবের বিশাল হাত তার মায়ের শরীরের চারপাশে শক্ত করে জড়িয়ে ধরছে…
তারপর সবকিছু অন্ধকার।
শুভ সংজ্ঞাহীন হয়ে পড়ে গেল।
এটা আকরাম হতে পারে না!
কিন্তু তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষরূপী দানবটাকে সে স্পষ্ট দেখছে। শরীরটা অস্বাভাবিকভাবে লম্বা, বিশাল আর কালো। চোখ দুটো আগুনের মতো জ্বলছে, যেন রাতের অন্ধকারেও তা আলোর ঝলকানি দিচ্ছে।
ঘরের কোণায় নাইট বাল্বের হলুদ আলো ঝাপসা হয়ে আসছে।
ঘড়ির কাঁটা একটানা টিক… টিক… টিক… শব্দ করে চলেছে, কিন্তু সেই শব্দ যেন শুভর কানের কাছে বোমার বিস্ফোরণের মতো বাজছে।
তার চোখের সামনে ধোঁয়া জমছে—সবকিছু ঝাপসা হয়ে আসছে। মাথার ভেতর প্রচণ্ড যন্ত্রণা… যেন কোনো অদৃশ্য হাত তার মস্তিষ্কটা ছিঁড়ে বের করে আনতে চাইছে!
শুভ লড়াই করার চেষ্টা করল, কিন্তু শরীর আর সাড়া দিল না।
শেষবারের মতো সে দেখল—
সেই দানবের বিশাল হাত তার মায়ের শরীরের চারপাশে শক্ত করে জড়িয়ে ধরছে…
তারপর সবকিছু অন্ধকার।
শুভ সংজ্ঞাহীন হয়ে পড়ে গেল।