10-02-2025, 12:21 PM
(05-02-2025, 01:46 AM)ray.rowdy Wrote:অসাধারণ! অসাধারণ! অনেকদিন পর পুরো প্লটনির্ভর একটি গল্প পড়ার সুযোগ পেলাম, যেখানে বেশ কয়েকটি রহস্যের আভাস দিয়ে গল্পের কাহিনীকে ধীরে ধীরে পরিবেশন করা হচ্ছে। যেন কোনো আধুনিক চলচ্চিত্র বা webseries এর চিত্রনাট্য। বলে না, কড়া পাকের মিষ্টির যেমন স্বাদ তেমন তা তৈরী করতে খাটুনি ও ধৈর্য্যের প্রয়োজন। জানতাম ভালো কিছু পাবো, কিন্তু যতোটা আশা করেছিলাম তার থেকেও অনেক বেশী পেলাম।
ভাইটি, এখন শুধুমাত্র একটি অনুরোধ, গল্পটিকে সম্পূর্ণ করো। কাহিনীর বুনোটকে যেমন tight রেখেছো. তেমনি বজায় রেখো; কিছুটা ছোটো হলেও চলে যাবে, কিন্তু শুধুমাত্র লম্বা করার জন্য লম্বা করো না। গল্পের স্বাদটাই মুখ্য। শুভেচ্ছা রইলো। নতুন পর্বের আশায় তো থাকবোই। তবে যখনই নতুন পর্ব নিয়ে আসো, তা যেন তেমনই সুন্দর হয়।
ধন্যবাদ দাদা। গল্পটা খুব বেশি বড় হবে না মনে হয়। আমি অবশ্য লিখতে বসলে পূর্ব থেকে কোন কিছু নির্ধারণ করে রাখি না। দেখা যাক, এই গল্পের চরিত্রগুলোর কোথায় গিয়ে দাঁড়ায়। দয়া করে সঙ্গে থাকবেন ও ফিডব্যাক দিবেন৷