Thread Rating:
  • 4 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Misc. Erotica ক্ষমতার দুর্গে ষড়যন্ত্রের আগুন (নতুন আপডেট - ২)
#2
আপডেট - ১
টেলিগ্রাম চ্যানেল: @sStory69


তো বন্ধুরা, এবার তোমাদের সঙ্গ নিয়ে এই গল্প শুরু করছি।  

রাজ, যার নামের মতোই ব্যক্তিত্ব, উত্তরপ্রদেশের আলিগড় জেলার এক গ্রামের জমিদার ছিল। তার মা-বাবার কাছ থেকে সে অঢেল সম্পত্তি, জমি-জায়গা পেয়েছিল। রাজের জমি আশপাশের গ্রামগুলোতেও ছড়িয়ে ছিল। বাবা-মা মারা যাওয়ার পর রাজ তার বউয়ের সঙ্গে আলিগড় শহরে চলে আসে। সেখানে একটা বড়, আলিশান বাড়ি বানিয়ে বউয়ের সঙ্গে থাকতে শুরু করে। বাড়িটা সব রকম সুখ-সুবিধায় ভরা ছিল। রাজ শুরু থেকেই বিলাসী মানুষ ছিল না। সে তার বউকে খুব ভালোবাসত। বাবা-মা তার বিয়ে বিশ বছর বয়সে করিয়ে দিয়েছিল। কিন্তু বিয়ের দশ বছর পেরিয়ে গেলেও তার কোনো সন্তান হয়নি। রাজের একটা ছোট বোন ছিল, ডলি। তার স্বামী এক দুর্ঘটনায় মারা যায়। ডলির একটা ছোট ছেলে ছিল। স্বামী মারা যাওয়ার পর ডলি তার ছেলেকে নিয়ে ভাই-ভাবির কাছে চলে আসে।  

কিন্তু ভাগ্য যেন রাজের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। ডলির স্বামীর মৃত্যুর মাত্র পাঁচ দিন কেটেছে, এমন সময় রাজের বউ দীর্ঘ রোগে ভুগে মারা যায়। রাজ যেন ভেঙে পড়ে। বোন আর ভাইপো সাহিলকে নিয়ে সে গ্রামে ফিরে আসে। তখন তার বয়স ত্রিশ। গ্রামে ফেরার খবর সে আগেই রবীন্দরকে (রবি) জানিয়ে দিয়েছিল।  

তারিখ: ১১ এপ্রিল, ১৯৯৮  

একটা বড়, আলিশান গাড়ি গ্রামের হাভেলির সামনে এসে থামল। গাড়ি থেকে রাজ আর তার বোন ডলি নামল। হাভেলির মূল ফটকে রবি, হরিয়া, দীনু আর দুই নৌকরানি হাত জোড় করে রাজের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল। অনেক বছর পর রাজ গ্রামে ফিরেছে। ডলিও বিয়ের পর প্রথমবার গ্রামে এল। রাজ তার কালো চশমা খুলে ফেলল। এক হাত পকেটে ঢুকিয়ে রুমাল বের করে চোখের কোণে জমে ওঠা জল মুছল। ডলি এর আগে কখনো তার ভাইয়ের চোখে জল দেখেনি। আজ সে সেই মানুষটার চোখে জল দেখল, যে বোধহয় কাঁদতেই শেখেনি। ভাইয়ের ভিজে চোখ দেখে ডলির বুক ভারী হয়ে এল। সে তার কোলে তোলা সাহিলের দিকে তাকাল, তারপর ভাইয়ের দিকে তাকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল।  

রাজ (ডলিকে বাহুতে জড়িয়ে): “ধৈর্য ধর, ডলি, ধৈর্য ধর।”  

ডলি (কাঁদতে কাঁদতে ভারী গলায়): “ভাইয়া, আমি তোমার কষ্ট দেখতে পারছি না। কখনো ভাবিনি এভাবে গ্রামে ফিরব। আমি যেন তোমার জীবনে অপয়া হয়ে এসেছি।”  

রাজ: “না, ডলি, এমন কথা বলতে নেই। তুই না থাকলে সাহিলও থাকত না। ও তো আমার বেঁচে থাকার কারণ। ওকে দেখেই তো এতদিন বেঁচে আছি, পাগলি।”  

ডলি (চোখের জল মুছে): “চলো ভাইয়া, ভেতরে যাই।”  

রাজ: “হ্যাঁ, চল।” (সে সাহিলকে কোলে তুলে নিল।) “হরিয়া!”  
হরিয়া: “জি, মালিক!”  

