25-02-2025, 11:38 AM
আমার নিজের জানা একটা সত্যি ঘটনা আছে, যেখানে একটা ছেলে প্রথমে একটা মেয়ের সাথে চুটিয়ে প্রেম করে, প্রেমের সূত্রে ওই ছেলেটা ওই মেয়েটার বাড়িতে অবাধে যাতায়াত করতে থাকে। ওই মেয়েটা বাবা ছিলো না, আমি কোনোদিন দেখিনি, শুনেছি নাকি মৃত। যাইহোক ওই ছেলেটার সাথে ওর হবু শাশুড়ির প্রেম বা অবৈধ সম্পর্ক হয়ে যায়। এই নিয়ে একটা ওদের পারিবারিক ঝামেলা হয়। পরে ছেলেটা ওই মেয়েটাকেই বিবাহ করে। তারপর থেকে ওরা তিনজন এক সাথে থাকে। ছেলেটা ঘরজামাই হয়ে থাকে।