Yesterday, 09:45 AM
আমার এই গল্পটা সাইটেও নেই। আমি যেখানে সেইভ করে রেখেছিলাম সেখানেও নেই। তাই গল্পটা আবার এক ঝলক না দেখে কাহিনিটা শেষ করতে পারছি না। এইভাবে লিখলে আবার না মিললে গল্প পড়েও মজা নেই আবার লিখেও নেই। তাই ভেবেছিলাম তোমাদের কারো কাছ থেকে আগের পর্ব গুলো নিয়ে তোমরা শেষটা কিরকম চাও সবদিক বিবেচনা করে শেষ করব। কিন্তু তোমরা যা করলা। আমি এর আগে গল্প দিতে চেয়েও দিতে পারিনি অনেক ঝামেলার মধ্যে ছিলাম তাই। সবকিছু সবার দিক বুঝতে হবে রে ভাই।