রাজ: “চল, গাড়ি থেকে মালপত্র বের কর। রবি, তুই হাভেলির সব ঘর পরিষ্কার করেছিস তো?”  
রবি: “জি, মালিক, করে দিয়েছি।”  

দুজনে ভেতরে ঢুকল। হলঘরে গিয়ে সোফায় বসল। এসি আগে থেকেই চলছিল। হরিয়া গাড়ি থেকে মালপত্র বের করে ভেতরে আনল। ডলির ব্যাগ তার বিয়ের আগের ঘরে আর রাজের জিনিস রাজের ঘরে রাখল।  

রাজ: “দেখিস, ডলি, সাহিল একটু বড় হলেই বাড়িতে আবার হইচই ফিরবে। আমি ওকে এত দুষ্টু বানাব যে তুই সারাদিন ওর পিছনে ছুটে বেড়াবি। সময়ও কেটে যাবে।”  

ডলি (মৃদু হেসে): “তুমি ঠিক বলছ, ভাইয়া। এখন ও ছাড়া আমার বেঁচে থাকার আর কোনো কারণও নেই।”  

এমন সময় হরিয়া একটা ট্রেতে ঠান্ডা জুস আর কিছু নাস্তা নিয়ে এল।  
রাজ (গ্লাস তুলে): “রবিকে একটু পাঠা।”  
হরিয়া: “জি, মালিক, এখনই পাঠাচ্ছি।”  

কিছুক্ষণ পর রবি রাজের সামনে এসে দাঁড়াল।  
রবি (হাত জোড় করে): “জি, বাবুজি, বলুন।”  

রাজ: “বল, খেতের খবর কী? ঠিকঠাক দেখাশোনা হচ্ছে তো?”  
রবি: “জি, বাবুজি, আমি আমার দিক থেকে পুরো চেষ্টা করছি। তবে আপনি তো জানেন, আপনার জমি এত দূর-দূর পর্যন্ত ছড়ানো। সত্যি বলতে, একদিনে সব জায়গায় যেতে পারি না।”  

রাজ: “তোর এই জিনিসটাই আমার খুব ভালো লাগে, তুই সবসময় সত্যি কথা বলিস। আর শোন, আজ থেকে তুই খেতের কাজ দেখবি না। আজ থেকে তুই তোর দিদি ডলি আর তার ছেলের দেখাশোনা করবি। মনে রাখিস, আমার কাছে কোনো অভিযোগ যেন না আসে। তোকে আমি খুব জরুরি কাজ দিলাম।”  

রবি: “জি, বাবুজি, আমি দিদি আর ছোট বাবার পুরো খেয়াল রাখব।”  

রাজ: “হ্যাঁ, আর আজ বিকালে আমার সঙ্গে যেতে হবে। খেতের একটা চক্কর লাগিয়ে আসব। মজুরদের মধ্যে কয়েকজনের ওপর দায়িত্ব বণ্টন করে দেব, যাতে সবার কাজ ভাগ হয়ে যায়।”  

রবি: “জি, বাবুজি, যেমন আপনি বলবেন।”  
রাজ: “ভালো, এখন যা। বিকালে এখানেই দেখা করিস।”  

রবি হাত জুড়ে মাথা নিচু করে ফিরে গেল। ওদিকে হরিয়া দুপুরের খাবার তৈরি করে ডাইনিং টেবিলে সাজিয়ে রাজ আর ডলিকে খেতে ডাকল। দুজনে টেবিলে বসে খেতে লাগল।  

রাজ: “খুব ভালো ছেলে। বেচারা ছোট বয়সে এতিম হয়ে গেছে। অনেক পরিশ্রম করে।”  
ডলি: “হ্যাঁ, ভাইয়া, সত্যিই ওর সঙ্গে ভাগ্য খুব খারাপ ব্যবহার করেছে।”  

দুজনে এটা-সেটা কথা বলতে বলতে খাচ্ছিল। ছোট্ট সাহিল, যাকে ডলি কোলে নিয়ে বসেছিল, সে হাত-পা ছুড়ছিল। রবি হলের দরজার কাছে দাঁড়িয়ে তাকে দেখছিল। ডলির খেতে অসুবিধে হচ্ছিল। রবি এগিয়ে এসে বলল, “দিদি, আমি বাবাকে কোলে তুলে নিই?” ডলি রাজের দিকে তাকাল।  

রাজ: “কোলে নিতে দে। এখন থেকে এই সাহিলের দেখাশোনা করবে।”  

ডলি সাহিলকে রবির হাতে দিল। রবি তাকে কোলে তুলে হলের এক কোণে গিয়ে একটা চেয়ারে বসে খেলাতে লাগল। রাজ আর ডলি খাওয়া শেষ করে উঠে পড়ল।  

ডলি সোজা রবির কাছে গিয়ে সাহিলকে ফিরিয়ে নিল।  
ডলি: “চল, এবার ওর ঘুমের সময় হয়েছে।”  
রবি: “জি, দিদি, আমি যাই।”  

রাজ: “রবি, মনে রাখিস, সন্ধ্যায় আমার সঙ্গে যেতে হবে।”  
রবি: “জি, বাবুজি, ঠিক আছে।”  
রাজ: “তাহলে বিকাল চারটায় এখানে দেখা করিস।”  

