03-03-2025, 08:59 AM
(03-03-2025, 12:59 AM)Gentle boy Wrote: এই বালের কোনো আপডেট ই নাই। রেগুলার পাঠক হয়ে লাভ কি। রেগুলার তো আর পড়ার জন্য আপডেট পাবেন না। বাল ডা হঠাৎ হঠাৎ কোন দেশ থেকে উড়াল দিয়ে এসে একটা নামমাত্র ছোট আপডেট দিয়ে আমাদেরকে প্রহসনমূলক আপডেট দেয়। আমি মনে করি লিখার সময় না থাকলে বালের আপডেট ও দেওয়ার দরকার নাই। এতদিন পর পর এই বাল পড়তে গেলেও রাগ উঠে।
কথা গুলা বলার জন্য সরি। বাট এর থেকে ভালো কথা আমার আসছে না। ওয়েট করতে করতে পাগল হয়ে গেলাম। আর হালায় মজা নিয়ে বলে দ্রুত শেষ করবে। এই পর্যন্ত ঠিক মত একটা রগরগে মা ছেলের সেক্স দেখাতে পারল না। ছোট আপডেট দিয়ে জাস্ট নামমাত্র আগ্রহ উত্তেজনা তৈরী করে ২-৩ সপ্তাহের জন্য হারায় যায়।
বালের আপডেট*****!!!!!!!!
হাহা। ভাই এতো রাগ করবেন না। একজনের কিছু সমস্যা হতেই পারে। লেখক রা এখানে তো আর প্রফেশনালি লেখালেখি করেন না। যা করেন শখ করে করেন। হ্যা, কমিটমেন্ট এর একটা বিষয় আছে তা অস্বীকার করা যায় না। তবে তাদের বেশী চাপ না দেওয়াই ভালো, নাহলে যতটুকু পাওয়া যাচ্ছে পরে তাও পাওয়া যাবে না। লেখা ড্রপ বা পজ হলে অন্য গল্পে বা অন্য সাইটেই ঢুকে যাবেন। গল্প পছন্দ করুন, তবে গল্পে আসক্ত হবেন না। তাহলেই আর সমস্যা হবে না।