02-02-2025, 11:56 PM
(02-02-2025, 09:59 PM)মিসির আলি Wrote: মাত্রই বললেন গল্প পড়া হয়ে উঠে নি, আবার বলছেন গল্পের আসল চরিত্র অন্ধকারে চলে গিয়েছে, বলুন তো আসল চরিত্র কে?
আর ইচ্ছে মরে গেলেও তো গল্প তো থেমে থাকছে না । আমার যতটুকু সময় অবসর হয় আমি লিখতেছি । যাদের গল্প টা ভালো লাগে তারা দুই বছর পরে আপডেট আসলেও পড়বে।
আপডেট এই সপ্তাহেই আসবে।
ভাই আপনি খোঁচা খেলেই তেতে ওঠেন, আপনার এই কমেন্টাই এর প্রমাণ। আমি আপনাকে খারাপ কিছুই বলি নি।
আর হ্যাঁ, আমি আগের পাঠ না পরলেও এটা না পরে কমেন্ট করিনি। চরিত্র সম্পর্কে বলতে সঠিক করে বলতে পারবোনা , সেহেতু আগের টা পড়িনি। তবে পাঠকদের মতামত এবং এখন যা চলছে তাতে মন হল ,“আগে গল্প ছিল মায়ের চরিত্রটাকে কেন্দ্র করে। এখন সেই মায়ের চরিত্রে কোন প্রাণের স্পন্দন পাওয়া যাচ্ছে না।”
দেখুন এটা একজন পাঠক হিসেবে আমার মতামত। এরপর আমি আর কমেন্ট করবো না। অপনি অল্পেই অভিমানী হয়ে ওঠেন,তবে পাঠকদের মতামত সব সময় নেগেটিভ চিন্তা করে বসতে নেই।এটাই এই সাইটের এখন বড় সমস্যা , অধিকাংশ লেখক কেমন জেনে , তাঁরা সমালোচনা পছন্দই করে না। আমি এখানের পুরোনো কিছু গল্পে দেখেছি লেখক এবং পাঠক মিলেমিশে গল্পের সমালোচনা করে,গল্পের ভালো খারাপ উঠে আগে। কিন্তু এখন অধিকাংশ পাঠক লেখকদের অভিমানের ভয়ে শুধুমাত্র তৈল মেরে যায়,আর বাকিরা তো ভয়ে কমেন্টই করে না।
মাফ করবেন ভাই,অনেক কথা বলে ফেলেছিল,আমি দুঃখিত।
____________________________
•°৹৴°【সামিউল】°৲৹°•
_____________ °°°°°°°°°°°°°°_____________