রাজ আর ডলি নিজেদের ঘরে চলে গেল। ডলি ঘরে ঢুকেই সাহিলকে বিছানায় শুইয়ে দিল। দরজা বন্ধ করে ব্যাগ থেকে নাইটি বের করে বিছানায় রাখল। তারপর সালোয়ার-কামিজ খুলে বাথরুমে ঝুলিয়ে দিল। ব্রা-প্যান্টি খুলে বাথরুমেই রেখে বেরিয়ে এল। বিছানার কাছে এসে নাইটি তুলে পরতে গিয়ে তার চোখ পড়ল ড্রেসিং টেবিলের আয়নায়। টিউবলাইটের আলোয় তার দুধের মতো সাদা শরীর ঝকঝক করছিল। নাইটি রেখে সে আয়নার কাছে গেল। প্রকৃতি তাকে অপরূপ সৌন্দর্য দিয়েছে। তার ৩৮ সাইজের বুক দুধে ভরা বলে টানটান। কালো বড় নিপল যেন গর্বে মাথা উঁচু করে আছে। ডলি হাত দিয়ে বুক তুলে ধরল। ঠোঁটে এক মুহূর্তের জন্য হাসি ফুটল। তার সৌন্দর্যের এখনো কোনো জবাব নেই। কিন্তু পরক্ষণেই হাসি মিলিয়ে গেল। মুখে বিষণ্ণতা ছড়িয়ে পড়ল। গলা ভার হয়ে এল। দ্রুত বিছানায় ফিরে নাইটি পরে সাহিলের দিকে তাকাল। সাহিল বিছানায় বসে খেলছিল। ডলি তাকে কপালে চুমু দিল।  

ডলি: “আমার বাবা, খিদে পেয়েছে?” (হাত দিয়ে সাহিলের নরম গালে আদর করল। সাহিল তার ছোট্ট হাতে মায়ের আঙুল ধরে চুষতে লাগল।)  

ডলি বিছানায় শুয়ে নাইটির উপরের বোতাম খুলে সাহিলকে পাশে শুইয়ে দুধ খাওয়াতে লাগল।  

ওদিকে রাজ তার ঘরে শুয়ে অতীতের কথা ভাবছিল। স্মৃতির গভীরে ডুবে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন সব কালকের কথা। একে একে স্মৃতিগুলো জেগে উঠছিল।  

ফ্ল্যাশব্যাক: (যখন রাজ কলেজে গ্র্যাজুয়েশনের শেষ বছরে ছিল। ইউনিভার্সিটিতে পড়ত। একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকত, যেখানে তার বন্ধু লাকিও থাকত।)  

রাজ: “ওঠ, লাকি, দেখ কত দেরি হয়ে গেছে। ক্লাসে যাবি না?”  
লাকি (চোখ ডলে উঠে): “আরে ভাই, যাব, কিন্তু তুই এত সকালে বিরক্ত করিস না। ভালোমানুষের মতো গুরমিত ম্যাডামের স্বপ্ন দেখছিলাম।”  

রাজ: “আরে, একটু লজ্জা কর। গুরমিত আর তোর বয়সের ফারাক দেখ। দশ বছরের বড় হবে!”  
লাকি: “জানি, ভাই। কিন্তু কী করব, এই দিলটা তার হয়ে গেছে। এই দিলকে কীভাবে বোঝাই? আমি তো গুরমিতের জন্য পাগল হয়ে গেছি।”  

রাজ: “উঠ, মজনু। আমি জগিং করতে যাচ্ছি। উঠে নাস্তা বানা। গতকালকেও তো বানাসনি, বাইরে টোস্ট আর চা দিয়ে কাটিয়েছি।”  
লাকি: “তাহলে কি এখন মহারাজের জন্য পরোটা বানাব?”  

রাজ (হেসে): “না, ভাই, স্যান্ডউইচেই চলে যাবে। উঠ তো!”  

রাজ ফ্ল্যাট থেকে বেরিয়ে ইউনিভার্সিটির গ্রাউন্ডে চলে গেল। তার ফ্ল্যাট ইউনিভার্সিটির ঠিক সামনের কলোনিতে ছিল। গ্রাউন্ডে পৌঁছে জগিং শুরু করল। মে মাস চলছিল। সকাল ছ’টা, কিন্তু সূর্য ইতিমধ্যে গরম ছড়াচ্ছিল। এক রাউন্ডেই রাজের শরীর ঘামে ভিজে গেল। সে বেঞ্চের কাছে এসে ব্যাগ থেকে পানির বোতল বের করে খেতে লাগল। হঠাৎ তার চোখ এক জায়গায় স্থির হয়ে গেল। বোতলটা বেঞ্চে রেখে সে তাকিয়ে রইল। গ্রাউন্ডে একটা মেয়ে জগিং করছিল। সে ছিল ললিতা। রাজের চোখ ললিতার থেকে সরছিল না। প্রকৃতি তাকে যেন তার সব রঙ দিয়ে সাজিয়েছে। রাজের চারপাশে মেয়েরা থাকলেও সে কখনো কাউকে মন দেয়নি। কিন্তু ললিতা প্রথম দেখাতেই তার হৃদয়ে ঢুকে গেল। কী অপরূপ সৌন্দর্য! বড় বড় চোখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, আর গায়ের রঙ এত ফর্সা যে সূর্যের আলোয় ঝকঝক করছিল। ললিতা কমলা রঙের টি-শার্ট পরেছিল। সূর্যের আলো তার গালে পড়ে যেন আগুনের মতো জ্বলছিল। রাজ তার সৌন্দর্যে হারিয়ে গেল। ললিতা জগিং করতে করতে রাজের পাশ দিয়ে গেল। রাজকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে একটু রাগ ভরে তাকাল। রাজ চোখ সরিয়ে নিল। বোতল ব্যাগে ভরে ফ্ল্যাটে ফিরে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এল।  

