
বাথরুম এর দরজার ফাঁক দিয়ে দেখলাম মিতালি , ফোন টা টেবিলে রেখে রান্না ঘরে উদ্দেশে চলে গেলো। আমাকেও অফিসে বেরোতে হবে ,তাই চান সেরে নিলাম। অফিসের জন্য রেডি হচ্ছি মিতালি রান্না ঘর থেকে হাক দিলো। ........ কি হলো !, হলো তোমার , খাবার দিয়েছি টেবিলে। সাধারণত অফিসে যাবার আগে আমি ভাত খেয়ে বেরোয় আর দুপুরের জন্য রুটি তরকারি মিতালি দিয়ে দেয়। আমার শশুর বাড়ি আমাদের পাড়াতেই , আমার বাড়ির থেকে কয়েক টা বাড়ীর পরেই। কাছাকাছি শশুর বাড়ি হওয়ায় একটু সুবিধা আছে ,আমি মিতালি বা মিতালি নিজে একা কোথাও যেতে হলে রুমি কে মিতালীর মার কাছে রেখে যায়। যাই হোক আবিরের ফোন করার পর থেকে মনটা একটু অস্থির লাগছে , আবিরের মিতালীর প্রতি একটু অসংলনো কথা বা বার্থরূমের থেকে শোনা মিতালীর আবিরের কথার উত্তর দেয়া ঠিক মেলাতে পারছি না , আবিরের কথা শুনে মনে হলো পুরী থেকে আসার পর মিতালি আবিরের যোগাযোগ টা রয়ে গেছে , কিন্তু আজ মিতালি আমাকে দিয়ে আবির কে ফোন করলো ,সব যেন কেমন অস্থির লাগছে। বরাবরের মতো আমি অফিসের উদ্দেশে বেরিয়ে পড়লাম। অফিস থেকে খুব দরকার না পড়লে আমি মিতালি কে ফোন করি না , তবে আজ অফিস পৌছে এক বার কল করলাম মিতালি কে। .. এনগেজ ! পেলাম , ভাবলাম , মিতালি হয় তো ওর মার সাথে কথা বলছে। আবার ১০ মিনিট পর করলাম আবারো একই। এনগেজ। এই ভাবে প্রায় ৩৫ মিনিট চললো। যাইহোক আমিও কাজে ব্যাস্ত হয়ে পড়লাম ,কিন্তু খটকা ! একটা রয়েই গেলো। সারাদিনের কাজ শেষ করে সন্ধ্যায়। আমি যখন ফিরি তখন মিতালি রুমিকে নিয়ে হয় খেলা করে নই তো টিভি দেখে। আজ দরজাতে কলিং বেল বাজাতে যাবো এমন সময় ভিতর থেকে মিতালি কার সাথে ফোনে কথা বলছে শুনতে পেলাম। একটু ভালো করে শোনার জন্য ভালো করে দরজায় কান পাতলাম , ফোনের স্পিকার অন করেই কথা হচ্ছিলো ,তাই বুজলাম ফোনের ও পাশের ব্যাক্তি আবির। .....
আবির- শোনোনা মেক অনেক দিন দেখি না একটা ছবি তুলে দেওনা।
মিতালি - দুপুরেই তো দিলাম , কত দেখতে হয় শুনি ,
আবির - না বলছি , তোমাকে তো দেখলাম , শুধু তোমাকে দেখলে হবে , তোমার সব দেখতে ইচ্ছা হয় , তবে বিশেষ করে তোমার সোনা দুটো ,
প্লিজ , একটু দাউ না সোনা অনেক দিন দেখি না ,
মিতালি- না আবির ছিঃ আমি পারবো না।
আবির - প্লিজ সোনা , আমার মিষ্টি সোনা এক বার , সেদিন রাতের পর থেকে শুধু আমার চোখে ভাসছে তোমার সোনা দুটো , উফফ মিষ্টি ,প্লিজ
আমাকে শান্ত করো।
মিতালি - আবির তুমি না খুব জ্বালাও আমাকে , এখন পারবো না বিভাসের বাড়ি আসার সময় হয়েছে ,এখন কোনো মতেই পারবো না , তবে
কাল দুপুরে চেষ্টা করবো।
আবির - চেষ্টা না। অবশই তুলে দিবে আমাকে। ও দুটোর অধিকার এখন থেকে শুধু আমার।
মিতালি - আর আমার মেয়ের , রুমি এখনো খাই তাই অধিকার রুমি ও আছে।
আবির - ওই রাতে আমিও কিন্তু কম খাইনি ,তাই অধিকার আমারো।
