05-03-2025, 07:54 PM
ঘরটা নিস্তব্ধ, কিন্তু বাতাসে যেন এক অদ্ভুত চাপা উত্তেজনা।
মিনা ধীরে ধীরে বিছানায় উঠে দাঁড়াল। তার শরীরের ভাষা একদম অস্বাভাবিক, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে তুলছে।
তার মুখ শুভর দিকে, কিন্তু তার চোখ? সেই চিরচেনা উষ্ণতা নেই—এ যেন অন্য কেউ!
মিনার ঠিক পিছনেই আকরাম দাঁড়িয়ে, চোখে এক বিকৃত শয়তানি দৃষ্টি।
আর বিছানার একপাশে রঞ্জিত গভীর ঘুমে অচেতন, তার শরীরের সঙ্গে লেগে শুয়ে আছে আকরাম, কিন্তু রঞ্জিত কিছুই টের পাচ্ছে না!
শুভর গা শিউরে উঠল।
আকরামের ঠোঁট বাঁকা হাসিতে বেঁকে গেল, যেন সে ইশারায় শুভকে কিছু বলতে চাইছে—
“তোর সামনেই ঘটবে সব… কিন্তু তুই কিছুই করতে পারবি না!”
মিনা ধীরে ধীরে বিছানায় উঠে দাঁড়াল। তার শরীরের ভাষা একদম অস্বাভাবিক, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে তুলছে।
তার মুখ শুভর দিকে, কিন্তু তার চোখ? সেই চিরচেনা উষ্ণতা নেই—এ যেন অন্য কেউ!
মিনার ঠিক পিছনেই আকরাম দাঁড়িয়ে, চোখে এক বিকৃত শয়তানি দৃষ্টি।
আর বিছানার একপাশে রঞ্জিত গভীর ঘুমে অচেতন, তার শরীরের সঙ্গে লেগে শুয়ে আছে আকরাম, কিন্তু রঞ্জিত কিছুই টের পাচ্ছে না!
শুভর গা শিউরে উঠল।
আকরামের ঠোঁট বাঁকা হাসিতে বেঁকে গেল, যেন সে ইশারায় শুভকে কিছু বলতে চাইছে—
“তোর সামনেই ঘটবে সব… কিন্তু তুই কিছুই করতে পারবি না!”