05-02-2025, 08:32 PM
(04-02-2025, 07:46 PM)Manali Basu Wrote: গল্পে বলা আছে যে সুস্মিতা কলকাতায় থাকতে সুযোগ পায়না তার প্রেমিক অঙ্কিতের সাথে ঘনিষ্ঠ হতে। তাই অঙ্কিতও বসিরহাট এসছে, এই ফাঁকে শারীরিকভাবে মিলিত হতে সুস্মিতার সাথে।
আর নন্দিনী তুলনামূলকভাবে অনেক বেশি দৃঢ়। তাই জাহাঙ্গীরের পক্ষে হয়তো অতটাও সহজ হবেনা নন্দিনীকে বাগে আনতে।
নন্দিনীর স্বামী অনিকেতের সম্পর্কে হয়তো আমাদের আরো জানা বাকি আছে। তারপরই হয়তো অনিকেত আর "স্বামীর কল্পনা স্ত্রীয়ের যন্ত্রণা" গল্পের সমীরের তুলনা টানা যেতে পারে তার আগে নয়।
আশাকরি এটাও একটা ভালো কাকোন্ড গল্প হতে চলছে,, best of luck