মিতালি - ( একটা হাসি দিয়ে ) আচ্ছা বাবা তোমার , এখন রাখি ওর আসার সময় হলো ( বলে ফোন কেটে দিলো )
আমি দরোজার বাইরে স্তম্ভিত ! যেন আকাশ ভেঙ্গে পড়েছে। কি শুনলাম আমি ,আমি আর বাড়ি ঢুকলাম না সোজা বেরিয়ে আসলাম
কোথায় যাবো কি করবো , আমার ভালোবাসা করে বিয়ে করা মিতালি আজ পরকীয়া তে মত্ত , এক বার ভাবলাম মিতালীকে ডিভোর্স দেব ,তার পর চিন্তা করলাম না দেবোনা। চিন্তা করলাম এর শেষ দেখে ছাড়বো ,সোজা চলে গেলাম আমার এক আই টি ফার্ম এ চাকরি করা বন্ধুর কাছে।
বন্ধু কে বলাম একজনের ওপর নজর রাখার কোনো ব্যাবস্থা করে দিতে পারিস। সেই বন্ধু বললো হবে তবে শুধু ফোনের ওপর হবে , সে কাকে কল করছে কি মেসজে করছে সব শুনতে পারবি দেখতে পারবি , শুধু যার ওপর নজর রাখবি তার ফোন একটা গোপনে সফওয়ার ইনস্টল করে দিয়ে হবে , সে কিছুই বুজবে না but তুই তার ফোনের সব দেখতে শুনতে পারবি।
আবির- শোনোনা মেক অনেক দিন দেখি না একটা ছবি তুলে দেওনা।
মিতালি - দুপুরেই তো দিলাম , কত দেখতে হয় শুনি ,
আবির - না বলছি , তোমাকে তো দেখলাম , শুধু তোমাকে দেখলে হবে , তোমার সব দেখতে ইচ্ছা হয় , তবে বিশেষ করে তোমার সোনা দুটো ,
প্লিজ , একটু দাউ না সোনা অনেক দিন দেখি না ,
মিতালি- না আবির ছিঃ আমি পারবো না।
আবির - প্লিজ সোনা , আমার মিষ্টি সোনা এক বার , সেদিন রাতের পর থেকে শুধু আমার চোখে ভাসছে তোমার সোনা দুটো , উফফ মিষ্টি ,প্লিজ
আমাকে শান্ত করো।
মিতালি - আবির তুমি না খুব জ্বালাও আমাকে , এখন পারবো না বিভাসের বাড়ি আসার সময় হয়েছে ,এখন কোনো মতেই পারবো না , তবে
কাল দুপুরে চেষ্টা করবো।
আবির - চেষ্টা না। অবশই তুলে দিবে আমাকে। ও দুটোর অধিকার এখন থেকে শুধু আমার।
মিতালি - আর আমার মেয়ের , রুমি এখনো খাই তাই অধিকার রুমি ও আছে।
আবির - ওই রাতে আমিও কিন্তু কম খাইনি ,তাই অধিকার আমারো।
মিতালি - ( একটা হাসি দিয়ে ) আচ্ছা বাবা তোমার , এখন রাখি ওর আসার সময় হলো ( বলে ফোন কেটে দিলো )
আমি দরোজার বাইরে স্তম্ভিত ! যেন আকাশ ভেঙ্গে পড়েছে। কি শুনলাম আমি ,আমি আর বাড়ি ঢুকলাম না সোজা বেরিয়ে আসলাম
কোথায় যাবো কি করবো , আমার ভালোবাসা করে বিয়ে করা মিতালি আজ পরকীয়া তে মত্ত , এক বার ভাবলাম মিতালীকে ডিভোর্স দেব ,তার পর চিন্তা করলাম না দেবোনা। চিন্তা করলাম এর শেষ দেখে ছাড়বো ,সোজা চলে গেলাম আমার এক আই টি ফার্ম এ চাকরি করা বন্ধুর কাছে।
বন্ধু কে বলাম একজনের ওপর নজর রাখার কোনো ব্যাবস্থা করে দিতে পারিস। সেই বন্ধু বললো হবে তবে শুধু ফোনের ওপর হবে , সে কাকে কল করছে কি মেসজে করছে সব শুনতে পারবি দেখতে পারবি , শুধু যার ওপর নজর রাখবি তার ফোন একটা গোপনে সফওয়ার ইনস্টল করে দিয়ে হবে , সে কিছুই বুজবে না but তুই তার ফোনের সব দেখতে শুনতে পারবি।
