12-02-2025, 06:09 PM
স্বামীর কল্পনা স্ত্রীয়ের যন্ত্রণা পর্ব ৩৭
হঠাৎ ঝড়ে মুহূর্তেই হয়ে যায় সবাই পর,
সম্পর্কের আরেক নামই তো তাসের ঘর।
মল্লিকবাড়ি থেকে বেরিয়ে চোখের জল মুছতে মুছতে রাকিব একবার তাকালো নিজের হাতের দিকে। নাহঃ, নিজের হাতের লিখনী পড়ার জন্য নয়, সে তো আর জ্যোতিষী নয়, নিজের হাতের রেখা গণনা করে জানতে পারবে অনুরিমা তার ভাগ্যে আদেও আছে কিনা। সে সামান্য একজন বুল, অনুরিমার শাশুড়ির চোখে এক মু'সলিম দারওয়ান, তাছাড়া আর কিচ্ছু না। হাতে থাকা অনুরিমার শাশুড়ির দেওয়া পাঁচ হাজার টাকা দেখে মনে মনে ভাবলো তার ভালোবাসার দাম কি মাত্র ৫০০০ টাকা! এইটুকুই কি মূল্য হয় গরিবের ভালোবাসার দাম! কে জানে.....
ওদিকে বেলা গড়িয়ে বিকেল হতে চললো। কাননবালা দেবী হসপিটালে ছেলেকে দেখতে যাওয়ার জন্য তোড়জোড় করছিলো। অনুরিমা যেতে চাইলো কিন্তু কানন দেবী অনড়, তাকে নিয়ে যাবেনা। মনে মনে তো সে অনুরিমার উপর ক্ষেপেই ছিল গতকাল হঠাৎ কোথাও উধাও হয়ে যাওয়ার জন্য, পরে কৈফিয়তও চাওয়া হয়নি, তার আগেই অনুরিমা সমীরের অ্যাক্সিডেন্টের খবর শুনে অজ্ঞান হয়ে পরে। সর্বোপরি অনুরিমাকে ডাক্তার রেস্ট নিতে বলেছিলো তাই আরোই কানন দেবী অনুরিমাকে নিয়ে যেতে রাজি হলো না।
হসপিটালে নানা রোগীর আনাগোনা, এরই মধ্যে দূর্বল শরীর নিয়ে অনুরিমা গেলে আরো ভুগতে হতে পারে। অনুরিমাকে ভুললে চলবে না তার একটা ছোট্ট মেয়েও আছে, নিজের না হোক তার ব্যাপারটা তো একবার ভাবা উচিত ওর। এই বলে অনুরিমাকে বুঝিয়ে-সুঝিয়ে তাকে বাড়িতে রেখে সমীরের মা বেরোলো রুবি হাসপাতালের উদ্দেশ্যে। বউমাকে আস্বস্ত করলেন কোনো ভালো খবর অর্থাৎ সমীরের জ্ঞান ফেরার খবর থাকলে তৎক্ষণাৎ জানাবেন তিনি।
![[Image: SKSTJ-37-A.jpg]](https://i.ibb.co/RpDS5vDm/SKSTJ-37-A.jpg)
ঠিক যেন রাকিব ও অনুরিমা
অনুরিমা আরোই হাসপাতালে যেতে চাইছিলো কারণ বাড়িতে থাকলেই খালি তার রাকিবের কথা মনে পড়ছিলো। সে ভালোই বুঝেছিলো যে রাকিব কষ্ট পেয়েছে তাকে শাশুড়ির সামনে অস্বীকার করায়। একবার ভেবেওছিলো রাকিবকে ফোন করবে, তারপর ভাবলো আগে সমীর পরে রাকিব। এই মুহূর্তে সমীরের স্ত্রী হিসেবে তার কথাই আগে ভাবা উচিত, কিন্তু মন তো খালি উল্টো সুর গাইছিলো। তবে কি আস্তে আস্তে অনুরিমার মনে সমীরকে সরিয়ে রাকিব জায়গা করে নিতে বসেছিলো?