লাকি: “জনাব, নাস্তা তৈরি। টেবিলে দেব?”  
রাজ: “হ্যাঁ, ভাই, তাড়াতাড়ি কর। খিদে পেয়েছে। ন’টায় ক্লাস শুরু।”  

লাকি: “আজ আমি প্রথম ক্লাসে যাব না।”  
রাজ: “কেন, কী হল?”  

লাকি: “ভাই, শুনলাম গুরমিত ম্যাডামের ক্লাস দশটায়। তার আগে এক ঘণ্টা লাইব্রেরিতে থাকেন। আমি সেখানে গিয়ে তাকে দেখব।”  
রাজ: “ও, তাহলে আজ থেকে লাইব্রেরি, হ্যাঁ? জানিস তো লাইব্রেরি কোথায়? কখনো গেছিস?”  

লাকি: “ভাই, যখন মানুষ প্রেমে পড়ে, সৃষ্টিকর্তাকেও খুঁজে বের করে। আমার তো শুধু লাইব্রেরি খুঁজতে হবে। কাউকে জিজ্ঞেস করব।”  
রাজ: “দু’বছর হল ইউনিভার্সিটিতে পড়ছিস, এখন জিজ্ঞেস করবি? সবাই হাসবে!”  

লাকি: “হাসুক। নতুন ছেলেমেয়েরা এসেছে, কাউকে জিজ্ঞেস করে নেব। তুই আমার চিন্তা ছাড়। তুই বল, আজ জগিং থেকে এত তাড়াতাড়ি ফিরলি কেন?”  

লাকির প্রশ্নে রাজের চোখে ললিতার মুখ ভেসে উঠল। সে যেন হারিয়ে গেল।  
লাকি: “কী হল? কোথায় ডুবে গেলি? সকালে কি কোনো সুন্দরীর দেখা পেয়েছিস? তবে তুই তো মেয়েদের থেকে দূরে থাকিস, কার কথা ভাবছিস?”  

রাজ: “না, ভাই, কিছু না। শুধু একটু শরীরটা ক্লান্ত লাগছিলো। চল, নাস্তা কর।”  

দুজনে নাস্তা করে তৈরি হয়ে বেরিয়ে পড়ল। ইউনিভার্সিটিতে পৌঁছে পার্কে দাঁড়াল। ক্লাসে এখনো সময় ছিল। বন্ধুরা গল্প করছিল। হঠাৎ রাজের চোখ আবার ললিতার ওপর পড়ল। সে তার এক বান্ধবীর সঙ্গে হাসতে হাসতে আসছিল। রাজ তার সৌন্দর্যে এমন ডুবে গেল যে চারপাশের কিছুই দেখতে পেল না। লাকি রাজের দৃষ্টি লক্ষ করে মুচকি হাসল। তার কাঁধে হাত রেখে ঝাঁকাল।  

লাকি: “কোথায় হারিয়ে গেলি, সরকার? ক্লাসে যাবি না?”  
রাজ: “যাব, চল।”  

লাকি: “তুই যা। আমার ক্লাস আজ লাইব্রেরিতে।”  
রাজ: “ঠিক আছে, আমি যাই।”  

রাজ আর বাকি ছেলেরা ক্লাসে চলে গেল। লাকি ললিতার দিকে তাকিয়ে মনে মনে বলল, “ভাই, রাজের পছন্দের জবাব নেই। কিন্তু সে তো নিজে সাহস করবে না। আমাকেই কিছু করতে হবে।” ঘড়িতে দেখল, ন’টা বাজতে এখনো পনেরো মিনিট বাকি। ললিতা সম্পর্কে জানার জন্য তার কাছে এই পনেরো মিনিটই সময়। ললিতা তার বান্ধবীর সঙ্গে পার্কের এক কোণে দাঁড়িয়ে গল্প করছিল। লাকি তাদের কাছে গিয়ে কান পেতে শুনতে লাগল।  

মেয়ে: “ললিতা দিদি, আজ তোমাকে দেখে ভালো লাগল। অনেক বছর পর দেখা।”  
ললিতা: “হ্যাঁ, কলেজের সেই দিনগুলো এখনো মনে পড়ে। তোর বোন আমার ক্লাসে ছিল, আর তুই বোধহয় দু’ক্লাস নিচে, তাই না?”  

