22-02-2025, 02:27 PM
(22-02-2025, 11:55 AM)prshma Wrote: এই মেয়েটা এতটাই ইনোসেন্ট যে কি চরম সর্বনাশ ওর দিকে ধেয়ে আসছে তার বিন্দুমাত্র আভাস ও ওর নেই। এটা ও বুঝতেও পারছে না যে যাকে ও ভরসা করছে সেই ওর সর্বনাশের মুল ষড়যন্ত্রকারী। মেয়েটার আসন্ন সর্বনাশের কথা ভেবে আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। আমি যদি পারতাম তাহলে নিজের শেষ রক্তবিন্দু দিয়েও ওকে রক্ষা করতাম।
কি আর করা যাবে, গল্পের থিমটা-ই তো সেরকম। আর এই ফোরামে এত রেস্ট্রিকশন যে সত্যি পেরে ওঠা যায়না। ধর্ম জাত কিছুরই ক্রিয়েটিভ লিবার্টি প্রয়োগ করে উল্লেখ করা যায়না। ব্রা'হ্মণ শব্দটা এরা মিটিয়ে দিয়েছিলো, পরে এডিট করে apostrophe symbol দিয়ে শব্দটাকে ফিরিয়ে আনতে পারলাম।
এই ফোরামে কিছু নিষিদ্ধ বাংলা শব্দ হলো - হি'ন্দু, মু'সলিম, ব্রা'হ্মণ, স্কু'ল ইত্যাদি। এবার আপনিই বলুন একজন রাইটার যখন লিখতে শুরু করে সে নিজ গতিতে টাইপ করতে থাকে, তাই সবসময়ে এইসব শব্দের ক্ষেত্রে বারবার থেমে মাঝে apostrophe symbol দেওয়া কি সম্ভব হয়?? এখানেও আমাকে এই মেসেজটা লেখার পর ফিরে যেতে হবে উপরিউক্ত আমার শব্দসমূহের উদাহরণে, apostrophe symbol দিতে। এই ভাবে একজন রাইটার এর লেখনী তে এসব বিষয় স্পীডব্রেকারের কাজ করে। কি আর বলবো !!