28-06-2019, 02:59 PM
#7
আসলে শুরু সেই দিন থেকেই। তবে এতে বান্ধবীদের ভূমিকাও কম না। মেয়েরা যখন নিজেরা নিজেদের মধ্যে কথা বলে তখন তারা সেন্সর বোর্ডের বালাই রাখে না। এট অবশ্য শুরুতে আমার জানা ছিল না। জানা থাকার কথাও না। সারা জীবন বয়েজ কলেজ কলেজে পড়াশুনা করে আসা। সমবয়েসি কোন মেয়ে কাজিনও নেই। কোচিং এ গেলে যাও কার কার সাথে একটু একটু কথা হত তাও খুব একটা বন্ধুত্বে গরায় নি। এই অবস্থায় মেয়েদের আড্ডার অন্দরমহলের খবর জানা আমার কাছে অসম্ভব বস্তু। যাই হোক প্রথম প্রথম সবাই আমার সামনে একটু একটু রাখ ঢাক রাখলেও মাস সাত আটের মধ্যে সব হাওয়া হয়ে গেল। বরং গ্রুপের সবাই সাদিয়ার সামনে যতটা সমঝে কথা বলে আমার সামনে তার সামান্য টুকুও করে না।
আর আমার অবস্থা হল দিশেহারা নাবিকের মত। একে তো আর সব বাংগালি ছেলেদের মত মেয়েদের ব্যাপারে জ্ঞান শূণ্যের পর্যায়ে তারপর এইরকম বাধনহারা আড্ডার ভিতর পরলে অবস্থা পুরো দিশেহারা। নিজেকে স্মার্ট প্রমাণ করা প্রয়োজন তাই যখন শুনতে অস্বস্তি হত তখনো চেহারা স্বাভাবিক করে শুনার চেষ্টা করতাম। অবশ্য সব সময় যে সফল হতাম না সেটা বুঝতেই পারছেন। ধরতে পারলে বাকিরা টিজ করে একাকার করে দিত। জুলিয়েট, ফারিয়া করবে সেটাই স্বাভাবিক। সুনিতি যখন ক্ষেপানো ধরল তখন অবাক হলেও মেনে নিয়েছিলাম। কিন্তু মিলি আর সাদিয়া ক্ষেপানো শুরু করার পর বুঝলাম মেয়েদের ক্ষেপানো কি জিনিস।
একদিন কথায় কথায় ফারিয়া বলল ওর এক কাজিন নাকি নতুন প্রেমে পরেছে এবং প্রায়ই নাকি রুম ডেটে যায়। রুম ডেট কথা টা তখন আমার কাছে নতুন। আসলে যখন কার কথা বলছি তখনো স্মার্ট ফোন বাজারে আসে নি আর নেটও এতটা এভেইলেবল না। তাই সিলেটের গুড বয় আমার কাছে ব্যাপারটা তখনো অজানা। মনের ভিতর পুরান সংকোচ আর সামাজিক দ্বিধা থাকায় আমি কথা তুললাম আমতা আমতা করে যে উনাদের কি বিয়ে হইছে বা ঠিক হইছে? সেটা শুনে জুলিয়েটের সে কি হাসি। বলে ওরে আমার সোনা বাবু কি বলে দেখ। কেন বিয়ে হইতে হবে কেন? এক রুমে যাইতে হলে বিয়ে হইতে হবে কেন? তুই তো আমদের সাথে বসে আছিস তোর কি আমাদের সাথে বিয়ে হইছে না হবে। এই আক্রমণে আমি একটু পিছু হটি। এইবার ফারিয়াও যোগ দেয় বলে তুই এইরকম ক্ষেতের মত কথা বলিস কেন। তারা প্রেম করতেছে। বিয়ে যে করবেই তার কোন নিশ্চয়তা নাই। কিন্তু নিজেদের বুঝার জন্য যদি একটু নিজেরা সময় নেয়,সেটা যদি রুমেও হয় তাতে অবাক হবার কি আছে। কথা টা আমার মত নতুন ঢাকাবাসীর জন্য মাথার উপর দিয়ে গেলেও আর কথা বললাম না বেশি। কারণ কি হতে কি হয় আর জুলিয়েট ও ফারিয়ার যৌথ আক্রমণ সামলান আমার কাজ না। তবে দেখলাম মিলিও আমার মত ব্যাপারটা