03-03-2025, 02:32 AM
(02-03-2025, 10:42 PM)kamonagolpo Wrote: ধনবলের ইচ্ছা ও পরিকল্পনা মত মহাকামিনী, অতিকামিনী ও আমি তিনজনেই নববধূর মত সেজে বিবিধ পুষ্পে সজ্জিত পালঙ্কের উপর বসে নাদভক্তির প্রতীক্ষা করতে লাগলাম।পুরাকালে ভারতীয় রমণীগণ অবগুন্ঠন ধারণ করতেন না। এখনো দক্ষিণভারতে যেখানে যবন আক্রমণ হয়নি বললেই চলে, রমণীর অবগুন্ঠন ধারণের প্রচলন নেই। বরং তাকে অমঙ্গল ভাবা হয়।
ফুলশয্যা কক্ষটি মৃদু আলোয় মায়াবী, চারিদিকে ফুলের সুবাস, যেন স্বর্গ নেমে এসেছে মর্ত্যে। আর সেই ঘরে, আমরা মাতা কন্যা তিনজন – ঘোমটা ঢাকা, সামান্য লাজবস্ত্রে শরীর জড়িয়ে, নতুন স্বামীর জন্য অপেক্ষা করছি। সে এক অপূর্ব দৃশ্য, বউমা, আমরা তিনজন যেন সাক্ষাৎ কামনার প্রতিমা।