মেয়ে: “হ্যাঁ, দিদি। আমি তখন দশমে, আর তোমরা দুজনে বারোতে।”  
ললিতা: “তো, কাজল এখন কী করে?”  

মেয়ে: “তুমি জানো না? তার তো বিয়ে হয়ে গেছে।”  
ললিতা: “কী! এত তাড়াতাড়ি?”  

মেয়ে: “হ্যাঁ, দিদি। প্রেমের বিয়ে। জামাইবাবু দিদিকে খুব ভালোবাসে। দিদিও ওর সঙ্গে সুখে আছে।”  
ললিতা: “তা হোক, আমার মনে হয় এত তাড়াতাড়ি বিয়ে করা ঠিক নয়। আমি তো যতদিন না নিজে কিছু করছি, ততোদিন বিয়ে করব না।”  

মেয়ে: “তুমি ঠিক বলছ, দিদি। তবে যখন কারোর প্রেমে পড়বে, তখন তার বিনা এক মুহূর্ত থাকতে পারবে না।”  
ললিতা: “দেখি, কী হয়। এখনো তো প্রেমে পড়িনি। যখন পড়ব, তখন দেখা যাবে। আচ্ছা, তুই কোথায় থাকিস?”  

মেয়ে: “দিদি, আমি এখানে হস্টেলে। তুমি কোথায়?”  
ললিতা: “আমি এখানে কাছেই নানা-নানির বাড়িতে। মামা তার পরিবার নিয়ে লন্ডনে সেটল হয়ে গেছে। তাই নানা-নানি আমাকে তাদের কাছে ডেকে নিয়েছে।”


লাকি সেখানে দাঁড়িয়ে সব কথা শুনছিল। ঘড়িতে সময় দেখল, ন’টা বাজে। মনে মনে ভাবতে লাগল, “ইশ, রাজ ভাইয়ের সংসার বানাতে গিয়ে নিজের কথা ভুলেই গেছি!” তারপর দৌড়ে লাইব্রেরির দিকে রওনা দিল। লাইব্রেরিতে পৌঁছে লাকির চোখ গুরমিত ম্যাডামকে খুঁজতে লাগল।  

হঠাৎ তার নজর গুরমিত ম্যাডামের ওপর পড়ল। লাকির বুকটা খুশিতে লাফিয়ে উঠল। তাড়াতাড়ি একটা বই তুলে নিয়ে গুরমিত ম্যাডামের সামনে গিয়ে বসল। বইটা খুলে পড়ার ভান করতে লাগল। গুরমিত ম্যাডাম বই পড়ছিলেন। হঠাৎ তার দৃষ্টি লাকির দিকে গেল। লাকি একই টেবিলে বসে চোরা চোখে তাকে দেখছিল। নিজেকে এভাবে দেখতে পেয়ে গুরমিত ম্যাডামের ঠোঁটে হালকা হাসি ফুটল।  

গুরমিত জানতেন, লাকি গত কয়েকদিন ধরে তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। তিনি বুঝতেন, লাকি হয়তো তাকে পছন্দ করে। এমনকি এই কারণেই সে ক্লাস ছেড়ে এখানে এসেছে। গুরমিতের বয়স তিরিশ, তবে দেখে পঁচিশের বেশি মনে হত না। তার বিয়ে এখনো হয়নি। গুরমিতও লাকির দুষ্টুমিভরা আচরণটা পছন্দ করতে শুরু করেছিলেন।  

গুরমিত: “আরে লাকি, কী কর? এখানে কী করছিস? ক্লাসে যাসনি?”  
লাকি (চমকে গিয়ে এমনভাবে তাকাল যেন সবে গুরমিতকে দেখেছে): “জি, ম্যাডাম, আসলে আমার একটা জরুরি কাজ ছিল। তাই ক্লাসে দেরি হয়ে গেল। তাই এখানে পড়তে এলাম।”  

গুরমিত (মুচকি হেসে): “ওহ, বুঝলাম। তা জনাব এখানে পড়তে এসেছেন? ক্লাসে তো কখনো পড়তে দেখিনি!”  
লাকি: “না, ম্যাডাম, তেমন কথা নয়। পড়ার সময় আমি ঠিকই পড়ি।”  

গুরমিত: “আর বাকি সময় আমাকে ঘুরে ঘুরে দেখিস, তাই না?”  
লাকি: “এ কী বলছেন ম্যাডাম? আমি কেন আপনাকে ঘুরে দেখব?”  