মেনে নিতে পারে নি তবে কথা বাড়াচ্ছে না আবার সুনিতিও ওদের সাথে সম্পূর্ণ একমত না। কথা টা সুনিতি নিজের মত করে বলল বোঝা পরার দরকার আছে কিন্তু কিছু বোঝাপরা বিয়ের পরের জন্যই ছেড়ে রাখা ভাল। এই কথার পর তীর আমার থেকে সুনিতির দিকে ঘুরে গেল। সেইদিন নানা কথা পরে জুলিয়েট সুনিতির নাম দিল ভার্জিন মাতা মেরি। সেই তুমুল আলোচনা কথার তীরে সাদিয়া ছিল না থাকলে আর নতুন কি নাম যোগ হত কে জানে।
সেইদিনের সেই আলোচনা থেকেই জানলাম মিলির প্রেম আছে তার এক কাজিনের সাথে। কাজিন পড়াশুনা করতে বিদেশ গেছে। ফারিয়ার এটা দুই নাম্বার বয়ফ্রেন্ড। জুলিয়েটের বর্তমান বয়ফ্রেন্ড তিন নাম্বার হলেও সম্পর্ক ইন্টারের শুরু থেকে। সুনিতির প্রেম ইন্টার সেকেন্ড ইয়ার থেকে। আর সাদিয়া নাকি এইসব সম্পর্কে বিশ্বাস করে না। প্রেম সব তার স্বামীর জন্য তুলে রাখা। আমার কথা উঠতেই স্ট্যাটাস বজায় রাখার জন্য এক কাল্পনিক প্রেম কাহিনি খুলে বসলাম। সিলেটে থাকা আর এখন এমসি কলেজে পড়া কোন কল্পনার মেয়ে হল আমার গল্পের নায়িকা। বাকিরা সন্দেহ করলেও পুরা অবিশ্বাস করতে পারল না। আসলে এই মনখোলা গ্রুপের ভিতর নিজের সম্মান বজায় রাখতে নিজেই নিজের এক প্রেমের গল্প ফেদে বসলাম। অবশ্য এটাই পরে আর অনেক গল্পের জন্ম দিয়েছিল। সেই ঘটনা পরে হবে।
আসলে শুরু সেই দিন থেকেই। তবে এতে বান্ধবীদের ভূমিকাও কম না। মেয়েরা যখন নিজেরা নিজেদের মধ্যে কথা বলে তখন তারা সেন্সর বোর্ডের বালাই রাখে না। এট অবশ্য শুরুতে আমার জানা ছিল না। জানা থাকার কথাও না। সারা জীবন বয়েজ কলেজ কলেজে পড়াশুনা করে আসা। সমবয়েসি কোন মেয়ে কাজিনও নেই। কোচিং এ গেলে যাও কার কার সাথে একটু একটু কথা হত তাও খুব একটা বন্ধুত্বে গরায় নি। এই অবস্থায় মেয়েদের আড্ডার অন্দরমহলের খবর জানা আমার কাছে অসম্ভব বস্তু। যাই হোক প্রথম প্রথম সবাই আমার সামনে একটু একটু রাখ ঢাক রাখলেও মাস সাত আটের মধ্যে সব হাওয়া হয়ে গেল। বরং গ্রুপের সবাই সাদিয়ার সামনে যতটা সমঝে কথা বলে আমার সামনে তার সামান্য টুকুও করে না।
আর আমার অবস্থা হল দিশেহারা নাবিকের মত। একে তো আর সব বাংগালি ছেলেদের মত মেয়েদের ব্যাপারে জ্ঞান শূণ্যের পর্যায়ে তারপর এইরকম বাধনহারা আড্ডার ভিতর পরলে অবস্থা পুরো দিশেহারা। নিজেকে স্মার্ট প্রমাণ করা প্রয়োজন তাই যখন শুনতে অস্বস্তি হত তখনো চেহারা স্বাভাবিক করে শুনার চেষ্টা করতাম। অবশ্য সব সময় যে সফল হতাম না সেটা বুঝতেই পারছেন। ধরতে পারলে বাকিরা টিজ করে একাকার করে দিত। জুলিয়েট, ফারিয়া করবে সেটাই স্বাভাবিক। সুনিতি যখন ক্ষেপানো ধরল তখন অবাক হলেও মেনে নিয়েছিলাম। কিন্তু মিলি আর সাদিয়া ক্ষেপানো শুরু করার পর বুঝলাম মেয়েদের ক্ষেপানো কি জিনিস।