এই কিছুদিনের মধ্যে সমীরের কাকোল্ড ফ্যান্টাসির বদন্যতায় তাকে মোট তিনজন পুরুষের মুখাপেক্ষী হতে হয়েছিল। প্রথমে ভিক্টোরিয়া-তে যৌনবিশেষজ্ঞ ডাক্তার রাজীবের সাথে ঘনিষ্ট মুহূর্ত রিক্রিয়েট করার রিহার্সাল, তারপর সুচরিতার প্রাক্তন স্বামীর সাথে বৃষ্টি ভেজা বিকেলে এক লজে যৌনমিলনের মধ্যে দিয়ে করা কাকোল্ড প্রক্রিয়ার প্রাকটিস, সর্বশেষ ঘুসিঘাটায় সমীরের উপস্থিতিতে রাকিবের সহায়তায় কাকোল্ড ক্রিয়া সম্পন্ন। এতকিছুর পর কি আর স্বামীর প্রতি কোনো টান কোনো স্ত্রীরই অবশিষ্ট থাকে? থাকার কথা? কিন্তু অনুরিমার ছিল, তখনও ছিল, কিছুটা হলেও। কারণ সে একদিন সমীরকে মনে প্রাণে ভালোবেসেছিলো, সেই টানেই হয়তো। তবে পূর্বের তুলনায় এখনকার অনুরিমা বড্ড বেশি উদাসীন হয়ে পড়েছে চারিপাশে তাকে কেন্দ্র করে ঘটে যাওয়া ঘটনাসমূহ দেখে।
![[Image: SKSTJ-37-B.jpg]](https://i.ibb.co/5g4x4FKr/SKSTJ-37-B.jpg)
কাকোল্ড প্রক্রিয়া -- ঠিক যেরকমটা সমীর প্রাথমিকভাবে কল্পনা করে অনুরিমার যন্ত্রণা বাড়িয়েছিল
হাসপাতালে গিয়ে কাননদেবী জানতে পারেন সমীরের জ্ঞান ফিরেছে। তাঁর মন আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। তবুও সে অনুরিমাকে তখন জানায় না। আগে নিজের ছেলেকে দেখতে চায়। ভিসিটিং আওয়ার্স এর জন্য ওয়েট করছিলেন। কিছুক্ষণের মধ্যেই সেই অপেক্ষার অবসান ঘটে। তিনি এইচডিইউ (HDU) তে যাওয়ার সুযোগ পান হাসপাতাল কর্তৃপক্ষ থেকে। গতকাল ইমার্জেন্সি থেকে সোজা সমীরকে আইসিইউ (ICU)-তে অর্থাৎ Intensive Care Unit-এ শিফট করা হয়েছিল। জ্ঞান ফিরে আসার পর এইচডিইউ অর্থাৎ High Dependency Unit-এর বেডে দেওয়া হয় তাকে। সাধারণত কোনো পেশেন্ট-এর কন্ডিশন recover করতে শুরু করলে তাকে ICU থেকে HDU তে ট্রান্সফার করা হয়। তার মানে সমীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলো। That's good for his family, but is it good for Rakib as well? God knows.......
সমীরকে দেখামাত্রই কানন দেবীর অশ্রু বাঁধ ভেঙে নয়ন হতে গড়িয়ে পড়তে লাগলো। মা কে দেখা মাত্রই খুব কষ্ট করে হলেও প্রথমে সে অনুরিমার খোঁজ করে। ভাঙা গলায় আস্তে আস্তে জিজ্ঞেস করে অনুরিমা বাড়ি ফিরেছে কিনা? কাননদেবী তো অত কিছু জানতেন না, তিনি ভাবলেন স্বাভাবিক কারণেই সমীর তার স্ত্রীয়ের খোঁজ নিচ্ছে।
"আমার বাবুটা তো নিজের বউকে কম ভালোবাসেনা!", এইভেবে তিনি সমীরকে বললেন অনুরিমা তো কালকেই চলে এসছে বাড়ি। পাল্টা সমীর জিজ্ঞেস করলো তাহলে অনু এলোনা কেন তাকে দেখতে। কাননদেবী খোলসা করে বললো না যে অনু কালকে বাড়ি ফিরে সমীরের অ্যাক্সিডেন্টের খবর শুনে অজ্ঞান হয়েগেছিলো। এখন সে একটু দুর্বল রয়েছে তাই তিনি বউমাকে সাথে করে নিয়ে আসেননি। এসব শুনলে যদি সমীর বিচলিত হয়ে পরে? থাক, তার আগে সুস্থ হয়ে উঠুক, দুজনেই।
রাকিবের ছদ্মনামে বাড়ি আসার ব্যাপারটাও কাননদেবী গোপন করে গেলো। রাকিব লোকটা কেমন তা এক দেখায় জানা সম্ভব নয়। কে জানে তাঁর ছেলে লোকটাকে আদেও পছন্দ করে কিনা! শুধু শুধু সেই লোকটার নাম বাবুর (সমীর) সামনে নিয়ে ওকে চিন্তামগ্ন করে লাভ নেই। এইভেবে তিনি বাড়ির বিষয়ে চুপ থাকলেন ছেলের সামনে। ভেবে নিলেন বাড়ির সব বিষয় তিনি আপাতত একাই সামলে নিতে পারবেন।.....
