Thread Rating:
  • 2 Vote(s) - 3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Fantasy শিপ্রার জীবন গাঁথা।
#3
এই বেলা অর্থাৎ 11 টার দিকে অমিতদের পায়রাডাঙ্গার বাড়িতে পৌঁছে গেল বসাক পরিবারের সকলে। যদিও বাঙ্গালীদের বন্ধু সেই রকম রীতি নেই, তবু অমিতের বাবার সুখময়বাবু বারবার করে অনুরোধ করেছিলেন তার হবু বৌমা মৌসুমিকে সেই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। স্বাভাবিকভাবেই একা বাড়িতে না রেখে মৌসুমিকে সঙ্গে নিয়েই পায়রাডাঙ্গা গিয়েছিলেন তরুণজ্যোতি বাবু। যাওয়ার সঙ্গে সঙ্গে সকলকে টিফিন দিয়ে আহ্বান জানালো অমিতের প্রতিবেশী তথা তার বন্ধু, বলতে গেলে অমিতের দাদার বন্ধু সৌরভ। অমিতের দাদা বা দাদার পরিবার কেউ এখনো এখানে আসতে পারেনি। তাদের ঠিক আছে, ভাইয়ের বিয়ের সম্বন্ধের পাকা কথা হয়ে গেলে সে কিছুদিনের জন্য ছুটি নিয়ে চলে আসবে। যদিও হয়তোবা ছেলে মেয়ের কলেজ থাকার জন্য স্ত্রি নিয়ে আসতে পারবে না। টিফিন শেষে বাড়ির বড়রা যখন কবে কি দিন তারিখ ঠিক করা যায় সেই সব কথা নিয়ে ব্যস্ত, তখন অমিত শিপ্রা কে ডেকে বলে যে সে একান্ত নিভৃতে কিছুক্ষণের জন্য, কথা বলতে চায় মৌসুমীর সঙ্গে। তখন শিপ্রা গিয়ে তার শাশুড়িকে এই কথাটা জানায়। শিপ্রার শাশুড়ি পরিষ্কারভাবে জানিয়ে দেয়, ওকে একা কোথাও ছাড়তে হবে না। যদি কোথাও যেতে হয়, তাহলে তুমি নিজে ওকে সঙ্গে নিয়ে যাবে। তারপরে মৌসুমিকে সঙ্গে নিয়ে দোতলায় চলে যায় শিপ্রা। এদিকে তরুণের সঙ্গে তার বন্ধু সৌরভও যায়। দোতালায় পুরো বাড়িটা ঘুরে দেখতে দেখতে তাদের মতো নানা ধরনের আলাপ আলোচনা চলতে থাকে। এই করতে করতে 22 শে জানুয়ারি বিয়ের ডেট ঠিক হয় তাদের।
[+] 3 users Like Shipra Basak's post
Like Reply


Messages In This Thread
RE: শিপ্রার জীবন গাঁথা। - by Shipra Basak - 11-02-2025, 03:49 PM



Users browsing this thread: 1 Guest(s)