10-02-2025, 12:53 AM
(This post was last modified: 10-02-2025, 01:07 AM by prshma. Edited 1 time in total. Edited 1 time in total.)
হাকিমপুর আদেও বসিরহাটের কাছে না। হাকিমপুর বরং গোবরডাঙ্গা থেকে বেশি কাছে। হাকিমপুর গ্রামটি বনগাঁ লোকসভা কেন্দ্রের অধিনে যার সাংসদ হলেন বিজেপির। হাকিমপুরে সংখ্যালঘু থাকলেও সেখানে প্রচুর পরিমানে মতুয়া ভাইবোনের বাস। উপরন্তু হাকিমপুর গ্রামটি একেবারে সীমান্তে অবস্থিত হওয়ায় হাকিমপুরে বিএসএফের চেকপোস্ট ও বড় ক্যাম্প রয়েছে। গল্পের পটভুমিকা যে কলেজ তার থেকে পাঁচ পা দুরেই বিএসএফের ক্যাম্প। কাজেই নন্দিনীর ক্ষতি করার জন্য যদি জাহাঙ্গিরের মতন নরপিশাচ থাকে তাহলে তাকে রক্ষা করার জন্যও তার বিএসএফ জওয়ান ভাইয়েরাও রয়েছে। তাই নন্দিনীর ভয় পাওয়ার কোন কারণ নেই।