09-02-2025, 01:15 AM
(05-02-2025, 11:21 PM)মিসির আলি Wrote: অনেকের কাছে গল্প এখন বোরিং লাগতেছে বুঝতে পারতেছি । কিন্তু গল্পের শেষের প্রয়োজনেই গল্পের গতি কিছুটা শ্লথ হয়ে গিয়েছে।
দারুণ হচ্ছে। তবে তোমার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাই। তুমি এই কাহিনীর গল্পকার - রচয়িতা। তুমি তোমার সৃষ্ট চরিত্রগুলোকে ভালো করেই জানো। তাই গল্পের চরিত্রগুলোর arc-গুলো যথাযথভাবে ফুটিয়ে তুলতে আর গল্পের কাহিনীর বৃত্তকে পরিপূর্ণ করে তুলতে কতোটা লেখার দরকার সেটা তুমি ভালো করেই জানো এবং বোঝো। তুমি অবশ্যই পড়িয়েদের গঠনমূলক সমালোচনাগুলো মন দিয়ে বিচার করবে, কিন্তু আমার মতে, লেখার সময়ে নিজের স্বকীয়তাকে সবার আগে রাখবে। তাই গল্পের গতি শ্লথ হয়ে গেছে বা উল্কাবেগে ছুটছে এ ভাবতে যেও না। নিজের মতো করে লিখে যাও।