10-02-2025, 11:52 AM
(This post was last modified: 10-02-2025, 05:10 PM by prshma. Edited 2 times in total. Edited 2 times in total.)
(10-02-2025, 02:43 AM)Manali Basu Wrote: এখানে আমি কলেজের কথা বলিনি। স্কু'ল বলেছি। কিন্তু এই ফোরামে অদ্ভুত একটা নিয়ম আছে, এখানে স্কু'ল properly লেখা যায়না, মাঝখানে Apostrophe Symbol (') দিতে হয়। আর না দিলে সেটা auto correct হয়ে কলেজ হয়ে যায়। আমাকে তাই পর্বটা ফের এডিট করতে হলো। এই ফোরামে এইসব জিনিসগুলোই খুব বিরক্ত লাগে। বলে বলেও শুধরানো যায়না!![]()
আমিও বিদ্যালয়ই বলতে চেয়েছিলাম এই ফোরামের নিয়মে সেটা মহাবিদ্যালয় হয়ে গ্যাছে।
এই গল্পটা পড়ার পর এবার ভবিষ্যতে যদি আমার এরকম ডিউটি পড়ে তাহলে আমাকে ততক্ষণ চূড়ান্ত ভয় ও দুশ্চিন্তা তাড়া করে বেড়াবে যতক্ষণ না ডিউটি শেষ করে বাড়ি ফিরতে পারব।