
দাবিত্যাগ: বন্ধুরা, এই গল্পে তোমরা সবকিছুই পাবেন—যা আজকাল আমাদের সবার পছন্দ। ভালোবাসা, আবেগ, রাজনীতি আর বিশ্বাসঘাতকতা—সবই আছে এতে। যেকোনো ধরনের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
রাজ: (নামের মতোই তার ব্যক্তিত্ব। রাজ তার এলাকার সবচেয়ে ধনী জমিদার। লম্বা ছ’ফুট তিন ইঞ্চি, চওড়া বুক, শক্তপোক্ত গড়নের অধিকারী। বয়স ত্রিশ বছর।)
ললিতা: (রাজের বউ, বয়স সাতাশ বছর।)
ডলি: (রাজের ছোট বোন, বয়স বাইশ বছর। ছ’মাস আগে তার স্বামী একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছে।)
সাহিল: (ডলির ছেলে। সে বাড়ির সবার প্রাণের কেন্দ্র। কারণ পুরো বাড়িতে সাহিলই একমাত্র ছোট্ট শিশু। রাজের এখনো কোনো সন্তান হয়নি। কেন হয়নি, সেটা কেউ জানে না। তবে রাজের যে শরীরের গড়ন, তাতে দেখেই মনে হয় তার কোনো দুর্বলতা থাকা সম্ভব নয়।)
রবীন্দর (রবি): (বয়সটা ঠিকঠাক বলা যায় না। উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি, রোগা, কিন্তু চটপটে। রবির বাবা-মা রাজের খেতে মজুরি করত। তাদের মৃত্যুর পর রাজই রবির দায়িত্ব নিয়েছে। এখন রবি রাজের প্রাসাদের মতো বাড়ির দেখাশোনা করে আর রাজ যা বলে, তাই করে। মোটের ওপর, সে একজন চাকরের বেশি কিছু নয়। )
রাজের বাড়িতে আরো কিছু মানুষ ছিল—একজন রাঁধুনি হরিয়া, দুজন মহিলা যারা হাভেলির পরিচ্ছন্নতার কাজ করত, আর একজন মালী দীনু কাকা, যিনি বাগানের দেখাশোনা করতেন।
এই গল্পে আরো অনেক চরিত্র আছে, তবে এখনই তাদের সঙ্গে দেখা করার সময় হয়নি। গল্প যত এগোবে, তত নতুন চরিত্রের আগমন ঘটবে।
রাজ: (নামের মতোই তার ব্যক্তিত্ব। রাজ তার এলাকার সবচেয়ে ধনী জমিদার। লম্বা ছ’ফুট তিন ইঞ্চি, চওড়া বুক, শক্তপোক্ত গড়নের অধিকারী। বয়স ত্রিশ বছর।)
ললিতা: (রাজের বউ, বয়স সাতাশ বছর।)
ডলি: (রাজের ছোট বোন, বয়স বাইশ বছর। ছ’মাস আগে তার স্বামী একটা সড়ক দুর্ঘটনায় মারা গেছে।)
সাহিল: (ডলির ছেলে। সে বাড়ির সবার প্রাণের কেন্দ্র। কারণ পুরো বাড়িতে সাহিলই একমাত্র ছোট্ট শিশু। রাজের এখনো কোনো সন্তান হয়নি। কেন হয়নি, সেটা কেউ জানে না। তবে রাজের যে শরীরের গড়ন, তাতে দেখেই মনে হয় তার কোনো দুর্বলতা থাকা সম্ভব নয়।)
রবীন্দর (রবি): (বয়সটা ঠিকঠাক বলা যায় না। উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি, রোগা, কিন্তু চটপটে। রবির বাবা-মা রাজের খেতে মজুরি করত। তাদের মৃত্যুর পর রাজই রবির দায়িত্ব নিয়েছে। এখন রবি রাজের প্রাসাদের মতো বাড়ির দেখাশোনা করে আর রাজ যা বলে, তাই করে। মোটের ওপর, সে একজন চাকরের বেশি কিছু নয়। )
রাজের বাড়িতে আরো কিছু মানুষ ছিল—একজন রাঁধুনি হরিয়া, দুজন মহিলা যারা হাভেলির পরিচ্ছন্নতার কাজ করত, আর একজন মালী দীনু কাকা, যিনি বাগানের দেখাশোনা করতেন।
এই গল্পে আরো অনেক চরিত্র আছে, তবে এখনই তাদের সঙ্গে দেখা করার সময় হয়নি। গল্প যত এগোবে, তত নতুন চরিত্রের আগমন ঘটবে।