গুরমিত (চেয়ার থেকে উঠে): “চল, আমার সঙ্গে আয়।”  

লাকি কিছু না বলে উঠে গুরমিতের পিছু পিছু চলল। গুরমিত হালকা গোলাপি রঙের সালোয়ার-কামিজ পরেছিলেন। লম্বা পাঁচ ফুট ছয় ইঞ্চি, পাঞ্জাবি গড়ন। তার ৩৮ সাইজের বুক টাইট কামিজে এমনভাবে উঁচু হয়ে ছিল যেন বাইরে বেরিয়ে আসতে চায়। পাতলা কোমর আর ৩৮ সাইজের নিতম্ব। লাকির তো দশা খারাপ! গুরমিত হাঁটতে হাঁটতে ক্যান্টিনে পৌঁছলেন। লাকিও তার পিছনে গেল। দুজনে এক কোণে গিয়ে বসল। মুখোমুখি বসে। গুরমিত দুটো জুসের গ্লাস অর্ডার করলেন। ক্যান্টিনে তখন মুষ্টিমেয় কয়েকজন ছাত্র ছিল। দুজনে বেশ আলাদা জায়গায় বসেছিল।  

গুরমিত: “এবার বল, কী সমস্যা?”  
লাকি: “সমস্যা নেই, ম্যাডাম। আমার কোনো সমস্যা নেই। আপনি কোন সমস্যার কথা বলছেন?”  

গুরমিত: “তোমার এটা সমস্যা মনে হয় না যে তুমি আমাকে লাইন মারছ? জানিসও তো আমি তোমার থেকে দশ বছরের বড়। তবু আমাকে লাইন মারছ! এখনো তোমার বয়সের কোনো মেয়ে পছন্দ হয়নি?”  
লাকি: “ম্যাডাম, এতে আমার দোষ কী? যাকে প্রপোজ করি, সে রাজি হয় না। আমার মতো চেহারার লোককে কে পছন্দ করবে?”  

গুরমিত: “কেন, তোমার ব্যক্তিত্ব তো ভালো। আমার চোখে তো কোনো খুঁত পরে নাই।”  
লাকি: “না, ম্যাডাম, আপনি আমার মন রাখতে বলছেন। আমার ভাগ্যই খারাপ।”  

গুরমিত: “আরে, মন খারাপ করিস না। আমি তোর জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে দেব।”  
লাকি: “সত্যি, ম্যাডাম? একটা কথা বলব?”  

গুরমিত: “হ্যাঁ, বল।”  
লাকি: “ম্যাডাম, আমি আপনাকে খুব পছন্দ করি। আপনি কি আমার সঙ্গে বন্ধুত্ব করবেন?”  

গুরমিত: “আমি তো বললাম, এটা সম্ভব নয়।”  
লাকি (মন খারাপ করে): “আমি কিছু জানি না। আমি আপনাকে খুব পছন্দ করি। আপনাকে ভালোবাসি। আমার ভালোবাসা যদি সত্যি হয়, আপনি আজ সন্ধ্যা পাঁচটায় রেস্তোরাঁয় আমার সঙ্গে দেখা করবেন। আমি অপেক্ষা করব।”  

গুরমিত কিছু না বলে উঠে দাঁড়ালেন। ক্যান্টিনের বিল দিয়ে চলে গেলেন। লাকিও উঠে বাইরে চলে এল। ততক্ষণে প্রথম ক্লাস শেষ হয়ে গেছে। রাজ এক বন্ধুর সঙ্গে হলের মধ্যে দাঁড়িয়ে ছিল। লাকিকে দেখে ডাকল।  

রাজ: “এই, কোথায় ঘুরেবেড়াও? এদিকে আয়। পরের ক্লাসে যাবি তো? তোর গুরমিত ম্যাডামের ক্লাস আছে।”  
লাকি: “এতে জিজ্ঞেস করার কী আছে, ভাই? ক্লাসে তো যাবই। তবে একটা কথা, সকালে যে মেয়েটাকে দেখছিলি, তার নাম ললিতা। আরো জানতে চাইলে মিস্টার লাকির সঙ্গে যোগাযোগ করিস।”  

রাজ: “আরে, যা তা বকিস!”  
লাকি (হেসে): “চল, ক্লাসে যাই।”  

সবাই ক্লাসের দিকে রওনা দিল। লাকি আজ রাজের পাশে না বসে শেষ সারিতে গিয়ে বসল। একা বসে ছিল। তখন গুরমিত ম্যাডাম ক্লাসে ঢুকলেন। বইগুলো বুকে চেপে ধরে এসেছিলেন। ঢুকেই টেবিলে বই রেখে যে বেঞ্চে রাজ আর লাকি বসত, সেদিকে তাকালেন। লাকিকে না দেখে এক মুহূর্তের জন্য ভাবনায় পড়লেন। তারপর পুরো ক্লাসে চোখ বুলিয়ে শেষ বেঞ্চে লাকিকে দেখতে পেলেন। ঠোঁটে হালকা হাসি ফুটল। ক্লাস পড়ানো শুরু করলেন। পড়াতে পড়াতে গুরমিত আর লাকির চোখাচোখি হতে লাগল।  

