Thread Rating:
  • 170 Vote(s) - 2.83 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Adultery স্বামীর কল্পনা স্ত্রীয়ের যন্ত্রণা
(10-02-2025, 04:08 PM)prshma Wrote: মানুষটা নিজের এত বছরের জীবনসঙ্গিনীর কাছে চরম অপমানিত হয়ে তীব্র মনকষ্ট নিয়ে বাধ্য হয় ঘুসিঘাটা থেকে একা একা ফিরে আসতে তার নিজের স্ত্রীকে একজন পরপুরুষের কাছে ছেড়ে। শুধু এটাই একজন মানুষের জীবনে বিশাল বড় শাস্তি। আর সমীর তো এখন মরণাপন্ন অবস্থায় তীব্র মানসিক ও শারীরিক যন্ত্রণা দুইই পাচ্ছে। আর কত শাস্তি দিতে চান আপনারা মানুষটাকে ? 

একবারের জন্যও আপনারা কেউ ওই ছেনালটার শাস্তি চাইছেন না কেন ? গাড়ি অ্যাকসিডেন্ট হওয়াতে সমীর শারীরিক ভাবে ও তার পরিবার মানসিক ভাবে যা প্রচণ্ড কষ্ট পেয়ে চলেছে তার জন্য পুরোপুরি ভাবে এক এবং একমাত্র দায়ী ওই বেশ্যার অধম অনুরিমা।     

কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও?
তারি রথ নিত্যই উধাও
জাগাইছে অন্তরীক্ষে হৃদয়স্পন্দন—
চক্রে পিষ্ট আঁধারের বক্ষ-ফাটা তারার ক্রন্দন।

গুরুদেবের লেখা লাইন,বয়স যখন চৌদ্দ তখন বান্ধবীর উপহারের বই থেকে পড়েছিলাম,—কিন্তু তখন বুঝিনি।
বুঝেছি বছর দুই পরে। এখন প্রশ্ন উঠতে পারে কেন বলছি! এর উত্তর খুঁজতে হলে "শেষের কবিতা" য় চোখ বুলানো চাই।

এবার আসি সমীরের বিষয়ে— সে বেচারা নিজের অজান্তেই ভালোবাসার অপরাধী। অন্তত আমার কাছে, বাকিদের কথা বলতে পারি না।
প্রথম যখন গল্পটা পড়া শুরু  করলাম, তখন নায়ক আর নায়িকা ছিল। তারপর পড়তে পড়তে হঠাৎ নায়িকা হারিয়ে গেল । এরপর পড়তে পড়তে হঠাৎ জানলাম নায়ক তার ভালোবাসার মানুষটিকে অন্যের খাটে দেখতে চায়। তখন নায়ক হারিয়ে রইলো অপরাধী, ভালোবাসার অপরাধী। কেন জানেন? কারণ একটা মেয়ে এমনটি ভাবার আগে নিজের মৃত্যু কামনা করে, সেখানে পুরুষ হয়ে সমীরের চিন্তা ভাবনা আমার মোটেও ভালো লাগেনি। এর জন্যেই বলছিলাম ভালোবাসা না টানি। এটা রোমান্টিক গল্প নয়। 

সমীরের শাস্তি কি হবে সেটা আমার চিন্তা নয়, লেখিকা নিজেই অনেক ভালো লেখেন,আর যদি  প্রথমে লেখা গুরু দেবের লাইনগুলো লেখিকার আগে থেকেই জানা থাকে,তবে তো বোনাস পয়েন্ট।❤️

বাকি রইলো অনুরিমা আর রাকিব। বেশি কথা বলবো না এদের নিয়ে,কেন না পুরো গল্প পড়িনি ভাই। (তাই এটা আমার শেষ কমেন্ট) এদের মধ্যে আমি ভালোবাসা দেখিনি, শুধু যৌনতা চোখে পরেছে। তাই আমার কাছে তাঁরা মূল্যহীন, এমনকি এদের অপরাধী বানিয়ে শাস্তি চাওয়ার মতো সময় এদের আমি দেব না।  অবশেষ শুভ রাত্রি।❤️
Like Reply


Messages In This Thread
RE: স্বামীর কল্পনা স্ত্রীয়ের যন্ত্রণা - by বহুরূপী - 10-02-2025, 11:03 PM



Users browsing this thread: 37 Guest(s)