05-02-2025, 10:54 AM
(04-02-2025, 07:46 PM)Manali Basu Wrote: গল্পে বলা আছে যে সুস্মিতা কলকাতায় থাকতে সুযোগ পায়না তার প্রেমিক অঙ্কিতের সাথে ঘনিষ্ঠ হতে। তাই অঙ্কিতও বসিরহাট এসছে, এই ফাঁকে শারীরিকভাবে মিলিত হতে সুস্মিতার সাথে।নিজের স্বামী থাকা সত্ত্বেও শুধু একজন বয়ফ্রেন্ড জোটানোই নয় উপরন্তু তার সাথে শারীরিক ভাবে মিলিত হওয়ার ভাবনা একজন স্ত্রীয়ের মাথায় আসাটাই তার দুশ্চরিত্রা হওয়ার বড় প্রমাণ। এই সব মহিলা নিজের যৌনসুখের জন্য নিজের প্রিয়তম মানুষটির পীঠে ছুরি মারতেও পিছপা হবে বলে আমার মনে হয়না।
আর নন্দিনী তুলনামূলকভাবে অনেক বেশি দৃঢ়। তাই জাহাঙ্গীরের পক্ষে হয়তো অতটাও সহজ হবেনা নন্দিনীকে বাগে আনতে।
আমি আশা করি নন্দিনী তার চারিত্রিক দৃঢ়তা বজায় রাখবে আর জাহাঙ্গিরের মতন পাপী, লোভী হায়েনাগুলোর বাগে কোনোদিনই আসবে না। সে শুধু তার স্বামীর হয়েই থাকবে।