11-02-2025, 04:47 PM
(08-02-2025, 08:27 AM)বহুরূপী Wrote: সমালোচনা প্রয়োজনীয়, কারণ এখানে অসাধারণ, অপূর্ব, দুরন্ত এইসব বলার মতো অনেক লোক আছে, গল্প পড়ে গঠনমূলক কমেন্ট করার মতো লোকের অভাব। (এর মধ্যে গালাগালি বা বাজে মন্তব্য মোটেও গঠনমূলক সমালোচনার ক্যাটাগরিতে পরে না)![]()
তা ঠিক, তবে গঠনমূলক মন্তব্য পড়ে বুঝবার মত মানসিকতাও থাকা চাই লেখকদের। যেটা আগে অবশ্যই ছিল, তবে এখন ক্রমশ বিলুপ্তের পথে। কারণ আগে বহু বিখ্যাত লেখকের পায়ের ধুলো পড়েছে এই ফোরামে। এখন আপনি এবং আরও গুটিকয়েক ভালো লেখক ছাড়া তো বেশিরভাগই নিজেদের চুলকানি উঠলে লেখে, তারপর খেই হারিয়ে ফেলে কেটে পড়ে। তাই প্রকৃত বুঝদার এবং শিক্ষিত পাঠকদের মন্তব্যের মানও ক্রমশ বিলুপ্তের পথে।
