23-02-2025, 07:06 PM
আমি চেষ্টা করছি তাড়াতাড়ি এই গল্পের আপডেট দেওয়ার। আপাতত একটু ব্যস্ত আছি "এক মুঠো খোলা আকাশ" গল্পটি নিয়ে। বুঝতেই পারছেন, একবার একটা গল্পের ফ্লো তৈরী হয়ে গেলে সচরাচর রাইটাররা সেই গল্প ছেড়ে অন্য গল্পে মনোনিবেশ করতে পারেনা। তবে এই গল্পের প্রতি অনেকের উন্মাদনা দেখে এটাও যত দ্রুত আপডেট আনা সম্ভব তা চেষ্টা করবো আমি।