11-02-2025, 03:33 PM
হঠাৎ করে একদিন, শ্বশুরের বন্ধু সুখময় বাবু ননদ মৌসুমি এর বিয়ের প্রস্তাব নিয়ে আসলো তার ছোট ছেলে অমিতের জন্য। অমিত বর্তমানে, ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক। সুখময় বাবুর দুই ছেলে, ছোট অমিত। বড় ছেলে অর্ণব। অর্ণব বর্তমানে আইটি সেক্টরে কর্মরত bangalore তে। দেশের বাড়ি অর্থাৎ পায়রাডাঙ্গা তে সুখময়বাবু ও তার স্ত্রী, এবং ছোট ছেলে অমিত একটি বড় দুই তলা বাড়িতে থাকেন।
বন্ধুর এই প্রস্তাবে না করতে পারেনা শিপ্রার শশুর তরুণজ্যোতিবাবু। অতঃপর একদিন দিনক্ষণ ঠিক হয় মৌসুমিকে দেখতে আসার। প্রথমে মৌসুমিকে দেখতে আসেন সুখময় বাবু, তার স্ত্রী এবং অমিত নিজে। আগে থেকেই তাদের পছন্দ হওয়া ছিল, সেরকম কোন কিছু হয় না। কারণ আগে থেকেই এটা নির্ধারিত যে তাদের সব পছন্দ। মৌসুমী কোনদিন কোন ছেলের সঙ্গে প্রেম করেনি। কিন্তু সে যথেষ্ট সুন্দরী বললেই চলে। সেদিন দেখাশোনা হওয়ার পরে চলে যাওয়ার পর, তার বাবা যখন তাকে জিজ্ঞাসা করে ছেলেকে তার পছন্দ হয়েছে কিনা, সে বাবার কথাতে সলজ্জ ভাবে সম্মতি জানায়। এরপরে একদিন এক সপ্তাহ পরে এক সোমবারে ৩ তারিখ ঠিক হয় যে তরুণজ্যোতিবাবুর বাড়ি থেকে পায়রাডাঙ্গা যাওয়া হবে অমিতদের বাড়িতে। বিয়ের দিনক্ষণ দেওয়ার জন্য। সেই মতো সকালবেলা বাড়ির সকল সদস্য, এবং তরুণ জ্যোতি বাবুর ছোট ভাই, যিনি মধ্যপ্রদেশে থাকেন এবং তরুণ জ্যোতিবাবুর একমাত্র শ্যালক পায়রাডাঙ্গা যান বিয়ের সকল দিনক্ষণ ঠিক করতে।
বন্ধুর এই প্রস্তাবে না করতে পারেনা শিপ্রার শশুর তরুণজ্যোতিবাবু। অতঃপর একদিন দিনক্ষণ ঠিক হয় মৌসুমিকে দেখতে আসার। প্রথমে মৌসুমিকে দেখতে আসেন সুখময় বাবু, তার স্ত্রী এবং অমিত নিজে। আগে থেকেই তাদের পছন্দ হওয়া ছিল, সেরকম কোন কিছু হয় না। কারণ আগে থেকেই এটা নির্ধারিত যে তাদের সব পছন্দ। মৌসুমী কোনদিন কোন ছেলের সঙ্গে প্রেম করেনি। কিন্তু সে যথেষ্ট সুন্দরী বললেই চলে। সেদিন দেখাশোনা হওয়ার পরে চলে যাওয়ার পর, তার বাবা যখন তাকে জিজ্ঞাসা করে ছেলেকে তার পছন্দ হয়েছে কিনা, সে বাবার কথাতে সলজ্জ ভাবে সম্মতি জানায়। এরপরে একদিন এক সপ্তাহ পরে এক সোমবারে ৩ তারিখ ঠিক হয় যে তরুণজ্যোতিবাবুর বাড়ি থেকে পায়রাডাঙ্গা যাওয়া হবে অমিতদের বাড়িতে। বিয়ের দিনক্ষণ দেওয়ার জন্য। সেই মতো সকালবেলা বাড়ির সকল সদস্য, এবং তরুণ জ্যোতি বাবুর ছোট ভাই, যিনি মধ্যপ্রদেশে থাকেন এবং তরুণ জ্যোতিবাবুর একমাত্র শ্যালক পায়রাডাঙ্গা যান বিয়ের সকল দিনক্ষণ ঠিক করতে।