10-02-2025, 04:08 PM
(10-02-2025, 03:13 PM)বহুরূপী Wrote: কথাগুলো ভালো লাগলো❤️,তবে এডাল্টারী স্টোরির মূল রশদ বিশ্বাসঘাতকতা, পরকিয়া এবং চিটিং।
যদিও গল্পটা পুরোপুরি পড়ি নি,তবে আমার মতে নিজের বউকে অন্যের বিছানায় কল্পনা করার জন্যে সমীরের মারাত্মক রকম শাস্তি হওয়া উচিত।
মানুষটা নিজের এত বছরের জীবনসঙ্গিনীর কাছে চরম অপমানিত হয়ে তীব্র মনকষ্ট নিয়ে বাধ্য হয় ঘুসিঘাটা থেকে একা একা ফিরে আসতে তার নিজের স্ত্রীকে একজন পরপুরুষের কাছে ছেড়ে। শুধু এটাই একজন মানুষের জীবনে বিশাল বড় শাস্তি। আর সমীর তো এখন মরণাপন্ন অবস্থায় তীব্র মানসিক ও শারীরিক যন্ত্রণা দুইই পাচ্ছে। আর কত শাস্তি দিতে চান আপনারা মানুষটাকে ?
একবারের জন্যও আপনারা কেউ ওই ছেনালটার শাস্তি চাইছেন না কেন ? গাড়ি অ্যাকসিডেন্ট হওয়াতে সমীর শারীরিক ভাবে ও তার পরিবার মানসিক ভাবে যা প্রচণ্ড কষ্ট পেয়ে চলেছে তার জন্য পুরোপুরি ভাবে এক এবং একমাত্র দায়ী ওই বেশ্যার অধম অনুরিমা।