অনুরিমাকে দেখার জন্য নাছোড়বান্দা সমীরকে তার মা বোঝানোর চেষ্টা করলেন, "বউমা যদি আসতো তাহলে তিন্নিকে কে দেখতো? তোর বাবার কাছে তো মেয়েটা থাকেই না। হয় আমার কাছে নাহয় বউমার কাছে থাকতে পছন্দ করে। মিথ্যে বলবোনা, যদিও বউমা আস্তে চেয়েছিলো খুব, কিন্তু আমিই বারণ করলাম তিন্নির কথা ভেবে।"
"কেন বারণ করলে? আমার যে ওর সাথে অনেক কথা বলার আছে। আচ্ছা মা, কালকে যখন অনু এলো ওর সাথে কি আর কেউ এসেছিলো বাড়িতে?"
"কই..... না তো!....."
"জিজ্ঞেস করেছিলে কোথায় গেছিলো? আমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ওর কিরকম প্রতিক্রিয়া ছিল? বলো না মা, বলো....."
"তুই এরকম করে বউমার ব্যাপারে জিজ্ঞেস করছিস কেন? এতটা উত্তেজিত হোসনা, ডাক্তার তোকে বিশ্রাম নিতে বলেছে। পরে সব কথা হবে। আমাদেরও তো অনেক প্রশ্ন জমে আছে তোকে নিয়ে, তুই বা কেন ওই বাসন্তী হাইওয়ের দিকে গেছিলিস? ওখানে তো তোর অফিস নয়। পুলিশ তো কাউকে না পেয়ে শেষে আমাকে জেরা করছিলো, আমি এসব ব্যাপারে কিছু জানি কিনা। আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে সঠিক কোনো উত্তর দিতে পারলাম না। উল্টে আমি তো অবাক, পুলিশের কাছ থেকে শুনে যে তুই ওরকম একটা নির্জন জায়গায় গেছিলিস!..... কিন্তু থাক, এখন এসব নিয়ে কোনো কৈফিয়ৎ তোকে দিতে হবেনা। আর তুইও বউমার ব্যাপারে অত খুঁটিনাটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাইবি না। আগে তোরা দুজনে সুস্থ হও, তারপর স্বামী স্ত্রী একসাথে বসে সকল প্রশ্ন-উত্তর পর্ব ঝালিয়ে নিস্।"
"দুজনে সুস্থ হও মানে? অনুরিমার কি কিছু হয়েছে?"
"এই রে! মুখ ফস্কে এটা কি বলে ফেললাম বাবু কে", মনে মনে ভেবে কাননদেবী জিভ কাঁটলেন দাঁতে। তারপর কোনোমতে নিজের বাক্যসমূহ সামলে সাজিয়ে নিয়ে বললেন, "ওঃ.. ওহঃ কিছু না। তোর চিন্তায় চিন্তায় বউমার বিপি-টা লো হয়েগেছিলো, এই কারণেও আমি ওকে আনিনি।"
"সত্যি? তুমি সত্যিই বলছো? অনুরিমা আমার কথা ভেবে শরীর খারাপ করেছে?"
অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে কাননবালা দেবী বললেন, "এতে অবাক হওয়ার কি আছে বাবু? তুই ওর স্বামী হোস, ও তোর জন্য চিন্তা করবে না তো আর কার জন্য করবে?"
মা-কে আর কে বোঝাবে যে এখন তাদের মধ্যেকার সমীকরণ হয়তো অনেকটাই বদলে গ্যাছে গতকালের পর থেকে। যার বীজ অবশ্য সে নিজেই পুঁতেছিলো অনেক আগে। এখন তাদের জীবনে তৃতীয় বিধর্মী এক ব্যক্তির আগমণ ঘটেছে, যা তাদের সবকিছু একেবারে ওলটপালট করে রেখে দিয়েছে। মা তো আর জানেনা তার বউমা গতকাল রাকিব নামক এক ব্যক্তিকে নিজের শরীরের ভাগ দিয়ে এসছে, যার উপর এতদিন একচ্ছত্র অধিকার ছিল তার ছেলের, শুধু তার ছেলের।
![[Image: SKSTJ-37-C.jpg]](https://i.ibb.co/1Y8RpXmf/SKSTJ-37-C.jpg)
ঘুসিঘাটার পোড়োবাড়িতে ঘটা সেই ঐতিহাসিক কাকোল্ড দৃশ্য
সমীরের আশংকা ছিল অনুরিমা দেহের সাথে সাথে মনটাও রাকিবকে দিয়ে আসেনি তো? তাই জন্যই তো বারংবার মা কে জিজ্ঞেস করছিলো অনুরিমা সত্যিই কিছু যায় এসেছে কিনা তার দূর্ঘটনার খবর শুনে। এতটাই এক্সপেকটেশন পড়েগেছিলো সমীরের নিজের স্ত্রীয়ের প্রতি!
