06-02-2025, 11:54 AM
(03-02-2025, 03:35 PM)Manali Basu Wrote: আমি এখন এক মুঠো খোলা আকাশ গল্পটার পরবর্তী অর্থাৎ পঞ্চম পর্বটি লিখছি। সেটা আশা করছি আজকের মধ্যে দিয়ে দিতে পারবো। সেটা পড়েও সকলে নিজের মতামত রাখবেন এই আশা পাঠকদের উদ্দেশ্যে আমি রাখি। আসলে আমি এই দুটো অল্টার্নেটিভলি লিখছি, একবার এই গল্পের পর্ব প্রকাশ করছি তো তারপরই এক মুঠো খোলা আকাশের পর্ব প্রকাশ করছি। তাই আশা করি সবাই এভাবে পাশে থাকবেন।
এক মুঠো খোলা আকাশের আপডেটটাও খুবই ভালো হয়েছে। এত ভালো লেখা পড়ে কিন্তু এই গল্পটার পরবর্তী আপডেট তাড়াতাড়ি পাওয়ার ইচ্ছে আরো অনেকগুন বেড়ে গেল। আপনি বলেছেন আপনার ওই গল্পটা লিখতে বেশি ভালো লাগছে কিন্তু আমাদের পাঠক পাঠিকাদের কিন্তু আপনার সব গল্প পড়তেই দুর্দান্ত লাগে। তাই আমার অনুরোধ আপনি আমাদের কথা ভেবে আপনার দুটো গল্পই সমান ইন্টারেস্ট নিয়ে লিখতে থাকুন। আমরা আপনার গল্পের আপডেট পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি।
এই গল্পটা অবশ্য এখন আর শুধু 'স্বামীর কল্পনা স্ত্রীয়ের যন্ত্রণা' পর্যায়ে নেই, এটা 'স্ত্রীয়ের বেলেল্লাপনা স্বামীর মরণযন্ত্রণা' হয়ে দাঁড়িয়েছে ডিউ টু অরুনিমা অ্যান্ড হার হার্টলেস cruelty।
আপনি দয়া করে আমার কমেন্টগুলো পড়ে কিছু মনে করবেন না, আমি আমার মনে যা আসে সেটাই লিখে ফেলি কমেন্টে।