26-02-2025, 08:24 PM
মানালি, তোমার সৃষ্ট চরিত্রগুলোকে তোমার থেকে ভালো কেউ জানে না। তাই চরিত্রগুলোকে ঠিক ঠাক ফুটিয়ে তুলতে আর কাহিনীর প্রয়োজনে কতোটা আর কি লিখতে হবে সেটা তোমার থেকে আর ভালো কেউ অনুভব করতে পারবে না, আমার তো তাই ধারণা। এই গল্পে এখনও পর্যন্ত কোথাও কিছু কম রয়ে গেছে এমনটা এখনও চোখে পড়েনি। তাই আমি তোমাকে এই উৎসাহই দেবো যে তুমি তোমার মতো করে লিখতে থাকো। তুমি দারুণ লিখে চলেছো।