গুরমিত লাকির তাকানো দেখে লজ্জা পেয়ে মুখ নামিয়ে মুচকি হাসছিলেন। দুজনে বারবার চোখে চোখে হাসি বিনিময় করছিল। কিছুক্ষণ পড়ানোর পর গুরমিত সবাইকে রিভাইস করতে বললেন। নিজে চেয়ারে বসে কিছু লিখতে লাগলেন। তারপর উঠে ক্লাসে ঘুরতে শুরু করলেন। শেষ সারিতে এসে লাকির পাশে দাঁড়ালেন।  

সবাই বইয়ের দিকে তাকিয়ে ছিল। গুরমিত সবার চোখ এড়িয়ে একটা কাগজ লাকির বেঞ্চে রাখলেন। লাকি তাকাতেই গুরমিত লজ্জায় মুচকি হেসে এগিয়ে গেলেন। লাকি কাগজটা তুলে বেঞ্চের নিচে হাত নিয়ে খুলে পড়ল। লেখা ছিল—‘তুমি বিকাল চারটায় আমার বাড়িতে এসো। কথা আছে।’ লাকির ঠোঁটে হাসি ফুটল। গুরমিতের ক্লাস শেষ হল।  

রাজ আর লাকি বাইরে এল। কোনোরকমে ক্লাস শেষ করে দুজনে ফ্ল্যাটে ফিরল। লাকি রাজকে কিছু বলল না। বিকাল চারটার আগে ফ্ল্যাট থেকে বেরিয়ে গুরমিত ম্যাডামের বাড়ির দিকে রওনা দিল।  

পথে মনে পড়ল, এই প্রথমবার গুরমিত ম্যাডামের বাড়ি যাচ্ছে। খালি হাতে যাওয়া ঠিক হবে না। কী নিয়ে যাব? হঠাৎ মাথায় আইডিয়া এল। একটা মিষ্টির দোকানে গিয়ে কিছু চকোলেট কিনে প্যাক করাল। তারপর গুরমিতের বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ পর পৌঁছে দরজার বেল বাজাল। গুরমিত দরজা খুললেন।  

গুরমিত: “আয়, ভেতরে আয়।”  

গুরমিত হালকা হলুদ রঙের সালোয়ার-কামিজ পরেছিলেন। অপূর্ব লাগছিল। লাকি তার পিছনে ঢুকে সোফায় বসল। গুরমিত কিচেনে গেলেন। কিছুক্ষণ পর চা আর নাস্তা নিয়ে এসে লাকির পাশে বসলেন।  

গুরমিত (চায়ের কাপ দিয়ে): “নে, চা নে।”  

লাকি একটু ঘাবড়ে গিয়েছিল। কাপ নিয়ে চা খেতে লাগল। দুজনের কেউ কিছু বলছিল না। কিছুক্ষণ পর লাকি সাহস করে বলল, “ম্যাডাম, আপনার বাড়ির লোক কোথায়? কাউকে দেখছি না।”  
গুরমিত: “মা কোথায় একটা কাজে গেছে। আমার পরিবারে শুধু মা আছে। তুই বল, কেন আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলি?”

লাকি: “যাতে জানতে পারি, আপনার মনে আমার জন্য কী আছে। আপনি তো জানেন, আমি আপনাকে কতটা ভালোবাসি। দু’বছর ধরে আপনি ছাড়া আর কোনো মেয়ের দিকে তাকাইনি।”  
গুরমিত: “সব জানি। আজ তোর কথা অনেক ভেবেছি। আমার মনে হয়, এটা শুধুই একটা আকর্ষণ। তুই যা বলছিস, তা হতে পারে না। দয়া করে মন খারাপ করিস না। তুই ভালো ছেলে, ভালো ঘরের। তুই আরো ভালো মেয়ে পাবি। আমার পিছনে তোর সময় আর পড়াশোনা দুটোই নষ্ট করছিস।”  

লাকি: “কিন্তু আপনাকে না পেলে আমি পুরোপুরি শেষ হয়ে যাব। প্লিজ, না করবেন না।”  

লাকি দুহাতে গুরমিতের হাত ধরল। গুরমিত চমকে সোফায় একটু পিছিয়ে গিয়ে দূরত্ব বানালেন।  
গুরমিত: “কেন এমন করছিস, লাকি? আমার ভাবনাগুলো বোঝার চেষ্টা কর। আমরা এমন সমাজে থাকি, যেখানে সবাইকে জবাব দিতে হয়।”  

লাকি: “আমি কারোর পরোয়া করি না। আমি শুধু জানি, আমি আপনাকে অসম্ভব ভালোবাসি। আমার কাউকে জবাব দিতে হবে না। শুধু একবার ‘হ্যাঁ’ বলুন।”  
গুরমিত: “আমি তোদের বাড়ির লোকের কথা বলছি। তোর বাবা-মা, আত্মীয়রা কী ভাববে? নিজের থেকে দশ বছরের বড় মেয়ের সঙ্গে বিয়ে করেছে! হয়তো ভাববে আমিই তোকে ফাঁসিয়েছি।”  

লাকি: “আপনি আমার বাবা-মাকে চেনেন না। তারা আমাকে খুব ভালোবাসে। আমাকে না করতে পারবে না। আর আপনি তো এত সুন্দরী, একবার দেখলেই তারা না করতে পারবে না। আপনাকে তো পঁচিশের বেশি মনে হয় না। একটু ওজন কমিয়ে ফেললেই বিশের মতো লাগবেন।”  

লাকি হেসে ফেলল। গুরমিতও হাসতে হাসতে বললেন, “তুইও না, একদম পাগল! আমি কি মোটা?”  
লাকি: “হ্যাঁ, পাগল। আপনার ভালোবাসায় পাগল।” (গুরমিতের হাত ধরে চুমু খেল।) “আমাকে বিয়ে করবেন?”  