ভিসিটিং আওয়ার্স শেষ হতে চললো। অনুরিমা ক্রমাগত নিজের শাশুড়িকে ফোন করে যাচ্ছিলো সমীরের খবর নেওয়ার জন্য। কিন্তু কাননবালা দেবীর ফোন সাইলেন্ট ছিল। সমীরকে দেখে বেরিয়ে আসার পর দেখলেন ফোনে তাঁর অনেক মিসকল অনুরিমার নাম্বার থেকে। তিনি অনুরিমাকে কল ব্যাক করলেন।
"হ্যালো মা, আপনার ছেলে কেমন আছে?"
"আর চিন্তা করোনা বউমা, সমুর জ্ঞান ফিরে এসছে। ওর সাথে কথা হয়েছে, তোমার কথাও জিজ্ঞেস করছিলো, বললাম বাড়িতে সব ঠিক আছে চিন্তা না করতে। এখন ডাক্তারের কাছে যাচ্ছি সমুর হেল্থ কন্ডিশন সম্পর্কে বিস্তারিত জানতে, মানে কতদিনে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে, কবে ডিসচার্জ হবে, কি কি বিষয় খেয়াল রাখতে হবে ইত্যাদি।....."
"আপনি কি সমুর কাছে রয়েছেন? আমার সাথে কথা বলিয়ে দেবেন?"
"না, ভিসিটিং আওয়ার্স তো শেষ, এখন তো কেবিন থেকে বেরিয়ে এসছি।"
"আপনাকে যে বলেছিলাম ওর জ্ঞান ফিরলে আমাকে জানাতে, ওর সাথে কথা বলতে ইচ্ছে করছিলো। আপনি তো আমাকে নিয়েও গেলেন না, একা একা চলে গেলেন!......"
"শোনো বউমা, আমাকে রাগ দেখিও না। কাল যখন তোমাকে সবচেয়ে বেশি দরকার ছিল তোমাকে ফোন করেও পাওয়া যায়নি। এই বুড়িটা-কে সবকিছু ছেড়ে-ছুড়ে ছুটে আসতে হয়েছিল ছেলের জন্য। তুমি স্ত্রী হিসেবে কোন দায়িত্বটা পালন করেছিলে শুনি যে আজকে আমাকে কথা শোনাচ্ছ? যতদিন সমু হাসপাতাল থেকে ছাড়া না পাচ্ছে তুমি আমার ছেলের মুখ দেখতে পারবে না, এটাই তোমার শাস্তি কালকে প্রয়োজনের সময় না আসার! তোমার বেশি বন্ধুপ্রীতি! তা স্বামীর থেকেও বেশি প্রিয় তোমার বন্ধু হলো? কি যেন নাম সুচরিতা না কি, তার দেখভালের জন্যই তো কোন এক নার্সিংহোমে গেছিলে! এদিকে নিজের স্বামীটা যে দূর্ঘটনার কবলে পরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলো তার দিকে মহারানীর কোনো খেয়াল নেই। মানছি আগে থেকে এ ব্যাপারে জানার কোনো উপায় ছিলোনা, কিন্তু বাইরে গেলে মানুষ ফোনটা তো অন রাখে, দরকারে অদরকারে খবর পাওয়ার জন্য! সেই জ্ঞান বুদ্ধিও তোমার লোপ পেয়েছে। কালকে বাড়ি ফিরে ভিরমি খেয়ে পড়েগেছিলে বলে কি ভাবলে আমার রাগ গলে জল হয়েগেছে? মোটেও না! একবার আমার বাবুটা-কে সুস্থ হতে দাও, তারপর এর বিহিত করছি আমি। দরকার পড়লে তোমার মা বাবা কে ডাকবো, বলবো কিরকম মেয়েকে মানুষ করেছেন আপনারা যে বিপদে আপদে পাশে পাওয়া যায়না, উল্টে ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে যায়। রাখো ফোনটা এখন", বলে ঝাঁঝিয়ে উঠে মুখের উপর ফোনটা কেটে দিলেন তিনি।
![[Image: SKSTJ-37-D.jpg]](https://i.ibb.co/vCkgKc8j/SKSTJ-37-D.jpg)
সমীর-অনুরিমা
শাশুড়ির কাছে বকা খেয়ে বিছানায় মুখ গুঁজে ফের অঝোরে কাঁদতে লাগলো অনুরিমা। নিজের ভাগ্যকে দুষতে লাগলো। তার কিই দোষ। সে তো এই পথে যেতে চাইনি। তার স্বামী বাধ্য করলো তার সাথে ব্যাভিচারিতা করতে, অসতী হতে। তারপর সেই দৃশ্য দেখে নিজেই আঘাত পেয়ে দূর্ঘটনা ঘটিয়ে বসলো। আর এখন সব দোষ হলো তার? হায় কপাল! মেয়েদের জীবন এমন কেন হয়? কেন কেউ তাদের বোঝেনা? Not even the women around them understand their miseries...... উদাহরণ -- কাননবালা মল্লিক, অনুরিমার শাশুড়ি।