03-02-2025, 03:31 AM
(03-02-2025, 12:58 AM)মিসির আলি Wrote: সবাইকে এক পাল্লায় মাপেন কেন? আর আপনি আমায় খোঁচা মারবেন আর আমি আপনাকে তুলুতুলু করবো? একটা গল্প লিখে নিজেকে বিক্রি করে দিয়েছি নাকি আপনার কাছে। গল্প নিয়ে যা খুশি সমালোচনা করুন, তাতে তো আমি আটকাচ্ছি না, কিন্তু আমার লেখার ইচ্ছে নেই হেন তেন এগুলা বলে খোঁচা মারবেন আর আপনার খোঁচা আমি গঠনমুলক সমালোচনা হিসেবে নিব? যা বলার বলে দিয়ে আবার মাফ চেয়ে সিম্প্যাথি নেন, আপনার মত পাঠকের জন্যই ফোরামের এই অবস্থা, আর সব দোষ শুধু লেখকদের ঘাড়ে চাপিয়ে দেন। এ এমন ভাবে কথা বলছেন যেন আপনার তেল না পেলে লেখকদের লেখা আগাবে না।
আমি তৈল মারা কমেন্ট করি এ কথা তো বলিনি ভাই।
তাছাড়া আমি আপনার সিম্প্যাথিও চাইছি না। আমি শুধু আমার কথা গুলোর জন্যে মাফ চাইছি। কারণ আপনি নিয়মিত এক্টিভ, কিন্তু আগের মতো রিপ্লাই দিচ্ছেন না,তাই একট খোঁচা মেরে পরিক্ষা করেছি,তার জন্যে আমি ক্ষমাপ্রার্থী।
আর লেখার ইচ্ছে নেই এটা আপনি নিজেই তো মনে হয় স্বীকার করেছেন। (আমি ভুল হলে দুঃখিত।)
____________________________
•°৹৴°【সামিউল】°৲৹°•
_____________ °°°°°°°°°°°°°°_____________