একদিন কথায় কথায় ফারিয়া বলল ওর এক কাজিন নাকি নতুন প্রেমে পরেছে এবং প্রায়ই নাকি রুম ডেটে যায়। রুম ডেট কথা টা তখন আমার কাছে নতুন। আসলে যখন কার কথা বলছি তখনো স্মার্ট ফোন বাজারে আসে নি আর নেটও এতটা এভেইলেবল না। তাই সিলেটের গুড বয় আমার কাছে ব্যাপারটা তখনো অজানা। মনের ভিতর পুরান সংকোচ আর সামাজিক দ্বিধা থাকায় আমি কথা তুললাম আমতা আমতা করে যে উনাদের কি বিয়ে হইছে বা ঠিক হইছে? সেটা শুনে জুলিয়েটের সে কি হাসি। বলে ওরে আমার সোনা বাবু কি বলে দেখ। কেন বিয়ে হইতে হবে কেন? এক রুমে যাইতে হলে বিয়ে হইতে হবে কেন? তুই তো আমদের সাথে বসে আছিস তোর কি আমাদের সাথে বিয়ে হইছে না হবে। এই আক্রমণে আমি একটু পিছু হটি। এইবার ফারিয়াও যোগ দেয় বলে তুই এইরকম ক্ষেতের মত কথা বলিস কেন। তারা প্রেম করতেছে। বিয়ে যে করবেই তার কোন নিশ্চয়তা নাই। কিন্তু নিজেদের বুঝার জন্য যদি একটু নিজেরা সময় নেয়,সেটা যদি রুমেও হয় তাতে অবাক হবার কি আছে। কথা টা আমার মত নতুন ঢাকাবাসীর জন্য মাথার উপর দিয়ে গেলেও আর কথা বললাম না বেশি। কারণ কি হতে কি হয় আর জুলিয়েট ও ফারিয়ার যৌথ আক্রমণ সামলান আমার কাজ না। তবে দেখলাম মিলিও আমার মত ব্যাপারটা মেনে নিতে পারে নি তবে কথা বাড়াচ্ছে না আবার সুনিতিও ওদের সাথে সম্পূর্ণ একমত না। কথা টা সুনিতি নিজের মত করে বলল বোঝা পরার দরকার আছে কিন্তু কিছু বোঝাপরা বিয়ের পরের জন্যই ছেড়ে রাখা ভাল। এই কথার পর তীর আমার থেকে সুনিতির দিকে ঘুরে গেল। সেইদিন নানা কথা পরে জুলিয়েট সুনিতির নাম দিল ভার্জিন মাতা মেরি। সেই তুমুল আলোচনা কথার তীরে সাদিয়া ছিল না থাকলে আর নতুন কি নাম যোগ হত কে জানে।
সেইদিনের সেই আলোচনা থেকেই জানলাম মিলির প্রেম আছে তার এক কাজিনের সাথে। কাজিন পড়াশুনা করতে বিদেশ গেছে। ফারিয়ার এটা দুই নাম্বার বয়ফ্রেন্ড। জুলিয়েটের বর্তমান বয়ফ্রেন্ড তিন নাম্বার হলেও সম্পর্ক ইন্টারের শুরু থেকে। সুনিতির প্রেম ইন্টার সেকেন্ড ইয়ার থেকে। আর সাদিয়া নাকি এইসব সম্পর্কে বিশ্বাস করে না। প্রেম সব তার স্বামীর জন্য তুলে রাখা। আমার কথা উঠতেই স্ট্যাটাস বজায় রাখার জন্য এক কাল্পনিক প্রেম কাহিনি খুলে বসলাম। সিলেটে থাকা আর এখন এমসি কলেজে পড়া কোন কল্পনার মেয়ে হল আমার গল্পের নায়িকা। বাকিরা সন্দেহ করলেও পুরা অবিশ্বাস করতে পারল না। আসলে এই মনখোলা গ্রুপের ভিতর নিজের সম্মান বজায় রাখতে নিজেই নিজের এক প্রেমের গল্প ফেদে বসলাম। অবশ্য এটাই পরে আর অনেক গল্পের জন্ম দিয়েছিল। সেই ঘটনা পরে হবে।


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)