গুরমিত অবাক হয়ে গেলেন। লাকির ঠোঁটের ছোঁয়া হাতে পেয়ে শরীরে শিহরণ জাগল। প্রথমবার কোনো পুরুষ হাত তার গায়ে লেগেছে। লাকি তার গালে হাত রাখল। গুরমিত চমকে উঠলেন।  
গুরমিত: “লাকি, তুই কী করছিস? এইজন্যই কি আমাকে প্রপোজ করছিস?”  

লাকি: “না, ম্যাডাম। আমি সত্যিই আপনাকে ভালোবাসি।” (হাত সরিয়ে নিল।) “আপনি না চাইলে আমি ছোঁব না। আপনাকে দেখেই ভালোবেসে যাব।”  
গুরমিত: “দেখিস, পরে বলিস না যে হাতও লাগাতে দেয় না।”  

লাকি লজ্জা পেল। গুরমিত তার দুহাত ধরে নিজের গালে রাখলেন। চোখ বন্ধ করে ফেললেন। ভারী পলক খুলে লাকির চোখে তাকিয়ে বললেন, “ওহ, লাকি, তুই আমাকে ছেড়ে যাবি না তো?”  
লাকি: “এখন তো শরীর থেকে প্রাণ বের না হওয়া পর্যন্ত আপনাকে ছাড়ব না।”  

গুরমিত (ভাবনার সাগরে ভেসে): “ওহ, লাকি, তুই জানিস না, তোর এই সরল কথায় আমার হৃদয় চুরি করে নিয়েছিস। বহু বছর পর তুই আমার মনে ভালোবাসার বীজ বুনে আমাকে বাঁচার অনুভূতি দিয়েছিস।”  

দুজনে কাছে এল। ঠোঁটের দূরত্ব কমতে লাগল। গুরমিতের নিশ্বাস ভারী হল। গালে কামনার লালিমা। চোখে মাদকতা নিয়ে চোখ বন্ধ করলেন। কাঁপা ঠোঁটে বললেন, “লাকি, আমাকে তোর ঠোঁট দিয়ে ভালোবাসার প্রথম পেয়ালা পান করা।” লাকি তার কাঁপতে থাকা ঠোঁটে ঠোঁট রাখল। গুরমিত ঠোঁট খুলে দিলেন। লাকি তার নিচের ঠোঁট চুষতে লাগল। গুরমিত মজায় ভরে লাকির ওপরের ঠোঁট চুষলেন। তার শরীরে আনন্দের ঢেউ খেলে গেল। হাত লাকির পিঠে শক্ত হয়ে এল। লাকিও তাকে জড়িয়ে ধরল। গুরমিতের ৩৮ সাইজের বুক লাকির বুকে চেপে গেল। গুরমিত মত্ত হয়ে উঠলেন। লাকি ঠোঁট সরাল। গুরমিত দ্রুত নিশ্বাস নিতে লাগলেন। চোখ খুললেন, চোখে কামনার ঢেউ। লাকির ঠোঁটের দিকে তাকিয়ে তার শার্টের কলার ধরে টেনে আবার চোখ বন্ধ করলেন। দুজনে পাগলের মতো চুমু খেতে লাগল। জিভে জিভে খেলা চলল। পাঁচ মিনিট পর গুরমিত ঠোঁট সরালেন। চোখ খুলে লাকির হাসি দেখে লজ্জায় কিচেনে চলে গেলেন। সেখানে নিশ্বাস ঠিক করে জল খেলেন। এক গ্লাস জল নিয়ে লাকির কাছে এসে দিয়ে বললেন,  

গুরমিত: “এবার আমাকে নিরাশ করিস না। এটা তোর শেষ বছর। ভালো নম্বরে পাস করে তাড়াতাড়ি নিজের পায়ে দাড়া। যাতে আমরা বিয়ে করতে পারি।”  
লাকি: “আপনার যাহা হুকুমের রানী।”

তখনই দরজার বেল বাজল।

(পিডিএফ কপির জন্য আমার টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করুন। সার্চবারে স্পেস ছাড়া @sStory69 লিখে সার্চ করুন)
Like Reply


Messages In This Thread
RE: ক্ষমতার দুর্গে ষড়যন্ত্রের আগুন - by শুভ্রত - 05-03-2025, 11:45 AM



Users browsing this thread: 2 Guest(s)