04-03-2025, 01:49 AM
(03-03-2025, 11:39 PM)kamonagolpo Wrote: নাদভক্তি, যেন এক স্বপ্নিল জগতে পা রেখেছে অথবা ঠিক যেন মায়াবী আলোছায়ার মধ্যে পথ হারিয়েছে। ধীর, কিন্তু দৃঢ় পদক্ষেপে সে এগিয়ে এসে পালঙ্কের কাছে এসে দাঁড়ালো, তখন যেন কক্ষের নিস্তব্ধতা আরও গভীর হয়ে উঠলো। তার পায়ের শব্দ, রুদ্ধশ্বাসে প্রতীক্ষারত নববধূদের কানে বাজতে লাগল।এমনই অপূর্ব লেখা যে যথেষ্ঠ সাধুবাদ দেওয়ার ক্ষমতা আমার নেই।