11-02-2025, 02:55 AM
(10-02-2025, 12:21 PM)শূন্যপুরাণ Wrote: ধন্যবাদ দাদা। গল্পটা খুব বেশি বড় হবে না মনে হয়। আমি অবশ্য লিখতে বসলে পূর্ব থেকে কোন কিছু নির্ধারণ করে রাখি না। দেখা যাক, এই গল্পের চরিত্রগুলোর কোথায় গিয়ে দাঁড়ায়। দয়া করে সঙ্গে থাকবেন ও ফিডব্যাক দিবেন৷
দেখো, একটা কথা বলি? এই গল্পের লেখক হচ্ছো তুমি; তোমার গল্প বড়ো হবে না ছোটো হবে সে নিয়ে ভাবতে যেও না। তুমি গল্পে লেখার জন্য যে যে ঘটনা-মোচড়-চরিত্রগুলো ভেবে রেখেছিলে আর তাদেরকে ঠিকঠিক ফুটিয়ে তুলতে যতোটা লেখার দরকার ততোটাই লেখো। আমার তো মনে হয় না, কেউ তোমার কাছে দাবী রেখেছে যে বড়ো উপন্যাস লিখতে হবে। তাই তুমি গল্পটাকে তোমার মনে যে রকম ছক কষে রেখেছিলে সে অনুসারে লিখে যাও। তুমি শুধু এটুকু খেয়ালে রেখো যেন গল্পটাকে ঠিকভাবে শেষ করতে পারো। বাকী ছোটো কি বড়ো - গল্পের বহরের উপর ছেড়ে দাও।
শুভেচ্ছা রইলো, পরবর্তী পর্বের জন্য সাগ্রহে অপেক্ষা করছি। তবে জোরাজুরি করবো না। তুমি তোমার মতো করে পর্ব নিয়ে এসো, কিন্তু বাছা এই রকম সুন্দর হওয়া চাই।